ETV Bharat / city

Kunal Ghosh : মমতার জয় স্পষ্ট হতেই লকেটকে জবাব কুণালের, উচ্ছ্বসিত ফিরহাদও - tweet

ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের গণনা শুরু হতেই স্পষ্ট হয়ে যায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের জয় নিশ্চিত ৷ আর তারপরই টুইটারে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায়কে নিশানা করলেন কুণাল ঘোষ ৷ টুইটে উচ্ছ্বাস প্রকাশ করেন ফিরহাদ হাকিমও ৷

kunal ghosh targets locket chatterjee on mamata banerjee's victory
Kunal Ghosh : মমতার জয় স্পষ্ট হতেই লকেটকে জবাব কুণালের, উচ্ছ্বসিত ফিরহাদও
author img

By

Published : Oct 3, 2021, 2:53 PM IST

কলকাতা, 3 অক্টোবর : ভবানীপুরে (Bhabanipur) ট্রেন্ড স্পষ্ট হতেই বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায়কে (Locket Chatterjee) জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ উল্লেখ্য, গত 27 সেপ্টেম্বর একটি টুইট করেছিলেন কুণাল ৷ তাতে লকেটকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছিলেন তিনি ৷ ভবানীপুরের উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) প্রচারে লকেট যোগ না দেওয়ায় কুণাল যে খুব খুশি, সেটা বোঝাতেই ছিল এই টুইট বার্তা ৷ যা নিয়ে রাজ্য রাজনীতিতে কানাঘুষো শুরু হয়ে যায় ৷ তবে কি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন লকেট ? তবে সেই জল্পনায় জল ঢেলে দেন লকেট নিজেই ৷ পাল্টা টুইটে কুণালকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) আসন বাঁচানোর পরামর্শ দেন বিজেপি নেত্রী ৷ রবিবার লকেটের সেই টুইটটিই রিটুইট করেছেন কুণাল ৷ সঙ্গে জুড়ে দিয়েছেন দু’টি লাইন ৷ কুণালের ভাষায়, ‘‘তাহলে, আমরা আমাদের কাজ করেছি ৷ আশা করি, আপনি খুশি এবং সন্তুষ্ট ৷’’

আরও পড়ুন : Kunal-Locket : আগে ভবানীপুরে মমতার হার বাঁচান, কুণালের টুইট-জল্পনার উত্তর লকেটের

কুণালের এই টুইট নজর কেড়েছে রাজনৈতিক মহলের ৷ এমনিতে মাঝমধ্যেই অন্যদের সঙ্গে টুইট যুদ্ধে জড়ান তৃণমূলের এই নেতা ৷ ভবানীপুরে উপনির্বাচনের আগেই লকেটের সঙ্গেও একপ্রস্থ ‘ভার্চুয়াল লড়াই’ হয় তাঁর ৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, 27 সেপ্টেম্বর কুণাল প্রথম যে টুইটটি করেছিলেন, তাতে কোথাও একটা লকেটের ‘ঘরে ফেরার’ প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল ৷ প্রসঙ্গত, অভিনেত্রী লকেটের রাজনৈতিক ইনিংস শুরু হয়েছিল তৃণমূলের হাত ধরেই ৷ পরে তিনি শিবির বদলান এবং দ্রুত সামনের সারিতে উঠে আসেন ৷ তাঁর জনপ্রিয়তার কথা মাথায় রেখেই একুশের বিধানসভা নির্বাচনে হুগলির চুঁচূড়া আসন থেকে সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়কে দাঁড় করায় বিজেপি ৷ কিন্তু, তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন তিনি ৷ এছাড়া, একুশের নির্বাচনেই হুগলির বিভিন্ন আসনে দলে নবাগতদের প্রার্থী হিসাবে দাঁড় করানোয় বিজেপি-র অন্দরে তুমুল অশান্তি শুরু হয় ৷ সূত্রের দাবি, এর পর থেকেই লকেটকে নিয়ে বিজেপি-র নিচুতলার নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে ৷

এমন প্রেক্ষাপটে ভবানীপুরে লকেটের প্রচারে না যাওয়া নিয়েও জল্পনা শুরু হয় ৷ এমনকী বিজেপি-র একটা সূত্রের দাবি, ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে দলীয় নেতৃত্বের প্রথম পছন্দ ছিলেন লকেট ৷ কিন্তু, তিনি উপনির্বাচনে লড়তে অস্বীকার করেন ৷ এক্ষেত্রে কুণাল ঘোষের টুইট রাজ্য রাজনীতিতে নতুন খোরাক জোটানোর পক্ষে যথেষ্ট ছিল ৷ অনেকেরই ব্যাখ্যা ছিল, বাবুল সুপ্রিয়র পথে হেঁটে লকেট পদ্ম ছেড়ে হাতে ঘাসফুল তুলে নিতে পারেন ৷ কুণালের 27 সেপ্টেম্বরের টুইট সেই সম্ভাবনা আরও উস্কে দেয় ৷ কেউ কেউ মনে করছেন, এই ঘটনার পর লকেটের সপাট জবাব হয়তো আশা করেননি কুণাল ৷ আর সেই কারণেই ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জয় নিশ্চিত হতেই বিজেপি নেত্রীকে জবাব দিতে দেরি করেননি তিনি ৷

  • Didi is Didi.
    Shouting Bhabi can't be any alternative.
    You can make some illusions by reflecting drama through media.
    But those nuisance activities don't make impact upon serious citizens.

