ETV Bharat / city

Bhowanipur Murder Case : স্বর্ণ ব্যবসায়ী খুনে চার্জশিট জমা লালবাজারের

author img

By

Published : May 30, 2022, 1:17 PM IST

স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় চার্জশিট জমা দিল লালবাজার (Bhowanipur Murder Case)৷ গত ফেব্রুয়ারি মাসে ভবানীপুর থানা এলাকার এলগিন রোডে স্বর্ণ ব্যবসায়ী শান্তিলাল বৈদ্যের খুনের ঘটনা ঘটে ।

Lalbazar submits chargesheet in Bhowanipur Murder Case
Bhowanipur Murder Case

কলকাতা, 30 মে : এলগিন রোডে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ (Lalbazar submits chargesheet in Bhowanipur Murder Case)। জানা গিয়েছে, মোট 220 পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে লালবাজারের তরফে । সেই চার্জশিটে ঘটনার অন্যতম আততায়ী বিমল শর্মার নামে লুঠপাট চালানো, খুন ও ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রয়েছে । বর্তমানে এই ঘটনায় ধৃত বিমল শর্মা পুলিশ হেফাজতে রয়েছে । লালবাজার সূত্রের খবর, গোটা ঘটনাটি কিভাবে ঘটানো হয়েছিল তার একটি পুনর্নির্মাণ করতে চায় তদন্তকারী আধিকারিকরা ।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে ভবানীপুর থানা এলাকার এলগিন রোডে স্বর্ণ ব্যবসায়ী শান্তিলাল বৈদ্যের খুনের ঘটনা ঘটে (Bhowanipur Murder Case)। সেই ঘটনার তদন্তে নেমে মহারাষ্ট্র থেকে বিমল শর্মা নামে এক আততায়ীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা । রীতিমতো ফিল্মি কায়দায় ওই ব্যবসায়ীকে কলকাতার একটি হোটেলে ডেকে ঠান্ডা মাথায় খুন করা হয় ।

আরও পড়ুন : Bhowanipur Murder case : ডেটিং অ্যাপে পরিচয়, বেড়েছিল ঘনিষ্ঠতা; স্বর্ণব্যবসায়ী খুনে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

পরে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পরিবারের তরফ থেকে মোটা অংকের টাকা মুক্তিপণ হিসাবে দাবিও করে আততায়ী । তারপর ভিক্টোরিয়ার দক্ষিণ গেটের কাছ থেকে ওই মৃত ব্যবসায়ীর পরিবারের সদস্যদের থেকে লক্ষাধিক টাকা নিয়ে ট্যাক্সি ধরে হাওড়া স্টেশন পাড়ি দেয় আততায়ী । পরে সেখান থেকে সরাসরি মহারাষ্ট্রের দিকে বেরিয়ে যায় বিমল শর্মা । তবে পরে জানা যায় ওই স্বর্ণ ব্যবসায়ীকে ঠান্ডা মাথায় খুন করে সেই কথা পরিবারকে না জানিয়েই তাদের কাছ থেকে মুক্তিপণের টাকা আদায় করে শহর ছেড়ে মহারাষ্ট্রে পাড়ি দিয়েছিল আততায়ী ।

কলকাতা, 30 মে : এলগিন রোডে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ (Lalbazar submits chargesheet in Bhowanipur Murder Case)। জানা গিয়েছে, মোট 220 পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে লালবাজারের তরফে । সেই চার্জশিটে ঘটনার অন্যতম আততায়ী বিমল শর্মার নামে লুঠপাট চালানো, খুন ও ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রয়েছে । বর্তমানে এই ঘটনায় ধৃত বিমল শর্মা পুলিশ হেফাজতে রয়েছে । লালবাজার সূত্রের খবর, গোটা ঘটনাটি কিভাবে ঘটানো হয়েছিল তার একটি পুনর্নির্মাণ করতে চায় তদন্তকারী আধিকারিকরা ।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে ভবানীপুর থানা এলাকার এলগিন রোডে স্বর্ণ ব্যবসায়ী শান্তিলাল বৈদ্যের খুনের ঘটনা ঘটে (Bhowanipur Murder Case)। সেই ঘটনার তদন্তে নেমে মহারাষ্ট্র থেকে বিমল শর্মা নামে এক আততায়ীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা । রীতিমতো ফিল্মি কায়দায় ওই ব্যবসায়ীকে কলকাতার একটি হোটেলে ডেকে ঠান্ডা মাথায় খুন করা হয় ।

আরও পড়ুন : Bhowanipur Murder case : ডেটিং অ্যাপে পরিচয়, বেড়েছিল ঘনিষ্ঠতা; স্বর্ণব্যবসায়ী খুনে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

পরে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পরিবারের তরফ থেকে মোটা অংকের টাকা মুক্তিপণ হিসাবে দাবিও করে আততায়ী । তারপর ভিক্টোরিয়ার দক্ষিণ গেটের কাছ থেকে ওই মৃত ব্যবসায়ীর পরিবারের সদস্যদের থেকে লক্ষাধিক টাকা নিয়ে ট্যাক্সি ধরে হাওড়া স্টেশন পাড়ি দেয় আততায়ী । পরে সেখান থেকে সরাসরি মহারাষ্ট্রের দিকে বেরিয়ে যায় বিমল শর্মা । তবে পরে জানা যায় ওই স্বর্ণ ব্যবসায়ীকে ঠান্ডা মাথায় খুন করে সেই কথা পরিবারকে না জানিয়েই তাদের কাছ থেকে মুক্তিপণের টাকা আদায় করে শহর ছেড়ে মহারাষ্ট্রে পাড়ি দিয়েছিল আততায়ী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.