ETV Bharat / city

Kunal Ghosh on Kabir Suman : ‘‘কবীর সুমন- এই তোমাকে চাই না,’’ অডিয়ো বিতর্কে গায়ককে ক্ষমা চাইতে অনুরোধ কুণালের

অডিয়ো বিতর্কে কবীর সুমনকে ফের একবার ক্ষমা চাওয়ার অনুরোধ করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh Request Kabir Suman to Apologies) ৷ এনিয়ে সোশ্যাল মিডিয়ায় লম্বা একটি পোস্ট করেছেন তৃণমূলের মুখপাত্র (Kunal Ghosh Facebook post on Kabir Suman) ৷ পাশাপাশি একজন শিল্পীর মুখে এমন কুৎসিত ভাষা মানায় না বলে তীব্র সমালোচনা করেছেন কুণাল ৷

Kunal Ghosh Request Kabir Suman to Apologies
Kunal Ghosh Request Kabir Suman to Apologies
author img

By

Published : Jan 30, 2022, 3:12 PM IST

কলকাতা, 30 জানুয়ারি : ‘‘কবীর সুমন- এই তোমাকে চাই না ৷’’ কবি, সুরকার তথা গায়ক কবীর সুমনের সাংবাদিককে ফোনে গালিগালাজ করা নিয়ে এমনই প্রতিক্রিয়া এল শাসকদল তৃণমূলের তরফে ৷ তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে কবীর সুমনের বক্তব্যের বিরোধিতা করে সরাসরি ক্ষমা চাওয়ার কথা বলেছেন (Kunal Ghosh Facebook post on Kabir Suman) ৷ পাশাপাশি এও বুঝিয়ে দিয়েছেন, তৃণমূলের নজর থেকে একটি সংবাদ মাধ্যমের প্রতি তাঁর রাগ যতই ন্যায্য হোক ৷ সেই সংস্থায় কর্মরত একজন সাংবাদিককের বিরুদ্ধে কুৎসিত শব্দ প্রয়োগ কখনই গ্রহণযোগ্য নয় ৷ কার্যত বিতর্কের মুখে সুমনকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পরামর্শই দিল রাজ্যের শাসকদল (Kunal Ghosh Request Kabir Suman to Apologies) ৷

প্রসঙ্গত, বিতর্কের শুরু একটি অডিয়ো ক্লিপকে ঘিরে ৷ যেখানে দাবি করা হয়েছে, এক সাংবাদিককে ফোন কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন বাংলা সংস্কৃতি তথা সঙ্গীত জগতের অন্যতম শিল্পী কবীর সুমন ৷ সেখানে শোনা গিয়েছে একটি সংবাদ চ্যানেলের সাংবাদিক তাঁকে ফোন করে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্মশ্রী প্রত্যাখান নিয়ে প্রশ্ন করছেন ৷ যার জবাব না দিয়ে চ্যানেলের নাম শুনেই সাংবাদিককে ব্যক্তিগতভাবে গালাগালি দিতে শোনা যায় ৷

যা নিয়ে পরবর্তী ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সমালোচনায় সরব হন অনেকে ৷ কারণ, যে বাঙালি গর্বে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে চাননি ৷ সেই বাঙালি জাতিকেই গালাগালি করেন তিনি ৷ যা নিয়ে বহু সমালোচনার পর, আজ কবীর সুমন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ক্ষমা প্রার্থনা করেছেন ৷ কিন্তু, অভিযোগ উঠেছে সেখানেও তাঁর প্রতিটি কথা ব্য়ঙ্গ রয়েছে ৷ এমনকি পোস্টটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়জয়কার করেছেন তিনি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : FIR against Kabir Suman : বাঙালিকে আক্রমণ সুমনের, মুচিপাড়া থানায় এফআইআর দায়ের বিজেপির

যার পরেই তৃণমূলের তরফে আসরে নামলেন কুণাল ঘোষ ৷ আর কবীর সুমনের আচরণ এবং ভাষার প্রয়োগের তীব্র সামলোচনা করেছেন তিনি ৷ যার শুরুটাই করেছেন, ‘‘কবীর সুমন- এই তোমাকে চাই না ৷’’ বেশ কয়েকটি পঙতি ভাগ করে লেখা পোস্টে কুণাল ঘোষ লিখেছেন, ‘‘অডিওটিতে সুমনের মুখে যে কুৎসিততম শব্দ শোনা গিয়েছে তার তীব্র প্রতিবাদ করেছি ৷ আবার করছি ৷ ওঁর ক্ষমা চাওয়া উচিত ৷ না হলে ব্যবস্থা নেওয়া উচিত ৷ কোনো টিভি চ্যানেলের উপর যত ‘ন্যায্য’ রাগই থাকুক তার জন্য ওই শব্দ বেরতে পারে না ৷’’

