ETV Bharat / city

Kolkata Police পুলিশ কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগের হিসাব চাইল লালবাজার

author img

By

Published : Aug 25, 2022, 2:08 PM IST

পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে কতটা মনযোগী সহকর্মীরা, তা জানতে চায় লালবাজার (Lalbazar) ৷ তার জন্য প্রত্যেক থানাকে পুলিশ কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের খতিয়ানের হিসাব পাঠাতে বলা হয়েছে ৷

Kolkata Police
Kolkata Police

কলকাতা, 25 অগস্ট: কলকাতা পুলিশের (Kolkata Police) কর্মীদের বিরুদ্ধে কোন থানায় কত পরিমাণে অভিযোগ দায়ের হয়েছে ? সহকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত কতটা জোর দিয়ে করছেন পুলিশের অন্যান্য কর্মীরা ? এ বার তা জানার জন্যই শহরের প্রত্যেকটি থানাকে পুলিশ কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের হিসাব পাঠাতে বলল লালবাজার (Lalbazar seeks details of allegations against cops) ।

বিভিন্ন সময়ে শহরের বিভিন্ন প্রান্তে পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনেন সাধারণ মানুষ ৷ কোনও কোনও ক্ষেত্রে সেই অভিযোগ লিখিত আকারে থানায় লিপিবদ্ধ হয় । কিন্তু লালবাজারের অভিযোগ, অনেক সময় সহকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সেই ভাবে গুরুত্ব দিতে চান না অন্যান্য পুলিশকর্মীরা । আর এতেই বেজায় ক্ষুদ্ধ লালবাজারে উচ্চপদস্থ আধিকারিকদের একাংশ । চলতি সপ্তাহে লালবাজারে এই নিয়ে একটি বৈঠক করেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল । সংশ্লিষ্ট বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের সকল উচ্চপদস্থ আধিকারিকরা ।

সম্প্রতি হাওড়ার গ্রামীণ এলাকা আমতা থানায় পুলিশ কর্মীদের বিরুদ্ধে ছাত্র নেতা খুনের অভিযোগ ওঠে । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই খোদ শহরে গল্ফগ্রিন থানার একজন সার্জেন্ট এবং অন্য দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে যুবকের মৃত্যুর ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয় । কিন্তু এই ঘটনা নতুন নয়, এর আগেও শহরের বিভিন্ন প্রান্তে নাগরিকরা অনেক সময় পুলিশ কর্মীদের দুর্ব্যবহারের শিকার হন এবং কেউ কেউ থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন । তবে আদৌও সেই সকল তদন্ত কোন পথে এগোচ্ছে, তা জানতেই এবার লালবাজার তরফে শহরের প্রত্যেকটি থানাকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: কয়লাপাচার তদন্তে তিন পুলিশ আধিকারিককে তলব সিআইডির

2016 সাল থেকে চলতি বছরের অগস্ট মাস পর্যন্ত যে কয়েকজন পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, সেই সকল অভিযোগের মামলা কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে, তা জানাতে হবে । পাশাপাশি সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের নামের তালিকাও চাওয়া হয়েছে লালবাজারের তরফে । তবে আচমকাই এই নির্দেশ কেন সেই নিয়ে লালবাজারের নানা দিকে নানা গুঞ্জন রটেছে । এই বিষয়ে আইপিএস মহলের একাংশের দাবি, কলকাতা পুলিশের কর্মীদের আরও স্বচ্ছ ভাব-ধারণা রাখার জন্যই এই ব্যবস্থা । আবার আইপিএস মহলের অন্য একটি অংশের দাবি, দীর্ঘদিন ধরে পুলিশ কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের মামলা কতদূর এগোচ্ছে তার একটি আপডেট নেওয়ার জন্যই এই নির্দেশ ।

কলকাতা, 25 অগস্ট: কলকাতা পুলিশের (Kolkata Police) কর্মীদের বিরুদ্ধে কোন থানায় কত পরিমাণে অভিযোগ দায়ের হয়েছে ? সহকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত কতটা জোর দিয়ে করছেন পুলিশের অন্যান্য কর্মীরা ? এ বার তা জানার জন্যই শহরের প্রত্যেকটি থানাকে পুলিশ কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের হিসাব পাঠাতে বলল লালবাজার (Lalbazar seeks details of allegations against cops) ।

বিভিন্ন সময়ে শহরের বিভিন্ন প্রান্তে পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনেন সাধারণ মানুষ ৷ কোনও কোনও ক্ষেত্রে সেই অভিযোগ লিখিত আকারে থানায় লিপিবদ্ধ হয় । কিন্তু লালবাজারের অভিযোগ, অনেক সময় সহকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সেই ভাবে গুরুত্ব দিতে চান না অন্যান্য পুলিশকর্মীরা । আর এতেই বেজায় ক্ষুদ্ধ লালবাজারে উচ্চপদস্থ আধিকারিকদের একাংশ । চলতি সপ্তাহে লালবাজারে এই নিয়ে একটি বৈঠক করেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল । সংশ্লিষ্ট বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের সকল উচ্চপদস্থ আধিকারিকরা ।

সম্প্রতি হাওড়ার গ্রামীণ এলাকা আমতা থানায় পুলিশ কর্মীদের বিরুদ্ধে ছাত্র নেতা খুনের অভিযোগ ওঠে । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই খোদ শহরে গল্ফগ্রিন থানার একজন সার্জেন্ট এবং অন্য দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে যুবকের মৃত্যুর ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয় । কিন্তু এই ঘটনা নতুন নয়, এর আগেও শহরের বিভিন্ন প্রান্তে নাগরিকরা অনেক সময় পুলিশ কর্মীদের দুর্ব্যবহারের শিকার হন এবং কেউ কেউ থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন । তবে আদৌও সেই সকল তদন্ত কোন পথে এগোচ্ছে, তা জানতেই এবার লালবাজার তরফে শহরের প্রত্যেকটি থানাকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: কয়লাপাচার তদন্তে তিন পুলিশ আধিকারিককে তলব সিআইডির

2016 সাল থেকে চলতি বছরের অগস্ট মাস পর্যন্ত যে কয়েকজন পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, সেই সকল অভিযোগের মামলা কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে, তা জানাতে হবে । পাশাপাশি সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের নামের তালিকাও চাওয়া হয়েছে লালবাজারের তরফে । তবে আচমকাই এই নির্দেশ কেন সেই নিয়ে লালবাজারের নানা দিকে নানা গুঞ্জন রটেছে । এই বিষয়ে আইপিএস মহলের একাংশের দাবি, কলকাতা পুলিশের কর্মীদের আরও স্বচ্ছ ভাব-ধারণা রাখার জন্যই এই ব্যবস্থা । আবার আইপিএস মহলের অন্য একটি অংশের দাবি, দীর্ঘদিন ধরে পুলিশ কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের মামলা কতদূর এগোচ্ছে তার একটি আপডেট নেওয়ার জন্যই এই নির্দেশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.