    So, advanced congrats to @MamataOfficial for a huge expected victory.

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) October 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Locket Chatterjee : সুকান্তর সংবর্ধনায় অনুপস্থিত লকেট, তৃণমূল-যোগের জল্পনা তুঙ্গে

এর পাশাপাশি এদিন ভবানীপুরে মমতার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকেও নিশানা করেছেন কুণাল ঘোষ ৷ সরাসরি প্রিয়াঙ্কার নাম না করে তাঁকে ‘শাউটিং ভাবী’ বলে কটাক্ষ করেছেন কুণাল ৷ বুঝিয়ে দিয়েছেন, প্রিয়াঙ্কার পক্ষে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিকল্প হয়ে ওঠা সম্ভব নয় ৷ এভাবে তিনি সংবাদমাধ্যমে হই চই করতে পারেন ৷ কিন্তু, তাতে সচেতন ভোটারদের প্রভাবিত করা সম্ভব নয় ৷ এমনকী, আনুষ্ঠানিকভাবে উপনির্বাচনের ফল ঘোষণার আগেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আগাম অভিনন্দন জানাতেও ভোলেননি কুণাল ৷

  • This moment is the most special moment for each and every single person in #Bengal who firmly stood beside #MamataBanerjee in her journey, through thick and thin!

    People of Bhabanipur have chosen the leader of this nation, come 2024!#MamataBanerjeeForBhabanipur

    — FIRHAD HAKIM (@FirhadHakim) October 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নেত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তাঁর আর এক সৈনিকও ৷ রবিবার টুইটারে ‘কলম’ ধরেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ তাঁর মতে, বাংলার প্রতিটা মানুষের কাছেই এটা একটা বিশেষ মুহূর্ত ৷ যাঁরা সর্বক্ষণই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে থেকেছেন ৷ ফিরহাদের দাবি, ভবানীপুরের মানুষ আসলে দেশের নেত্রীকে বেছে নিয়েছেন ৷ তাঁদের আসল লক্ষ্য যে 2024-এর লোকসভা নির্বাচন, তাও গোপন করেননি ফিরহাদ ৷

কলকাতা, 3 অক্টোবর : ভবানীপুরে (Bhabanipur) ট্রেন্ড স্পষ্ট হতেই বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায়কে (Locket Chatterjee) জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ উল্লেখ্য, গত 27 সেপ্টেম্বর একটি টুইট করেছিলেন কুণাল ৷ তাতে লকেটকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছিলেন তিনি ৷ ভবানীপুরের উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) প্রচারে লকেট যোগ না দেওয়ায় কুণাল যে খুব খুশি, সেটা বোঝাতেই ছিল এই টুইট বার্তা ৷ যা নিয়ে রাজ্য রাজনীতিতে কানাঘুষো শুরু হয়ে যায় ৷ তবে কি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন লকেট ? তবে সেই জল্পনায় জল ঢেলে দেন লকেট নিজেই ৷ পাল্টা টুইটে কুণালকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) আসন বাঁচানোর পরামর্শ দেন বিজেপি নেত্রী ৷ রবিবার লকেটের সেই টুইটটিই রিটুইট করেছেন কুণাল ৷ সঙ্গে জুড়ে দিয়েছেন দু’টি লাইন ৷ কুণালের ভাষায়, ‘‘তাহলে, আমরা আমাদের কাজ করেছি ৷ আশা করি, আপনি খুশি এবং সন্তুষ্ট ৷’’

আরও পড়ুন : Kunal-Locket : আগে ভবানীপুরে মমতার হার বাঁচান, কুণালের টুইট-জল্পনার উত্তর লকেটের

