ETV Bharat / city

তুষার মেহতা-শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ বিতর্ক, চাপ বাড়াচ্ছে তৃণমূল

author img

By

Published : Jul 4, 2021, 7:15 PM IST

তুষার মেহতা (Tushar Mehta) ও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সাক্ষাৎ নিয়ে বিজেপির উপর ক্রমেই চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ রবিবারও এ নিয়ে টুইট করে গেরুয়া শিবিরকে একহাত নিয়েছেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ও ডেরেক ও ব্রায়েন (Derek O Brien)৷

kunal ghosh and derek o brien slammed over tushar mehta and Suvendu Adhikari meet
তুষার মেহতা ও শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ বিতর্ক, চার বাড়াচ্ছে তৃণমূল

কলকাতা, 4 জুলাই : তুষার মেহতার (Tushar Mehta) সঙ্গে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সাক্ষাৎ নিয়ে তৃণমূলের সাঁড়াশি চাপ ক্রমশ জোরালো হচ্ছে । সলিসিটর জেনারেলের সঙ্গে বিরোধী দলনেতার বৈঠক প্রসঙ্গে একের পর এক মন্তব্যের মাধ্যমে চাপ বাড়াতে শুরু করেছে রাজ্যের শাসকদল । রবিবারও এনিয়ে সরব হন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O Brien)। বিশেষজ্ঞদের দাবি, এ সব দেখেই বোঝা যাচ্ছে, বিষয়টিকে এত সহজে হাতছাড়া করতে চাইছে না তৃণমূল । বরং শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে এই ইস্যুতে কোণঠাসা করতে কোনও খামতি রাখতে চায় না শাসকদল ৷

যে প্রভাবশালী তত্ত্ব এতদিন ছিল তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অন্যতম প্রধান হাতিয়ার, এ বার সেই প্রভাবশালী তত্ত্বকেই শুভেন্দুর বিরুদ্ধে ব্যবহার করে বিজেপিকে চাপে ফেলতে চাইছে তৃণমূল কংগ্রেস । শুধু তাই নয়, এ দিন এই প্রভাবশালী তত্ত্বকে সামনে রেখেই শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি করেছেন কুণাল ঘোষ ।

kunal ghosh and derek o brien slammed over tushar mehta and Suvendu Adhikari meet
তুষার মেহতা ও শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ বিতর্ক, চার বাড়াচ্ছে তৃণমূল

আরও পড়ুন: তুষার-শুভেন্দু সাক্ষাৎকার বিষয়ে জানতে চেয়ে আরটিআই

এ দিন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক টুইট করে বলেন, ‘'মাননীয়, তুষার মেহতা, আপনাকে আরেকবার অনুরোধ করছি, ভাল করে ভাবুন, শুভেন্দুর সঙ্গে আপনার দেখা হয়েছিল কি না । আর নারদ মামলায় সিবিআইয়ের এফআইআরে নাম থাকা শুভেন্দুর আপনার (সিজি + এই মামলায় সিবিআই আইনজীবী) বাড়ি যাওয়াটাই কি প্রভাব খাটানোর চেষ্টা নয় ? সে ক্ষেত্রে ও গ্রেফতার হবে না কেন ?'’

  • মাননীয় তুষার মেহতা, আপনাকে আরেকবার অনুরোধ করছি, ভালো করে ভাবুন, শুভেন্দুর সঙ্গে আপনার দেখা হয়েছিল কি না। আর, নারদে CBI FIR named শুভেন্দুর আপনার ( SG + এই মামলায় CBI আইনজীবী) বাড়ি যাওয়াটাই কি প্রভাবশালী হিসেবে প্রভাব খাটানোর চেষ্টা নয়? সেক্ষেত্রে ও গ্রেপ্তার হবে না কেন?

