কলকাতা, 27 ডিসেম্বর : শ্রেষ্ঠত্ব এবং গুণগত মান যেমন বিধানসভায় তৈরি হয় বিধায়কদের মধ্যে তেমনি পুষ্প প্রদর্শনীতেও শ্রেষ্ঠ ও গুণগত মানের ফুলগুলি বিজয়ী হল । ফুলমেলার শেষ দিনে বললেন সুজন চক্রবর্তী । আজ শেষ হল বিধানসভার পুষ্প প্রদর্শনী । নানা ধরনের চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা সহ বিভিন্ন ফুলের প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হল বিধানসভার 66তম ফুলমেলা ।
বিধানসভায় সকলের প্রবেশের সুযোগ হয় না । কিন্তু পুষ্প প্রদর্শনীর কয়েকটি দিন সকলের জন্য বিধানসভায় প্রবেশের অনুমতি থাকে । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন ফুলমেলা দেখতে । বিভিন্ন পুরসভা থেকে ফুল নিয়ে আসা হয় এই মেলায় । প্রতি বছরের মতো এ বছরও কল্যাণী পৌরসভা ফুলমেলায় বিজয়ী হয়েছে । কলকাতা কর্পোরেশন এবং পূর্ত দপ্তরের ফুল গাছ শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে । বিধানসভার উপাধ্যক্ষ সুকুমার হাঁসদা পুরস্কার তুলে দিয়েছেন বিজয়ীদের হাতে । ফুলমেলার শেষ দিনে উপস্থিত ছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, কংগ্রেস বিধায়ক অসিত মিত্র প্রমুখ ।