ETV Bharat / city

Ashok Ghosh Birth Centenary: অশোক ঘোষের জন্ম শতবর্ষ মেলাল সব রাজনৈতিক দলকে, শ্রদ্ধা জানালেন বিমান-পার্থ - leaders from various parties join birth centenary programme of late Ashok Ghosh

1923 সালের 2 জুলাই হুগলির চুঁচুড়া শহরে জন্মগ্রহণ করেন স্বাধীনতা সংগ্রামী অশোক ঘোষ (Ashok Ghosh)। 1940 সালে তিনি ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত হন । 1951 সালে ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটির সাধারণ সম্পাদক পদে আসেন তিনি । আমৃত্যু সেই পদেই ছিলেন তিনি ।

Ashok Ghosh birth day
অশোক ঘোষের জন্ম শতবর্ষ মেলাল সব রাজনৈতিক দলকে
author img

By

Published : Jul 2, 2022, 8:59 PM IST

কলকাতা, 2 জুলাই: ফরওয়ার্ড ব্লক পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক অশোক ঘোষের জন্ম শতবর্ষ মিলিয়ে দিল সব রাজনৈতিক দলকে । শনিবার সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ফরওয়ার্ড ব্লকের রাজ্য দফতরে অশোক ঘোষের জন্ম শতবর্ষ অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাজ্যর শাসক-বিরোধী সব রাজনৈতিক দলের নেতারা (leaders from various parties join birth centenary programme of late Ashok Ghosh) । তৃণমূলের পক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সিপিএমের তরফে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইয়ের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মত নেতারা । তাঁরা অশোক ঘোষের প্রতিকৃতিতে মালা দেন । অশোক ঘোষের স্মৃতিচারণা করেন ।

রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, "রাজনৈতক বিভাজন দিয়ে অশোক'দাকে বিচার করা যাবে না । মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর খুব স্নেহ ধন্য ছিলেন । তাঁর নির্দেশেই শ্রদ্ধা জানাতে আসা । অশোক'দা বেচেঁ থাকতে বহুবার এই পার্টি অফিসে এসেছি । তাঁর থেকে রাজনৈতিক পরামর্শ নিয়েছি ।" বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "অশোক ঘোষ স্বাধীনতা সংগ্রমী ছিলেন । তাঁর জীবন-যাপন কতটা সহজ-সরল ছিল তা সকলের জানা । পারিবারিক বহু সম্পত্তি থাকতেও তিনি সে সব ছেড়ে ফরওয়ার্ড ব্লকে যোগ দেন । দেশের স্বাধীনতার জন্য লড়াই করেন । বামপন্থী রাজনীতিতে তাঁর জায়গায় দ্বিতীয় কেউ আসবেন না ৷" তবে অশোক ঘোষের জন্ম শতবর্ষ সব রাজনৈতিক দলকে মিলিয়ে দিলেও, দলীয় কোন্দলে জেরবার ফরওয়ার্ড ব্লকের বাংলা রাজ্য কমিটি । দলের বিক্ষুব্ধ গোষ্ঠী আজই আলাদাভাবে অশোক ঘোষকে স্মরণ করে ।

অশোক ঘোষের জন্ম শতবর্ষ মেলাল সব রাজনৈতিক দলকে

আরও পড়ুন: দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সিপিএমে যোগ তৃণমূলের বুথ সভাপতির

1923 সালের 2 জুলাই হুগলির চুঁচুড়া শহরে জন্মগ্রহণ করেন স্বাধীনতা সংগ্রামী অশোক ঘোষ । 1940 সালে তিনি ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত হন । 1951 সালে ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটির সাধারণ সম্পাদক পদে আসেন তিনি । আমৃত্যু সেই পদেই ছিলেন তিনি । স্বাধীনতার পর থেকে মোট 15 বার তাঁর দলের রাজ্য কমিটির শীর্ষ পদে নির্বাচিত হয়েছিলেন অশোক ঘোষ । টানা এত বছর কোনও রাজনৈতিক দলের শীর্ষ পদে থাকায় 2018 সালে তাঁর সম্পর্কে তথ্য চেয়ে চিঠি পাঠায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর ভারতীয় কর্তৃপক্ষ । কিন্তু তার প্রায় দু’বছর আগে 2016 সালের 3 মে তাঁর মৃত্যু হয় ।

