কলকাতা, 28 সেপ্টেম্বর: গেমিং অ্যাপ জালিয়াতি তদন্তে নেমে গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খান-কাণ্ডে আরও 14 কোটি 53 লক্ষ টাকা বাজেয়াপ্ত করল লালবাজার (Lalbazar seized 14 crores more in Amir Khan investigation case) । জানা গিয়েছে, বিনান্স নামে একটি প্ল্যাটফর্মে ওই টাকা ট্রান্সফার করা হয়েছিল ৷ মঙ্গলবার তা বাজেয়াপ্ত করে লালবাজারের গোয়েন্দা বিভাগ। তদন্তে নেমে লালবাজারের গোয়েন্দারা জানতে পারেন বে-আইনি এই টাকা বিদেশে ক্রিপ্টো কারেন্সিতে কনভার্ট করে রেখেছিলেন গার্ডেনরিচের অভিযুক্ত ব্যবসায়ী।
এক মোবাইল গেমিং অ্যাপ-এর মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় প্রতারণার অভিযোগ এনে গত 10 সেপ্টেম্বর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা মেটিয়াবুরুজ থানার ঠিক উলটোদিকে শাহী আস্তাবল এলাকায় অভিযুক্ত আমির খানের বাড়িতে তল্লাশি অভিযান চলে। সেখান থেকে প্রায় 18 কোটি টাকা সেদিন উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিকভাবে অভিযুক্ত ব্যবসায়ীর খোঁজ পাওয়া না-গেলেও পরে কলকাতা পুলিশ তদন্তে নেমে গাজিয়াবাদ থেকে অভিযুক্ত ব্যবসায়ী আমির খানকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: একডালিয়া এভারগ্রিনে 'সুব্রতদা'কে সামনে রেখে কেন্দ্রীয় এজেন্সিকে তোপ মমতার
এরপর আমির খানকে লাগাতার জেরা করে এই বিপুল অংকের টাকা বাজেয়াপ্ত করা হয়। জানা গিয়েছে, একটি মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে বহু গ্রাহকের সঙ্গে প্রতারণায় অভিযুক্ত আমির খান। ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই গাজিয়াবাদে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে আশ্রয় নিয়েছিল অভিযুক্ত এই ব্যবসায়ী ৷ তবে অবশেষে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তাঁকে গ্রেফতার করে।