ETV Bharat / city

Kunal Ghosh: শুভেন্দুর শরীরে কি কোনও সমস্যা আছে, জানতে সিবিআই তদন্ত চাইলেন কুণাল

author img

By

Published : Sep 13, 2022, 5:42 PM IST

বিজেপির নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) যোগ দেওয়ার আগেই পুলিশ আটক করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ৷ এই সময় মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে বচসা হয় শুভেন্দুর ৷ পরে এই নিয়ে শুভেন্দুকে কটাক্ষ কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷

kunal-ghosh-slams-suvendu-adhikari-on-bjp-nabanna-abhijan-issue
Kunal Ghosh: শুভেন্দুর শরীরে কি কোনও সমস্যা আছে, জানতে সিবিআই তদন্ত চাইলেন কুণাল

কলকাতা, 13 সেপ্টেম্বর : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) শরীরে কি কোনও সমস্যা আছে ? প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ পাশাপাশি এই নিয়ে সিবিআই (CBI) তদন্তেরও দাবি তুলেছেন তিনি ৷ টুইটারে এই নেতা লিখেছেন, ‘‘যদি তাঁর শরীরে কোনও অংশে কোনও সমস্যা থাকে, তার জন্য সিবিআই তদন্তের দাবি তুলছি ৷’’

যদিও টুইটে একবারও তিনি শুভেন্দু অধিকারীর নাম লেখেননি ৷ কিন্তু আর যা যা লিখেছেন, তাতে স্পষ্ট যে শুভেন্দু অধিকারীকেই নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ কী রয়েছে তাঁর টুইটের প্রথম অংশে ? কুণাল লিখেছেন, সাধারণ মন্তব্য হওয়া উচিত, ডোন্ট টাচ মি ৷ কিন্তু তিনি বললেন, ডোন্ট টাচ মাই বডি ৷’’

  • The normal statement should be," Don't touch me."
    But he said," Don't touch my body"
    Is there any problem in his body??
    I demand CBI investigation regarding some parts of his body.

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) September 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, মঙ্গলবার ছিল বিজেপির নবান্ন অভিযান ছিল (BJP Nabanna Abhijan) ৷ তিন দিক দিয়ে নবান্ন ঘেরার পরিকল্পনা করেছিল বিজেপি ৷ একটি দিকের মিছিল সাঁতরাগাছি স্টেশন থেকে শুরু হওয়ার কথা ছিল ৷ সেই মিছিলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ তিনি সেদিকে যাওয়ার পথে কলকাতা থেকে বিদ্যাসাগর সেতুতে ওঠার মুখে আটকে যান ৷

সেই সময় তাঁকে আটক করার জন্য এগিয়ে আসেন মহিলা পুলিশ কর্মীরা ৷ যা দেখে প্রশ্ন তোলেন শুভেন্দু ৷ বলতে থাকেন, ‘‘ডোন্ট টাচ মি৷ ডোন্ট টাচ মাই বডি ৷’’ একাধিকবার শুভেন্দুকে ‘ডোন্ট টাচ মাই বডি’’ বলতে শোনা যায় ৷ আর এই বিষয়টিকে হাতিয়ার করেই নন্দীগ্রামের বিধায়ককে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, পরে পুরুষ পুলিশ আধিকারিকরা সেখানে আসেন ৷ তাঁদের সঙ্গেও বচসা হয় শুভেন্দু অধিকারীর ৷ এর পর তাঁকে আটক করে নিয়ে যায় পুলিশ ৷ তাঁর সঙ্গে আটক করা হয় হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে ৷

আরও পড়ুন : আলুভাতে নেতাদের ভরসায় পথে বিজেপি কর্মীরা, শুভেন্দুকে কটাক্ষ কুণালের

কলকাতা, 13 সেপ্টেম্বর : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) শরীরে কি কোনও সমস্যা আছে ? প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ পাশাপাশি এই নিয়ে সিবিআই (CBI) তদন্তেরও দাবি তুলেছেন তিনি ৷ টুইটারে এই নেতা লিখেছেন, ‘‘যদি তাঁর শরীরে কোনও অংশে কোনও সমস্যা থাকে, তার জন্য সিবিআই তদন্তের দাবি তুলছি ৷’’

যদিও টুইটে একবারও তিনি শুভেন্দু অধিকারীর নাম লেখেননি ৷ কিন্তু আর যা যা লিখেছেন, তাতে স্পষ্ট যে শুভেন্দু অধিকারীকেই নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ কী রয়েছে তাঁর টুইটের প্রথম অংশে ? কুণাল লিখেছেন, সাধারণ মন্তব্য হওয়া উচিত, ডোন্ট টাচ মি ৷ কিন্তু তিনি বললেন, ডোন্ট টাচ মাই বডি ৷’’

  • The normal statement should be," Don't touch me."
    But he said," Don't touch my body"
    Is there any problem in his body??
    I demand CBI investigation regarding some parts of his body.

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) September 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, মঙ্গলবার ছিল বিজেপির নবান্ন অভিযান ছিল (BJP Nabanna Abhijan) ৷ তিন দিক দিয়ে নবান্ন ঘেরার পরিকল্পনা করেছিল বিজেপি ৷ একটি দিকের মিছিল সাঁতরাগাছি স্টেশন থেকে শুরু হওয়ার কথা ছিল ৷ সেই মিছিলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ তিনি সেদিকে যাওয়ার পথে কলকাতা থেকে বিদ্যাসাগর সেতুতে ওঠার মুখে আটকে যান ৷

সেই সময় তাঁকে আটক করার জন্য এগিয়ে আসেন মহিলা পুলিশ কর্মীরা ৷ যা দেখে প্রশ্ন তোলেন শুভেন্দু ৷ বলতে থাকেন, ‘‘ডোন্ট টাচ মি৷ ডোন্ট টাচ মাই বডি ৷’’ একাধিকবার শুভেন্দুকে ‘ডোন্ট টাচ মাই বডি’’ বলতে শোনা যায় ৷ আর এই বিষয়টিকে হাতিয়ার করেই নন্দীগ্রামের বিধায়ককে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, পরে পুরুষ পুলিশ আধিকারিকরা সেখানে আসেন ৷ তাঁদের সঙ্গেও বচসা হয় শুভেন্দু অধিকারীর ৷ এর পর তাঁকে আটক করে নিয়ে যায় পুলিশ ৷ তাঁর সঙ্গে আটক করা হয় হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে ৷

আরও পড়ুন : আলুভাতে নেতাদের ভরসায় পথে বিজেপি কর্মীরা, শুভেন্দুকে কটাক্ষ কুণালের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.