কলকাতা, 23 অগস্ট: বেআইনি অনলাইন লটারি ব্যবসার বিরুদ্ধে বিশেষ অভিযান চালাল লালবাজারের গুন্ডা দমন শাখা (Anti Rowdy Squad) ৷ সোমবার রাতে শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালিয়ে মোট 7 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ প্রায় 3 লক্ষ টাকা-সহ একাধিক কম্পিউটার, ল্যাপটপ, পেনড্রাইভ, মোবাইল এবং বেশ কিছু কাগজপত্র বাজেয়াপ্ত হয়েছে ৷
সম্প্রতি কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল (Kolkata Police Commissioner Vineet Kumar Goyal) শহরের প্রতিটি থানার আধিকারিকদের একটি নির্দেশ দেন ৷ যেখানে বেআইনি অনলাইন লটারির কারবারিদের বাগে আনার নির্দেশ দেন তিনি ৷ সোমবার রাতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ বন্ডেল রোড, গড়িয়াহাট, এমজি রোড, যাদবপুর, বেগবাগান ও দক্ষিণ 24 পরগনার সুভাষগ্রাম-সহ একাধিক এলাকায় গোপনে তল্লাশি অভিযান চালায় (Raids Against Illegal Online Lottery) ৷ লালবাজার সূত্রের খবর, সেই অভিযানে মোট 7 জনকে গ্রেফতার করা হয়েছে ৷
ধৃতদের জেরা করে এই বেআইনি অনলাইন লটারি চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজ শুরু করেছেন গুন্ডা দমন শাখার আধিকারিকরা ৷ সেই সঙ্গে এই চক্রের মাথা কারা, কোথা থেকে পুরো কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে, এমন সব তথ্যের খোঁজ শুরু করেছেন গোয়েন্দারা ৷ প্রসঙ্গত, পুলিশ কমিশনারের নির্দেশ আসতেই কলকাতা পুলিশের প্রতিটি থানা তাঁদের নেটওয়ার্ককে সক্রিয়া করে দেয় ৷ তেমন বেশ কয়েকটি সূত্র মারফত খবর পেয়ে, গোপনে অভিযানে নামে কলকাতা পুলিশ ৷
আরও পড়ুন: সৌজন্যে কলকাতা পুলিশের বিশেষ অ্যাপ, ট্যাক্সিতে ফেলে আসা টাকা ফেরত পেলেন যাত্রী
লালবাজার সূত্রে খবর, তদন্তে পুলিশ জানতে পেরেছে, একাধিক ব্যবসার আড়ালে কলকাতার বিভিন্ন এলাকায় এই বেআইনি অনলাইন লটারির ব্যবসা গড়ে উঠেছে ৷ আর এই চক্রের পিছনে নির্দিষ্ট কিছু মাথা রয়েছে বলে ধারণা গোয়েন্দাদের ৷ সোমবার রাতের অভিযানে ধৃত 7 জনের বিরুদ্ধে গ্যাম্বলিং আইনে মামলা রুজু করেছে লালবাজার ৷