ETV Bharat / city

Cyber Crime: পড়ুয়াদের সাইবার অপরাধ নিয়ে সচেতন করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা লালবাজারের - কলকাতা পুলিশ

অনলাইন পরিষেবার যুগে যুব সমাজ বিশেষ করে স্কুল পড়ুয়াদের সাইবার অপরাধ থেকে সতর্ক করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে লালবাজার ৷ এর জন্য শহরের বেশ কয়েকটি স্কুলকে বেছে নেওয়া হবে ৷ তবে, পড়ুয়াদের নয়, শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেবেন পুলিশ আধিকারিকরা ৷ তাঁরা পড়ুয়াদের সেই মতো সচেতন করবেন ৷

Lalbazar has Arrange Special Awareness Training on Cyber Crime for School Students
পড়ুয়াদের সাইবার অপরাধ নিয়ে সচেতন করতে বিশেষ প্রশিক্ষণ লালবাজারের
author img

By

Published : Nov 16, 2021, 9:22 PM IST

কলকাতা, 16 নভেম্বর : সাইবার অপরাধের থেকে নতুন প্রজন্মকে সচেতন করতে এবার আসরে নামল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ আর এর জন্য বেছে নেওয়া হবে শহরের বেশ কয়েকটি স্কুলকে ৷ স্কুল বাছাই হলেই চালানো হবে সাইবার শিক্ষার পাঠ ৷ তবে তা সরাসরি ছাত্রছাত্রীদের জন্য নয় বলে লালবাজার সূত্রে খবর ৷

নতুন প্রজন্মকে সাইবার অপরাধের হাত থেকে মুক্ত রাখতে বিশেষ পাঠ দেওয়ার ব্যবস্থা করছে লালবাজারের গোয়েন্দা বিভাগ ৷ তবে, সেই পাঠ সরাসরি ছাত্রছাত্রীদের দেওয়া হবে না । সেই পাঠ দেওয়া হবে স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের ৷ তাঁরা সেই পাঠ থেকে শিক্ষা নিয়ে সচেতন করবেন পড়ুয়াদের ৷ যদিও, এ বিষয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন, এই প্রক্রিয়া কিছু নতুন নয় ৷ আগেও এই সচেতনতামূলক কাজকর্ম চলেছে ৷

আরও পড়ুন : BSF Jurisdiction : বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব পাশ

লালবাজার সূত্রে খবর, এই বিষয় শহরের একাধিক স্কুলকে বাছা হচ্ছে ৷ মূলত বাছাই করা স্কুলগুলির শিক্ষক ও শিক্ষিকাদের সাইবার সংক্রান্ত শিক্ষার পাঠ দেবেন কলকাতা পুলিশের সাইবার থানার আধিকারিকরা ৷ দেখা গিয়েছে যে লকডাউনের মধ্যে ও তার পরে সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম অনলাইনের মাধ্যমে কাজকর্মে অভ্যস্ত হয়েছে ৷ আর এই অনলাইনের ওপারেই ফাঁদ পেতে বসে আছে সাইবার দস্যুরা ৷ আর তাতেই শহরে বাড়ছে ব্যাঙ্ক জালিয়াতি থেকে শুরু করে সাইবার অপরাধের সংখ্যা ৷ ফলে এবার নতুন প্রজন্মকে সচেতন করতে ময়দানে নেমেছে লালবাজারের সাইবার শাখার গোয়েন্দারা ৷

কলকাতা, 16 নভেম্বর : সাইবার অপরাধের থেকে নতুন প্রজন্মকে সচেতন করতে এবার আসরে নামল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ আর এর জন্য বেছে নেওয়া হবে শহরের বেশ কয়েকটি স্কুলকে ৷ স্কুল বাছাই হলেই চালানো হবে সাইবার শিক্ষার পাঠ ৷ তবে তা সরাসরি ছাত্রছাত্রীদের জন্য নয় বলে লালবাজার সূত্রে খবর ৷

নতুন প্রজন্মকে সাইবার অপরাধের হাত থেকে মুক্ত রাখতে বিশেষ পাঠ দেওয়ার ব্যবস্থা করছে লালবাজারের গোয়েন্দা বিভাগ ৷ তবে, সেই পাঠ সরাসরি ছাত্রছাত্রীদের দেওয়া হবে না । সেই পাঠ দেওয়া হবে স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের ৷ তাঁরা সেই পাঠ থেকে শিক্ষা নিয়ে সচেতন করবেন পড়ুয়াদের ৷ যদিও, এ বিষয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন, এই প্রক্রিয়া কিছু নতুন নয় ৷ আগেও এই সচেতনতামূলক কাজকর্ম চলেছে ৷

আরও পড়ুন : BSF Jurisdiction : বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব পাশ

লালবাজার সূত্রে খবর, এই বিষয় শহরের একাধিক স্কুলকে বাছা হচ্ছে ৷ মূলত বাছাই করা স্কুলগুলির শিক্ষক ও শিক্ষিকাদের সাইবার সংক্রান্ত শিক্ষার পাঠ দেবেন কলকাতা পুলিশের সাইবার থানার আধিকারিকরা ৷ দেখা গিয়েছে যে লকডাউনের মধ্যে ও তার পরে সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম অনলাইনের মাধ্যমে কাজকর্মে অভ্যস্ত হয়েছে ৷ আর এই অনলাইনের ওপারেই ফাঁদ পেতে বসে আছে সাইবার দস্যুরা ৷ আর তাতেই শহরে বাড়ছে ব্যাঙ্ক জালিয়াতি থেকে শুরু করে সাইবার অপরাধের সংখ্যা ৷ ফলে এবার নতুন প্রজন্মকে সচেতন করতে ময়দানে নেমেছে লালবাজারের সাইবার শাখার গোয়েন্দারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.