ETV Bharat / city

শেষদিনে বিধানসভার ফুলমেলা - শেষ হল বিধানসভার পুষ্প প্রদর্শনী

আজ শেষ হল বিধানসভার পুষ্প প্রদর্শনী । নানান ধরনের চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা সহ বিভিন্ন ফুলের প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হল বিধানসভার 66তম পুষ্প ফুলমেলা । ফুলমেলার শেষ দিনে উপস্থিত ছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, কংগ্রেস বিধায়ক অসিত মিত্র, শিল্পপতি সন্দীপ ভুতোরিয়া প্রমুখ ।

assembly flower show
ফুলমেলার শেষদিনে সুজন চক্রবর্তী
author img

By

Published : Dec 27, 2019, 5:30 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর : শ্রেষ্ঠত্ব এবং গুণগত মান যেমন বিধানসভায় তৈরি হয় বিধায়কদের মধ্যে তেমনি পুষ্প প্রদর্শনীতেও শ্রেষ্ঠ ও গুণগত মানের ফুলগুলি বিজয়ী হল । ফুলমেলার শেষ দিনে বললেন সুজন চক্রবর্তী । আজ শেষ হল বিধানসভার পুষ্প প্রদর্শনী । নানা ধরনের চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা সহ বিভিন্ন ফুলের প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হল বিধানসভার 66তম ফুলমেলা ।

বিধানসভায় সকলের প্রবেশের সুযোগ হয় না । কিন্তু পুষ্প প্রদর্শনীর কয়েকটি দিন সকলের জন্য বিধানসভায় প্রবেশের অনুমতি থাকে । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন ফুলমেলা দেখতে । বিভিন্ন পুরসভা থেকে ফুল নিয়ে আসা হয় এই মেলায় । প্রতি বছরের মতো এ বছরও কল্যাণী পৌরসভা ফুলমেলায় বিজয়ী হয়েছে । কলকাতা কর্পোরেশন এবং পূর্ত দপ্তরের ফুল গাছ শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে । বিধানসভার উপাধ্যক্ষ সুকুমার হাঁসদা পুরস্কার তুলে দিয়েছেন বিজয়ীদের হাতে । ফুলমেলার শেষ দিনে উপস্থিত ছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, কংগ্রেস বিধায়ক অসিত মিত্র প্রমুখ ।

কলকাতা, 27 ডিসেম্বর : শ্রেষ্ঠত্ব এবং গুণগত মান যেমন বিধানসভায় তৈরি হয় বিধায়কদের মধ্যে তেমনি পুষ্প প্রদর্শনীতেও শ্রেষ্ঠ ও গুণগত মানের ফুলগুলি বিজয়ী হল । ফুলমেলার শেষ দিনে বললেন সুজন চক্রবর্তী । আজ শেষ হল বিধানসভার পুষ্প প্রদর্শনী । নানা ধরনের চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা সহ বিভিন্ন ফুলের প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হল বিধানসভার 66তম ফুলমেলা ।

বিধানসভায় সকলের প্রবেশের সুযোগ হয় না । কিন্তু পুষ্প প্রদর্শনীর কয়েকটি দিন সকলের জন্য বিধানসভায় প্রবেশের অনুমতি থাকে । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন ফুলমেলা দেখতে । বিভিন্ন পুরসভা থেকে ফুল নিয়ে আসা হয় এই মেলায় । প্রতি বছরের মতো এ বছরও কল্যাণী পৌরসভা ফুলমেলায় বিজয়ী হয়েছে । কলকাতা কর্পোরেশন এবং পূর্ত দপ্তরের ফুল গাছ শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে । বিধানসভার উপাধ্যক্ষ সুকুমার হাঁসদা পুরস্কার তুলে দিয়েছেন বিজয়ীদের হাতে । ফুলমেলার শেষ দিনে উপস্থিত ছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, কংগ্রেস বিধায়ক অসিত মিত্র প্রমুখ ।

Intro:শেষ হলো বিধানসভার পুষ্প প্রদর্শনী। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী ফুলের মালিক এবং মালকিনদের হাতে পুরস্কার তুলে দিলেন বিধানসভার উপাধ্যক্ষ সুকুমার হাঁসদা, বাম পরিষদের নেতা সুজন চক্রবর্তী, কংগ্রেস বিধায়ক অসিত মিত্র এবং শিল্পপতি সন্দীপ ভুতোরিয়া প্রমুখ। শ্রেষ্ঠত্ব এবং গুণগত মান যেমন বিধানসভায় তৈরি হয় বিধায়কদের মধ্যে তেমনি পুষ্প প্রদর্শনীতেও শ্রেষ্ঠ ও গুণগত মানের ফুলগুলি বিজয়ী হল। বললেন বামপন্থী দলনেতা সুজন চক্রবর্তী।


Body:নানান ধরনের চন্দ্রমল্লিকা, ডালিয়া, গেদা, সহ বিভিন্ন বিদেশী ফুল নিয়ে শেষ হলো বিধানসভার ৬৬ তম পুষ্প প্রদর্শনী। বিধানসভায় প্রবেশের সুযোগ সকলের হয়না। কিন্তু পুষ্প প্রদর্শনীর কয়েকটি দিন সকলের জন্য থাকে বিধানসভার অবারিত দ্বার। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন ফুল মেলা দেখতে।
বিভিন্ন পুরসভা থেকে ফুল নিয়ে আসা হয় এই মেলায়। প্রতিবছরের মতো এবছরও কল্যাণী পৌরসভা ফুল মেলায় বিজয়ী হয়েছে। কলকাতা কর্পোরেশন এবং পূর্ত দপ্তরের ফুল গাছ শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে। বিধানসভার উপাধ্যক্ষ সুকুমার হাঁসদা পুরস্কার তুলে দিয়েছেন বিজয়ীদের হাতে। সেই সঙ্গে সামনের বছর ফুল মেলাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হচ্ছে। ফুল মেলা দেখে বেরোনোর সময় বিধানসভার কর্মচারীদের তৈরি করা বিভিন্ন খাদ্য সামগ্রীও বিক্রি করা হয়েছে বিধানসভায়।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.