কলকাতা, 26 জুন: লালবাজারের ট্র্যাফিক বিভাগের একাংশের মতে, বর্ষাকালে এবং পুজোর সময় শহরে পথদুর্ঘটনা ও তার জেরে মৃত্যুর প্রবণতা বেশি থাকে ৷ ফলে আগাম ব্যবস্থা গ্রহণ করলে সেই প্রবণতায় রাশ টানা সম্ভব বলে মনে করছে লালবাজার ৷ এ নিয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল শনিবার শহরের 25টি ট্র্যাফিক গার্ডের ওসিদের জন্য একটি নির্দেশিকা জারি করেছেন ৷ যেখানে ট্র্যাফিক সংক্রান্ত সব সমস্যা নিয়ে একটি সমীক্ষা করতে বলা হয়েছে (Lalbazar Traffic Guard Asked Report About Traffic Issues in Kolkata) ৷
লালবাজারের তরফে দেওয়া এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি ট্র্যাফিক গার্ডের ওসিদের নিজেদের এলাকায় একটি সমীক্ষা করতে হবে ৷ যেখানে সিগনালিং, স্পিড ব্রেকার ও রাস্তার পাশের স্পিড মিটারগুলি কী অবস্থায় রয়েছে তা নিয়ে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে ৷ লালবাজারের তরফে মূলত জানতে চাওয়া হয়েছে, শহরে ঘটে চলা পথদুর্ঘটনাগুলির নেপথ্যে কী কারণ ? কোথায় গাফিলতি আছে ? তা খুঁজে বার করতে বলা হয়েছে 25টি ট্র্যাফিক গার্ডের আধিকারিকদের ৷ সেই সংক্রান্ত রিপোর্ট আগামী সপ্তাহের মধ্যে লালবাজারের ট্র্যাফিক বিভাগে জমা দিতে বলা হয়েছে ৷
আরও পড়ুন: Kolkata Police On Cab: শহরে অনলাইন ক্যাব চালকদের দৌরাত্ম্য রুখতে নাজেহাল লালবাজার
এর আগেও কলকাতার ট্র্যাফিক গার্ডগুলির ওসিদের কিছু নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল ৷ যেখানে বলা হয়েছিল, কোথাও দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ট্র্যাফিক গার্ডের ওসি-সহ ওই এলাকা যে থানার অন্তর্গত সেখানকার মুখ্য আধিকারিককে ঘটনাস্থলে যেতে হবে ৷ এ ক্ষেত্রে বেপরোয়া গাড়ির চালকদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে সুবিধা হয়েছিল লালবাজারের ৷ এ বার কলকাতার রাস্তায় পথদুর্ঘটনা কমাতে ও তার জেরে মৃত্যু ঠেকাতে সচেষ্ট হল লালবাজারের ট্র্যাফিক বিভাগ ৷