কুণালের এই টুইট নজর কেড়েছে রাজনৈতিক মহলের ৷ এমনিতে মাঝমধ্যেই অন্যদের সঙ্গে টুইট যুদ্ধে জড়ান তৃণমূলের এই নেতা ৷ ভবানীপুরে উপনির্বাচনের আগেই লকেটের সঙ্গেও একপ্রস্থ ‘ভার্চুয়াল লড়াই’ হয় তাঁর ৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, 27 সেপ্টেম্বর কুণাল প্রথম যে টুইটটি করেছিলেন, তাতে কোথাও একটা লকেটের ‘ঘরে ফেরার’ প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল ৷ প্রসঙ্গত, অভিনেত্রী লকেটের রাজনৈতিক ইনিংস শুরু হয়েছিল তৃণমূলের হাত ধরেই ৷ পরে তিনি শিবির বদলান এবং দ্রুত সামনের সারিতে উঠে আসেন ৷ তাঁর জনপ্রিয়তার কথা মাথায় রেখেই একুশের বিধানসভা নির্বাচনে হুগলির চুঁচূড়া আসন থেকে সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়কে দাঁড় করায় বিজেপি ৷ কিন্তু, তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন তিনি ৷ এছাড়া, একুশের নির্বাচনেই হুগলির বিভিন্ন আসনে দলে নবাগতদের প্রার্থী হিসাবে দাঁড় করানোয় বিজেপি-র অন্দরে তুমুল অশান্তি শুরু হয় ৷ সূত্রের দাবি, এর পর থেকেই লকেটকে নিয়ে বিজেপি-র নিচুতলার নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে ৷

এমন প্রেক্ষাপটে ভবানীপুরে লকেটের প্রচারে না যাওয়া নিয়েও জল্পনা শুরু হয় ৷ এমনকী বিজেপি-র একটা সূত্রের দাবি, ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে দলীয় নেতৃত্বের প্রথম পছন্দ ছিলেন লকেট ৷ কিন্তু, তিনি উপনির্বাচনে লড়তে অস্বীকার করেন ৷ এক্ষেত্রে কুণাল ঘোষের টুইট রাজ্য রাজনীতিতে নতুন খোরাক জোটানোর পক্ষে যথেষ্ট ছিল ৷ অনেকেরই ব্যাখ্যা ছিল, বাবুল সুপ্রিয়র পথে হেঁটে লকেট পদ্ম ছেড়ে হাতে ঘাসফুল তুলে নিতে পারেন ৷ কুণালের 27 সেপ্টেম্বরের টুইট সেই সম্ভাবনা আরও উস্কে দেয় ৷ কেউ কেউ মনে করছেন, এই ঘটনার পর লকেটের সপাট জবাব হয়তো আশা করেননি কুণাল ৷ আর সেই কারণেই ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জয় নিশ্চিত হতেই বিজেপি নেত্রীকে জবাব দিতে দেরি করেননি তিনি ৷

  • Didi is Didi.
    Shouting Bhabi can't be any alternative.
    You can make some illusions by reflecting drama through media.
    But those nuisance activities don't make impact upon serious citizens.

    So, advanced congrats to @MamataOfficial for a huge expected victory.

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) October 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Locket Chatterjee : সুকান্তর সংবর্ধনায় অনুপস্থিত লকেট, তৃণমূল-যোগের জল্পনা তুঙ্গে

এর পাশাপাশি এদিন ভবানীপুরে মমতার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকেও নিশানা করেছেন কুণাল ঘোষ ৷ সরাসরি প্রিয়াঙ্কার নাম না করে তাঁকে ‘শাউটিং ভাবী’ বলে কটাক্ষ করেছেন কুণাল ৷ বুঝিয়ে দিয়েছেন, প্রিয়াঙ্কার পক্ষে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিকল্প হয়ে ওঠা সম্ভব নয় ৷ এভাবে তিনি সংবাদমাধ্যমে হই চই করতে পারেন ৷ কিন্তু, তাতে সচেতন ভোটারদের প্রভাবিত করা সম্ভব নয় ৷ এমনকী, আনুষ্ঠানিকভাবে উপনির্বাচনের ফল ঘোষণার আগেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আগাম অভিনন্দন জানাতেও ভোলেননি কুণাল ৷

  • This moment is the most special moment for each and every single person in #Bengal who firmly stood beside #MamataBanerjee in her journey, through thick and thin!

    People of Bhabanipur have chosen the leader of this nation, come 2024!#MamataBanerjeeForBhabanipur

    — FIRHAD HAKIM (@FirhadHakim) October 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নেত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তাঁর আর এক সৈনিকও ৷ রবিবার টুইটারে ‘কলম’ ধরেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ তাঁর মতে, বাংলার প্রতিটা মানুষের কাছেই এটা একটা বিশেষ মুহূর্ত ৷ যাঁরা সর্বক্ষণই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে থেকেছেন ৷ ফিরহাদের দাবি, ভবানীপুরের মানুষ আসলে দেশের নেত্রীকে বেছে নিয়েছেন ৷ তাঁদের আসল লক্ষ্য যে 2024-এর লোকসভা নির্বাচন, তাও গোপন করেননি ফিরহাদ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.