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) July 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একইসঙ্গে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা তথা দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন টুইট করে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সলিসিটর জেনারেলকে । রাজনৈতিক মহল একে পাল্টা চাপ তৈরির খেলা হিসেবেই দেখছে ।

  • Mr Solicitor General,

    1. You gave a post-facto explanation after story broke

    2. Conflict of Interest

    3. Even a Public Prosecutor (leave alone high office of SG!) cannot represent or advise the accused

    4. Impropriety. Act in a fair manner. Not as a BJP lackey

    Here👇 pic.twitter.com/qbLvowRyY9

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বৈঠক হয়নি, দাবি শুভেন্দুর ; তুষার মেহতার অপসারণ চেয়ে মোদিকে চিঠি তৃণমূলের

বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে সলিসিটর জেনারেলের বাড়িতে যান শুভেন্দু অধিকারী । তারপর থেকেই এই বিতর্ক শুরু হয়েছে । যদিও রাজ্যের বিরোধী দলনেতা এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা দুজনেই পরস্পরের সাক্ষাতের বিষয়টি অস্বীকার করেছেন । কিন্তু এরপরেও বিতর্ক কোনওভাবেই থামছে না । এই নিয়ে ইতিমধ্যেই তৃণমূল দলীয়ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে সলিসিটর জেনারেলের অপসারণ দাবি করেছেন । শুধু তাই নয়, তৃণমূলের সংসদীয় দলের তরফ থেকে জানানো হয়েছে বিষয়টি তারা রাষ্ট্রপতির নজরে আনবেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে তুষারের বাড়ির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবিও তুলেছেন ।

আরও পড়ুন : তুষার মেহতার অপসারণের দাবিতে সোমবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল

ঘটনাক্রম দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, এই ইস্যুকে এত সহজে হাতছাড়া করতে চাইছে না রাজ্যের শাসকদল । রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েকদিন ধরে ঘটনাক্রম যে ভাবে এগোচ্ছে তাতে একটা জিনিস পরিষ্কার যে, তৃণমূলকে চাপে ফেলতে এতদিন যে প্রভাবশালী ইস্যুকে কাজে লাগাচ্ছিল বিজেপি, এ বার সেই একই অস্ত্র তৃণমূলের হাতেও এসেছে । ফলে এত সহজে তারা শুভেন্দু অধিকারী ও তুষার মেহতা বৈঠক ইস্যু হাতছাড়া করবে না ।

কলকাতা, 4 জুলাই : তুষার মেহতার (Tushar Mehta) সঙ্গে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সাক্ষাৎ নিয়ে তৃণমূলের সাঁড়াশি চাপ ক্রমশ জোরালো হচ্ছে । সলিসিটর জেনারেলের সঙ্গে বিরোধী দলনেতার বৈঠক প্রসঙ্গে একের পর এক মন্তব্যের মাধ্যমে চাপ বাড়াতে শুরু করেছে রাজ্যের শাসকদল । রবিবারও এনিয়ে সরব হন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O Brien)। বিশেষজ্ঞদের দাবি, এ সব দেখেই বোঝা যাচ্ছে, বিষয়টিকে এত সহজে হাতছাড়া করতে চাইছে না তৃণমূল । বরং শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে এই ইস্যুতে কোণঠাসা করতে কোনও খামতি রাখতে চায় না শাসকদল ৷

যে প্রভাবশালী তত্ত্ব এতদিন ছিল তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অন্যতম প্রধান হাতিয়ার, এ বার সেই প্রভাবশালী তত্ত্বকেই শুভেন্দুর বিরুদ্ধে ব্যবহার করে বিজেপিকে চাপে ফেলতে চাইছে তৃণমূল কংগ্রেস । শুধু তাই নয়, এ দিন এই প্রভাবশালী তত্ত্বকে সামনে রেখেই শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি করেছেন কুণাল ঘোষ ।

kunal ghosh and derek o brien slammed over tushar mehta and Suvendu Adhikari meet
তুষার মেহতা ও শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ বিতর্ক, চার বাড়াচ্ছে তৃণমূল