তবে অশোকবাবু তাঁর জীবদ্দশাতেই জেনে গিয়েছিলেন, তাঁর পদে থাকার ইতিহাস ‘লিমকা বুক অফ রেকর্ডস’-এ স্থান পেয়েছে । যে কোনও রেকর্ড বইয়ে স্বীকৃতি পেতে গেলে নথিপত্র জমা দিতে হয় । অশোকবাবু রাজ্য সম্পাদক থাকতে থাকতেই ফরওয়ার্ড ব্লকের লাইব্রেরি ঘেঁটে 1951 সাল থেকে তাঁর পদে বসার তথ্য পাওয়া গিয়েছিল । সেই হিসাবে মৃত্যু পর্যন্ত তিনি 65 বছর টানা ওই এক পদে ছিলেন ।

কলকাতা, 2 জুলাই: ফরওয়ার্ড ব্লক পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক অশোক ঘোষের জন্ম শতবর্ষ মিলিয়ে দিল সব রাজনৈতিক দলকে । শনিবার সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ফরওয়ার্ড ব্লকের রাজ্য দফতরে অশোক ঘোষের জন্ম শতবর্ষ অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাজ্যর শাসক-বিরোধী সব রাজনৈতিক দলের নেতারা (leaders from various parties join birth centenary programme of late Ashok Ghosh) । তৃণমূলের পক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সিপিএমের তরফে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইয়ের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মত নেতারা । তাঁরা অশোক ঘোষের প্রতিকৃতিতে মালা দেন । অশোক ঘোষের স্মৃতিচারণা করেন ।

রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, "রাজনৈতক বিভাজন দিয়ে অশোক'দাকে বিচার করা যাবে না । মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর খুব স্নেহ ধন্য ছিলেন । তাঁর নির্দেশেই শ্রদ্ধা জানাতে আসা । অশোক'দা বেচেঁ থাকতে বহুবার এই পার্টি অফিসে এসেছি । তাঁর থেকে রাজনৈতিক পরামর্শ নিয়েছি ।" বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "অশোক ঘোষ স্বাধীনতা সংগ্রমী ছিলেন । তাঁর জীবন-যাপন কতটা সহজ-সরল ছিল তা সকলের জানা । পারিবারিক বহু সম্পত্তি থাকতেও তিনি সে সব ছেড়ে ফরওয়ার্ড ব্লকে যোগ দেন । দেশের স্বাধীনতার জন্য লড়াই করেন । বামপন্থী রাজনীতিতে তাঁর জায়গায় দ্বিতীয় কেউ আসবেন না ৷" তবে অশোক ঘোষের জন্ম শতবর্ষ সব রাজনৈতিক দলকে মিলিয়ে দিলেও, দলীয় কোন্দলে জেরবার ফরওয়ার্ড ব্লকের বাংলা রাজ্য কমিটি । দলের বিক্ষুব্ধ গোষ্ঠী আজই আলাদাভাবে অশোক ঘোষকে স্মরণ করে ।

অশোক ঘোষের জন্ম শতবর্ষ মেলাল সব রাজনৈতিক দলকে

আরও পড়ুন: দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সিপিএমে যোগ তৃণমূলের বুথ সভাপতির

1923 সালের 2 জুলাই হুগলির চুঁচুড়া শহরে জন্মগ্রহণ করেন স্বাধীনতা সংগ্রামী অশোক ঘোষ । 1940 সালে তিনি ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত হন । 1951 সালে ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটির সাধারণ সম্পাদক পদে আসেন তিনি । আমৃত্যু সেই পদেই ছিলেন তিনি । স্বাধীনতার পর থেকে মোট 15 বার তাঁর দলের রাজ্য কমিটির শীর্ষ পদে নির্বাচিত হয়েছিলেন অশোক ঘোষ । টানা এত বছর কোনও রাজনৈতিক দলের শীর্ষ পদে থাকায় 2018 সালে তাঁর সম্পর্কে তথ্য চেয়ে চিঠি পাঠায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর ভারতীয় কর্তৃপক্ষ । কিন্তু তার প্রায় দু’বছর আগে 2016 সালের 3 মে তাঁর মৃত্যু হয় ।

তবে অশোকবাবু তাঁর জীবদ্দশাতেই জেনে গিয়েছিলেন, তাঁর পদে থাকার ইতিহাস ‘লিমকা বুক অফ রেকর্ডস’-এ স্থান পেয়েছে । যে কোনও রেকর্ড বইয়ে স্বীকৃতি পেতে গেলে নথিপত্র জমা দিতে হয় । অশোকবাবু রাজ্য সম্পাদক থাকতে থাকতেই ফরওয়ার্ড ব্লকের লাইব্রেরি ঘেঁটে 1951 সাল থেকে তাঁর পদে বসার তথ্য পাওয়া গিয়েছিল । সেই হিসাবে মৃত্যু পর্যন্ত তিনি 65 বছর টানা ওই এক পদে ছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.