ETV Bharat / city

শিয়ালদা স্টেশনে কেরল ফেরত 30 শ্রমিকের উপর লাঠিচার্জের অভিযোগ - শিয়ালদা

সাধারণ মানুষকে বাঁচাতে একের পর এক রাজ্য লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছে । ফলে বাড়িতে ফিরতে সমস্যায় পড়ছেন ভিন রাজ্যে কর্মরত মানুষজন ৷ আজ সমস্যায় পড়েন অসমের 30 জন শ্রমিক ৷ কেরালা থেকে ফিরে আজ তাঁরা ট্রেন ধরার জন্য শিয়ালদা স্টেশনে বসেছিলেন ৷ সেখানেই পুলিশ তাঁদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷

lathi charge against 30 labours in sealdah station
শিয়ালদা স্টেশন
author img

By

Published : Mar 23, 2020, 10:05 PM IST

কলকাতা, 23 মার্চ : কোরোনা আতঙ্কের মাঝেই নয়া বিপত্তি শহরে ৷ কেরালা থেকে আসা 30 জন শ্রমিকের উপর লাঠিচার্জের অভিযোগ উঠল শিয়ালদা RPF-এর বিরুদ্ধে ৷ বাধ্য হয়ে হেঁটে মালদায় পোঁছনোর সিদ্ধান্ত নিয়েছে ওই শ্রমিকের দলটি ৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর ৷

রুজি-রুটির টানে কেরালায় গিয়েছিলেন অসমের 30 জন শ্রমিক ৷ কোরোনা ভাইরাসের জেরে পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন ওই শ্রমিকরা ৷ শনিবার তাঁরা হাওড়া স্টেশনে পৌঁছন ৷ কিন্তু অসম যাওয়ার কোনও ট্রেন ছিল না ৷ গতকাল জনতা কারফিউ থাকায় পূর্ব রেল ও নর্থ ফ্রন্টিয়ার ডিভিশনের সমস্ত ট্রেন পরিষেবা বন্ধ ছিল ৷ শিয়ালদা থেকে বাড়ি ফেরার ট্রেন পাওয়ার আশায় আজ স্টেশনে পৌঁছন তাঁরা ৷ অভিযোগ, সন্ধের পর সেখানে আচমকাই RPF লাঠি নিয়ে তাঁদের দিকে তেড়ে যায় ৷ মনোরঞ্জন নামে এক শ্রমিক জানান, ‘‘আমাদের উপর হঠাৎ লাঠিচার্জ শুরু হয় ৷ যেখানে যাচ্ছি, মার খাচ্ছি ৷’’

এই ঘটনার পর হেঁটে মালদা পৌঁছনোর সিদ্ধান্ত নেন ওই শ্রমিকরা ৷ ইটিভি ভারতের কাছে থেকে এই খবর শোনার পর লালবাজারের শীর্ষ কর্তারা আশ্বাস দেন, “ দেখছি কী করা যায় ।"

কলকাতা, 23 মার্চ : কোরোনা আতঙ্কের মাঝেই নয়া বিপত্তি শহরে ৷ কেরালা থেকে আসা 30 জন শ্রমিকের উপর লাঠিচার্জের অভিযোগ উঠল শিয়ালদা RPF-এর বিরুদ্ধে ৷ বাধ্য হয়ে হেঁটে মালদায় পোঁছনোর সিদ্ধান্ত নিয়েছে ওই শ্রমিকের দলটি ৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর ৷

রুজি-রুটির টানে কেরালায় গিয়েছিলেন অসমের 30 জন শ্রমিক ৷ কোরোনা ভাইরাসের জেরে পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন ওই শ্রমিকরা ৷ শনিবার তাঁরা হাওড়া স্টেশনে পৌঁছন ৷ কিন্তু অসম যাওয়ার কোনও ট্রেন ছিল না ৷ গতকাল জনতা কারফিউ থাকায় পূর্ব রেল ও নর্থ ফ্রন্টিয়ার ডিভিশনের সমস্ত ট্রেন পরিষেবা বন্ধ ছিল ৷ শিয়ালদা থেকে বাড়ি ফেরার ট্রেন পাওয়ার আশায় আজ স্টেশনে পৌঁছন তাঁরা ৷ অভিযোগ, সন্ধের পর সেখানে আচমকাই RPF লাঠি নিয়ে তাঁদের দিকে তেড়ে যায় ৷ মনোরঞ্জন নামে এক শ্রমিক জানান, ‘‘আমাদের উপর হঠাৎ লাঠিচার্জ শুরু হয় ৷ যেখানে যাচ্ছি, মার খাচ্ছি ৷’’

এই ঘটনার পর হেঁটে মালদা পৌঁছনোর সিদ্ধান্ত নেন ওই শ্রমিকরা ৷ ইটিভি ভারতের কাছে থেকে এই খবর শোনার পর লালবাজারের শীর্ষ কর্তারা আশ্বাস দেন, “ দেখছি কী করা যায় ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.