আরও পড়ুন: তুষার-শুভেন্দু সাক্ষাৎকার বিষয়ে জানতে চেয়ে আরটিআই

এ দিন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক টুইট করে বলেন, ‘'মাননীয়, তুষার মেহতা, আপনাকে আরেকবার অনুরোধ করছি, ভাল করে ভাবুন, শুভেন্দুর সঙ্গে আপনার দেখা হয়েছিল কি না । আর নারদ মামলায় সিবিআইয়ের এফআইআরে নাম থাকা শুভেন্দুর আপনার (সিজি + এই মামলায় সিবিআই আইনজীবী) বাড়ি যাওয়াটাই কি প্রভাব খাটানোর চেষ্টা নয় ? সে ক্ষেত্রে ও গ্রেফতার হবে না কেন ?'’

  • মাননীয় তুষার মেহতা, আপনাকে আরেকবার অনুরোধ করছি, ভালো করে ভাবুন, শুভেন্দুর সঙ্গে আপনার দেখা হয়েছিল কি না। আর, নারদে CBI FIR named শুভেন্দুর আপনার ( SG + এই মামলায় CBI আইনজীবী) বাড়ি যাওয়াটাই কি প্রভাবশালী হিসেবে প্রভাব খাটানোর চেষ্টা নয়? সেক্ষেত্রে ও গ্রেপ্তার হবে না কেন?

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) July 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একইসঙ্গে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা তথা দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন টুইট করে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সলিসিটর জেনারেলকে । রাজনৈতিক মহল একে পাল্টা চাপ তৈরির খেলা হিসেবেই দেখছে ।

  • Mr Solicitor General,

    1. You gave a post-facto explanation after story broke

    2. Conflict of Interest

    3. Even a Public Prosecutor (leave alone high office of SG!) cannot represent or advise the accused

    4. Impropriety. Act in a fair manner. Not as a BJP lackey

    Here👇 pic.twitter.com/qbLvowRyY9

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বৈঠক হয়নি, দাবি শুভেন্দুর ; তুষার মেহতার অপসারণ চেয়ে মোদিকে চিঠি তৃণমূলের

বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে সলিসিটর জেনারেলের বাড়িতে যান শুভেন্দু অধিকারী । তারপর থেকেই এই বিতর্ক শুরু হয়েছে । যদিও রাজ্যের বিরোধী দলনেতা এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা দুজনেই পরস্পরের সাক্ষাতের বিষয়টি অস্বীকার করেছেন । কিন্তু এরপরেও বিতর্ক কোনওভাবেই থামছে না । এই নিয়ে ইতিমধ্যেই তৃণমূল দলীয়ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে সলিসিটর জেনারেলের অপসারণ দাবি করেছেন । শুধু তাই নয়, তৃণমূলের সংসদীয় দলের তরফ থেকে জানানো হয়েছে বিষয়টি তারা রাষ্ট্রপতির নজরে আনবেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে তুষারের বাড়ির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবিও তুলেছেন ।

আরও পড়ুন : তুষার মেহতার অপসারণের দাবিতে সোমবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল

ঘটনাক্রম দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, এই ইস্যুকে এত সহজে হাতছাড়া করতে চাইছে না রাজ্যের শাসকদল । রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েকদিন ধরে ঘটনাক্রম যে ভাবে এগোচ্ছে তাতে একটা জিনিস পরিষ্কার যে, তৃণমূলকে চাপে ফেলতে এতদিন যে প্রভাবশালী ইস্যুকে কাজে লাগাচ্ছিল বিজেপি, এ বার সেই একই অস্ত্র তৃণমূলের হাতেও এসেছে । ফলে এত সহজে তারা শুভেন্দু অধিকারী ও তুষার মেহতা বৈঠক ইস্যু হাতছাড়া করবে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.