ETV Bharat / city

Dilip Ghosh on Kala Diwas: গত একবছর বাংলার রাজনীতিতে কলঙ্কময় অধ্যায়, দাবি দিলীপের

author img

By

Published : May 2, 2022, 11:16 AM IST

গতবছর, 2 মে তৃতীয়বার ক্ষমতায় এসেছিল তৃণমূল ৷ আর এই দিনটিকে বাংলার রাজনীতিতে কলঙ্কময় অধ্যায় হিসাবে উল্লেখ করা হবে বলে দাবি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Last One Year was Black Chapter for Bengal Politics Says Dilip Ghosh) ৷ ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি নেতা-কর্মীদের আত্মার শান্তি কামনা করে গঙ্গায় তর্পণ করবেন বলে জানিয়েছেন তিনি ৷

Last One Year was Black Chapter for Bengal Politics Says Dilip Ghosh
Last One Year was Black Chapter for Bengal Politics Says Dilip Ghosh

নিউটাউন, 2 মে : গতবছর আজকের দিনেই তৃতীয়বার বাংলার ক্ষমতা এসেছিল তৃণমূল ৷ গেরুয়া হাওয়াকে উড়িয়ে দিয়ে সবুজ ঝড় উঠেছিল বিধানসভার ফলপ্রকাশের দিন ৷ আর এই দিনটিকে কালাদিবস হিসেবে পালন করছে রাজ্যের বিরোধী দল বিজেপি ৷ এই এক বছরকে বাংলার রাজনৈতিক ইতিহাসে কলঙ্কময় অধ্যায় বলে উল্লেখ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Last One Year was Black Chapter for Bengal Politics Says Dilip Ghosh) ৷ তাঁর অভিযোগ, তৃণমূলের যে নেতারা বলেন মানুষ তাঁদের ভোটে জিতিয়ে ক্ষমতায় ফিরিয়েছে, সেই মানুষকেই আজ শাসক দল কষ্ট দিচ্ছে ৷

এ দিন দিলীপ ঘোষ আক্ষেপের সুরে বলেন, তৃণমূল ভোটের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল ৷ যার মধ্যে উল্লেখযোগ্য ছিল লক্ষ্মীর ভান্ডারের পাঁচশো টাকা, বিনামূল্যে বাড়ি রেশন পৌঁছে যাওয়া ৷ দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্পের আশায় মানুষ তৃণমূলকে ভোট দিয়েছিল ৷ কিন্তু, সেই সাধারণ, গরিব মানুষগুলিই আজ সবচেয়ে বেশি আক্রান্ত, অপমানিত এবং অত্যাচারের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷ সেই সঙ্গে দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছেন, যে দল একবছর আগে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল ৷ সেই দল এক বছরের মধ্যে কীভাবে মানুষের থেকে দূরে সরে যায় ? আর তাই দিলীপ ঘোষের মতে, বাংলার রাজনীতি এবং গণতন্ত্রের ইতিহাসে গত এক বছর কলঙ্কময় অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে ৷

আরও পড়ুন : Controversy Over State BJP Meeting : ‘প্রয়োজন নেই’, ড্যামেজ কন্ট্রোলের বৈঠকে শীর্ষনেতাদের গরহাজিরা নিয়ে মন্তব্য সুকান্তর

তৃণমূলের সরকারের এক বছর পূর্তিতে রাজ্য বিজেপির তরফে আজ কালা দিবস পালন করা হচ্ছে ৷ তাই কলকাতায় বিজেপির তরফে একটি মিছিলের আয়োজন করা হয়েছে ৷ দিলীপ ঘোষ নিজে সেই মিছিলে অংশ নেবেন ৷ এ নিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, গত বছর 2 মে’র পর থেকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপির শতাধিক কর্মী-সমর্থক প্রাণ হারিয়েছেন ৷ তাঁদের আত্মার শান্তিকামনায় গঙ্গা গিয়ে তর্পণ করবেন তিনি ৷ এ দিন দিলীপ ঘোষ প্রতিজ্ঞা করেন, এই দিনটি বাংলার মানুষকে ভুলতে দেবেন না তাঁরা ৷

নিউটাউন, 2 মে : গতবছর আজকের দিনেই তৃতীয়বার বাংলার ক্ষমতা এসেছিল তৃণমূল ৷ গেরুয়া হাওয়াকে উড়িয়ে দিয়ে সবুজ ঝড় উঠেছিল বিধানসভার ফলপ্রকাশের দিন ৷ আর এই দিনটিকে কালাদিবস হিসেবে পালন করছে রাজ্যের বিরোধী দল বিজেপি ৷ এই এক বছরকে বাংলার রাজনৈতিক ইতিহাসে কলঙ্কময় অধ্যায় বলে উল্লেখ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Last One Year was Black Chapter for Bengal Politics Says Dilip Ghosh) ৷ তাঁর অভিযোগ, তৃণমূলের যে নেতারা বলেন মানুষ তাঁদের ভোটে জিতিয়ে ক্ষমতায় ফিরিয়েছে, সেই মানুষকেই আজ শাসক দল কষ্ট দিচ্ছে ৷

এ দিন দিলীপ ঘোষ আক্ষেপের সুরে বলেন, তৃণমূল ভোটের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল ৷ যার মধ্যে উল্লেখযোগ্য ছিল লক্ষ্মীর ভান্ডারের পাঁচশো টাকা, বিনামূল্যে বাড়ি রেশন পৌঁছে যাওয়া ৷ দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্পের আশায় মানুষ তৃণমূলকে ভোট দিয়েছিল ৷ কিন্তু, সেই সাধারণ, গরিব মানুষগুলিই আজ সবচেয়ে বেশি আক্রান্ত, অপমানিত এবং অত্যাচারের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷ সেই সঙ্গে দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছেন, যে দল একবছর আগে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল ৷ সেই দল এক বছরের মধ্যে কীভাবে মানুষের থেকে দূরে সরে যায় ? আর তাই দিলীপ ঘোষের মতে, বাংলার রাজনীতি এবং গণতন্ত্রের ইতিহাসে গত এক বছর কলঙ্কময় অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে ৷

আরও পড়ুন : Controversy Over State BJP Meeting : ‘প্রয়োজন নেই’, ড্যামেজ কন্ট্রোলের বৈঠকে শীর্ষনেতাদের গরহাজিরা নিয়ে মন্তব্য সুকান্তর

তৃণমূলের সরকারের এক বছর পূর্তিতে রাজ্য বিজেপির তরফে আজ কালা দিবস পালন করা হচ্ছে ৷ তাই কলকাতায় বিজেপির তরফে একটি মিছিলের আয়োজন করা হয়েছে ৷ দিলীপ ঘোষ নিজে সেই মিছিলে অংশ নেবেন ৷ এ নিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, গত বছর 2 মে’র পর থেকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপির শতাধিক কর্মী-সমর্থক প্রাণ হারিয়েছেন ৷ তাঁদের আত্মার শান্তিকামনায় গঙ্গা গিয়ে তর্পণ করবেন তিনি ৷ এ দিন দিলীপ ঘোষ প্রতিজ্ঞা করেন, এই দিনটি বাংলার মানুষকে ভুলতে দেবেন না তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.