কলকাতা, 20 সেপ্টেম্বর : আবারও টুইট যুদ্ধে মুখোমুখি দুই মহারথী ৷ প্রথমজন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আর দ্বিতীয় জন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ তাঁদের এবারের সম্মুখ সমরের উপলক্ষ্য রাজ্যসভার আসন্ন ভোট (উপনির্বাচন) ৷ ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) ভবিষ্যৎ নিয়ে তৃণমূল-বিজেপির দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে ৷ যার রেশ ধরে একজন স্মরণ করলেন ‘মা কালী’কে ! অন্যজন শরণাপন্ন হলেন ‘মা দুর্গা’র !
আরও পড়ুন : Kunal Ghosh : গ্রেফতারি এড়াতে ঘন ঘন দিল্লি যাত্রা, শুভেন্দুকে আক্রমণ কুণালের
ঘটনার সূত্রপাত হয় সোমবার দুপুর বারোটা নাগাদ ৷ টুইটারে (Twitter) একটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী ৷ তিনি লেখেন, ‘‘রাজ্যসভার উপনির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি কোনও প্রার্থী দেবে না ৷ এটা পূর্বনির্ধারিত সিদ্ধান্ত ৷ আমাদের লক্ষ্য শুধু একটাই ৷ ভোটে হেরে যাওয়া মুখ্যমন্ত্রীকে আরও একবার ভোটে হারানো ৷ জয় মা কালী ৷’’
শুভেন্দুর এই টুইটের জবাব দিতে দেরি করেননি কুণাল ৷ ঘণ্টা দু’য়েক পরই একটি পাল্টা টুইট করেন তিনি ৷ শুভেন্দুর ইংরেজিতে লেখা টুইটের জবাব বাংলায় দেন তৃণমূল নেতা ৷ লেখেন, ‘‘বিরোধী দলনেতারই বিরোধী হলেন অন্তত 28 বিধায়ক ৷ হিসেবের থেকেও কম ভোট পাবেন ৷ অনেকে নানা ছুতোয় ভোট দিতে যাবেন না ৷ সেই ভয়েই প্রার্থী না দিয়ে বড় বড় কথা ৷ শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা ৷ যত দিন যাবে তৃণমূল কংগ্রেসের বিধায়ক বাড়বে ৷ বিজেপির কমবে ৷ জয় মা দুর্গা।’’
প্রসঙ্গত, আগামী 4 অক্টোবর রাজ্যসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে ৷ তৃণমূল বিধায়ক তথা পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার সদস্য মানস ভুঁইয়ার (Manas Bhunia) ছেড়ে যাওয়া আসনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুস্মিতা দেব (Sushmita Dev) ৷ অসম কংগ্রেসের দাপুটে নেতা প্রয়াত সন্তোষমোহন দেবের (Santosh Mohan Dev) মেয়ে সুস্মিতাও কিছুদিন আগে পর্যন্ত কংগ্রেসের সদস্য ছিলেন ৷ সদ্য তৃণমূলের যোগদান করেন তিনি ৷ নতুন দলে যোগ দিতেই তাঁকে ত্রিপুরায় সংগঠন মজবুত করার দায়িত্ব দেওয়া হয়েছে ৷ সুস্মিতাকে যে তৃণমূল নেতৃত্ব বাড়তি গুরুত্ব দিচ্ছে, তা বোঝাতেই তাঁকে রাজ্যসভায় প্রার্থী করা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ এই অবস্থায় বিজেপি যদি রাজ্যসভার উপনির্বাচন কোনও প্রার্থী দাঁড় না করায়, তাহলে সুস্মিতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত ৷
-
বিরোধী দলনেতারই বিরোধী হলেন অন্তত 28 বিধায়ক।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
হিসেবের থেকেও কম ভোট পাবেন। অনেকে নানা ছুতোয় ভোট দিতে যাবেন না।
সেই ভয়েই প্রার্থী না দিয়ে বড় বড় কথা। শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা।
যত দিন যাবে @AITCofficialর বিধায়ক বাড়বে। বিজেপির কমবে।
জয় মা দুর্গা। https://t.co/4xyc1O7pkO
">বিরোধী দলনেতারই বিরোধী হলেন অন্তত 28 বিধায়ক।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 20, 2021
হিসেবের থেকেও কম ভোট পাবেন। অনেকে নানা ছুতোয় ভোট দিতে যাবেন না।
সেই ভয়েই প্রার্থী না দিয়ে বড় বড় কথা। শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা।
যত দিন যাবে @AITCofficialর বিধায়ক বাড়বে। বিজেপির কমবে।
জয় মা দুর্গা। https://t.co/4xyc1O7pkOবিরোধী দলনেতারই বিরোধী হলেন অন্তত 28 বিধায়ক।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 20, 2021
হিসেবের থেকেও কম ভোট পাবেন। অনেকে নানা ছুতোয় ভোট দিতে যাবেন না।
সেই ভয়েই প্রার্থী না দিয়ে বড় বড় কথা। শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা।
যত দিন যাবে @AITCofficialর বিধায়ক বাড়বে। বিজেপির কমবে।
জয় মা দুর্গা। https://t.co/4xyc1O7pkO
আরও পড়ুন : Kunal-Suvendu : নারদের চার্জশিটে কেন শুভেন্দুর নাম নেই, প্রশ্ন তুললেন তৃণমূলের কুণাল
অন্যদিকে, তৃণমূল এটাকে নিজেদের নৈতিক জয় হিসাবেই ৷ তাদের দাবি, হারার ভয়েই রাজ্যসভায় প্রার্থী দিচ্ছে না গেরুয়াশিবির ৷ কুণাল সেই বিষয়টিকেই সর্বসমক্ষে তুলে ধরার চেষ্টা করেছেন কুণাল তাঁর টুইটে ৷ সরাসরি আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতাকে ৷ কারণ, বিরোধী দলনেতা তাঁর টুইটে নিশানা করেছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমোকে ৷ মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে সরানোই যে তাঁর ও তাঁর দলের প্রধান লক্ষ্য, তা নিয়ে কোনও রাখাঢাক করেননি শুভেন্দু ৷ পাল্টা কুণালের হুংকার, বিরোধী দলনেতা তাঁর দলের বিধায়কদের কাছেই সার্বিকভাবে গ্রহণযোগ্য নন ৷ সেক্ষেত্রে, রাজ্যসভায় প্রার্থী দিলে অনেক বিজেপি বিধায়কই হয়তো দলীয় প্রার্থীকে ভোট দেবেন না ৷ কুণালের বার্তা, সেই অনভিপ্রেত পরিস্থিতি এড়াতেই রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে না বিজেপি ৷ বরং আগামী দিনে বিধানসভায় গেরুয়াশিবিরের প্রতিনিধিত্ব কমবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন কুণাল ৷ দিয়েছেন রাজ্য প্রশাসনের অলিন্দে তৃণমূলের ভিত আরও পোক্ত হওয়ার ইঙ্গিতও ৷ বুঝিয়ে দিয়েছেন, শুভেন্দু যদি ‘মা কালী’কে স্মরণ করে যুদ্ধের ডাক দিতে পারেন, তাহলে তার জবাব দেওয়ার জন্য তাঁর মাথার উপর রয়েছেন ‘মা দুর্গা’ !