পাশাপাশি একজন শিল্পীর মুখে কীভাবে এমন কুৎসিত ভাষা আসতে পারে, সেই প্রশ্নও তুলেছেন কুণাল ঘোষ ৷ সেই সঙ্গে বিরোধীদের হাতে অস্ত্র তুলে না দেওয়ার বার্তাও দিয়েছেন তৃণমূল মুখপাত্র ৷ লিখেছেন, ‘‘কবীর সুমন একজন কবি, সুরকার, গায়ক ৷ এক বিরল প্রতিভা ৷ তাঁর গানে সম্মোহিত হই ৷ তাঁর প্রতিবাদের শব্দভাণ্ডার তো কম নয় ৷ যে সব ছেড়ে এই কুৎসিততম মানসিকতার প্রকাশ ঘটবে ... এতে প্রতিপক্ষের সস্তা রাজনীতিরই প্রসারের অবকাশ থাকে ৷’’

আরও পড়ুন : Kunal Demands Apology from Kabir Suman : আপত্তিকর অডিয়ো সুমনের হলে ক্ষমা চাওয়া উচিত, সরব কুণাল

তবে, কবীর সুমনের সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাজের প্রতি ক্ষোভকে সমর্থন করেছেন কুণাল ৷ তিনিও সংশ্লিষ্ট সংস্থার কাজের সমালোচনা করেছেন ৷ কিন্তু, সেই সংবাদ মাধ্যমে কর্মরত একজন সাংবাদিককে ব্যক্তিগত আক্রমণ করার তীব্র প্রতিবাদ জানান কুণাল ঘোষ ৷ তিনি লেখেন, ‘‘চোখে চোখ রেখে কথা আর সারাক্ষণ চিৎকার করার তফাৎটা বোধহয় আছে ৷ রাজনৈতিক পলিসি অনুযায়ী উপস্থাপন হয় ৷ আমার কথা হল, এতে কারুর কোনো আপত্তি থাকে, এড়িয়ে যাওয়ার বা প্রতিবাদের নানা উপায় আছে ৷ সেই চ্যানেল বা তার কোনও কর্মীকে ওই রকম কুৎসিত ভাষায় আক্রমণের অধিকার কারুর নেই ৷’’

সবশেষে কবীর সুমনের কাছে কুণাল ঘোষ অনুরোধ করেন, ক্ষমা চেয়ে বিতর্ক যেন এখানেই তিনি শেষ করেন ৷ কুণাল ঘোষ লিখেছেন, ‘‘বাংলা এবং বাঙালিসহ কোনো সুস্থ মানুষ আপনার ওই শব্দপ্রয়োগ সমর্থন করছেন না... যে শব্দ ব্যবহার হয়েছে, তা নিন্দার ৷ প্রতিবাদের ৷ কবিতা ও গানের শব্দের জাদুকর সুমন ওই শব্দ ব্যবহারে ক্ষমা চেয়ে বিতর্ক শেষ করুন ৷’’

কলকাতা, 30 জানুয়ারি : ‘‘কবীর সুমন- এই তোমাকে চাই না ৷’’ কবি, সুরকার তথা গায়ক কবীর সুমনের সাংবাদিককে ফোনে গালিগালাজ করা নিয়ে এমনই প্রতিক্রিয়া এল শাসকদল তৃণমূলের তরফে ৷ তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে কবীর সুমনের বক্তব্যের বিরোধিতা করে সরাসরি ক্ষমা চাওয়ার কথা বলেছেন (Kunal Ghosh Facebook post on Kabir Suman) ৷ পাশাপাশি এও বুঝিয়ে দিয়েছেন, তৃণমূলের নজর থেকে একটি সংবাদ মাধ্যমের প্রতি তাঁর রাগ যতই ন্যায্য হোক ৷ সেই সংস্থায় কর্মরত একজন সাংবাদিককের বিরুদ্ধে কুৎসিত শব্দ প্রয়োগ কখনই গ্রহণযোগ্য নয় ৷ কার্যত বিতর্কের মুখে সুমনকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পরামর্শই দিল রাজ্যের শাসকদল (Kunal Ghosh Request Kabir Suman to Apologies) ৷

প্রসঙ্গত, বিতর্কের শুরু একটি অডিয়ো ক্লিপকে ঘিরে ৷ যেখানে দাবি করা হয়েছে, এক সাংবাদিককে ফোন কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন বাংলা সংস্কৃতি তথা সঙ্গীত জগতের অন্যতম শিল্পী কবীর সুমন ৷ সেখানে শোনা গিয়েছে একটি সংবাদ চ্যানেলের সাংবাদিক তাঁকে ফোন করে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্মশ্রী প্রত্যাখান নিয়ে প্রশ্ন করছেন ৷ যার জবাব না দিয়ে চ্যানেলের নাম শুনেই সাংবাদিককে ব্যক্তিগতভাবে গালাগালি দিতে শোনা যায় ৷

যা নিয়ে পরবর্তী ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সমালোচনায় সরব হন অনেকে ৷ কারণ, যে বাঙালি গর্বে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে চাননি ৷ সেই বাঙালি জাতিকেই গালাগালি করেন তিনি ৷ যা নিয়ে বহু সমালোচনার পর, আজ কবীর সুমন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ক্ষমা প্রার্থনা করেছেন ৷ কিন্তু, অভিযোগ উঠেছে সেখানেও তাঁর প্রতিটি কথা ব্য়ঙ্গ রয়েছে ৷ এমনকি পোস্টটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়জয়কার করেছেন তিনি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : FIR against Kabir Suman : বাঙালিকে আক্রমণ সুমনের, মুচিপাড়া থানায় এফআইআর দায়ের বিজেপির

যার পরেই তৃণমূলের তরফে আসরে নামলেন কুণাল ঘোষ ৷ আর কবীর সুমনের আচরণ এবং ভাষার প্রয়োগের তীব্র সামলোচনা করেছেন তিনি ৷ যার শুরুটাই করেছেন, ‘‘কবীর সুমন- এই তোমাকে চাই না ৷’’ বেশ কয়েকটি পঙতি ভাগ করে লেখা পোস্টে কুণাল ঘোষ লিখেছেন, ‘‘অডিওটিতে সুমনের মুখে যে কুৎসিততম শব্দ শোনা গিয়েছে তার তীব্র প্রতিবাদ করেছি ৷ আবার করছি ৷ ওঁর ক্ষমা চাওয়া উচিত ৷ না হলে ব্যবস্থা নেওয়া উচিত ৷ কোনো টিভি চ্যানেলের উপর যত ‘ন্যায্য’ রাগই থাকুক তার জন্য ওই শব্দ বেরতে পারে না ৷’’

পাশাপাশি একজন শিল্পীর মুখে কীভাবে এমন কুৎসিত ভাষা আসতে পারে, সেই প্রশ্নও তুলেছেন কুণাল ঘোষ ৷ সেই সঙ্গে বিরোধীদের হাতে অস্ত্র তুলে না দেওয়ার বার্তাও দিয়েছেন তৃণমূল মুখপাত্র ৷ লিখেছেন, ‘‘কবীর সুমন একজন কবি, সুরকার, গায়ক ৷ এক বিরল প্রতিভা ৷ তাঁর গানে সম্মোহিত হই ৷ তাঁর প্রতিবাদের শব্দভাণ্ডার তো কম নয় ৷ যে সব ছেড়ে এই কুৎসিততম মানসিকতার প্রকাশ ঘটবে ... এতে প্রতিপক্ষের সস্তা রাজনীতিরই প্রসারের অবকাশ থাকে ৷’’

আরও পড়ুন : Kunal Demands Apology from Kabir Suman : আপত্তিকর অডিয়ো সুমনের হলে ক্ষমা চাওয়া উচিত, সরব কুণাল

তবে, কবীর সুমনের সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাজের প্রতি ক্ষোভকে সমর্থন করেছেন কুণাল ৷ তিনিও সংশ্লিষ্ট সংস্থার কাজের সমালোচনা করেছেন ৷ কিন্তু, সেই সংবাদ মাধ্যমে কর্মরত একজন সাংবাদিককে ব্যক্তিগত আক্রমণ করার তীব্র প্রতিবাদ জানান কুণাল ঘোষ ৷ তিনি লেখেন, ‘‘চোখে চোখ রেখে কথা আর সারাক্ষণ চিৎকার করার তফাৎটা বোধহয় আছে ৷ রাজনৈতিক পলিসি অনুযায়ী উপস্থাপন হয় ৷ আমার কথা হল, এতে কারুর কোনো আপত্তি থাকে, এড়িয়ে যাওয়ার বা প্রতিবাদের নানা উপায় আছে ৷ সেই চ্যানেল বা তার কোনও কর্মীকে ওই রকম কুৎসিত ভাষায় আক্রমণের অধিকার কারুর নেই ৷’’

সবশেষে কবীর সুমনের কাছে কুণাল ঘোষ অনুরোধ করেন, ক্ষমা চেয়ে বিতর্ক যেন এখানেই তিনি শেষ করেন ৷ কুণাল ঘোষ লিখেছেন, ‘‘বাংলা এবং বাঙালিসহ কোনো সুস্থ মানুষ আপনার ওই শব্দপ্রয়োগ সমর্থন করছেন না... যে শব্দ ব্যবহার হয়েছে, তা নিন্দার ৷ প্রতিবাদের ৷ কবিতা ও গানের শব্দের জাদুকর সুমন ওই শব্দ ব্যবহারে ক্ষমা চেয়ে বিতর্ক শেষ করুন ৷’’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.