ETV Bharat / city

Professionalism of KK : অসুস্থতা সত্ত্বেও ছাড়েননি মঞ্চ, মৃত্যুর আগে দায়বদ্ধতা ও পেশাদারিত্বের বিরল নজির কে কে'র

শারীরিক সমস্যাকে উপেক্ষা করেই একের পর এক গান গেয়েছিলেন কে কে ৷ গতকাল রাতে সঙ্গীত শিল্পীর মৃত্যুতে বারে বারে উঠে আসছে তাঁর পেশাদারিত্ব এবং দায়বদ্ধতার কথা (Krishnakumar Kunnath The Ultimate of Professionalism) ৷

Krishnakumar Kunnath The Ultimate of Professionalism
Krishnakumar Kunnath The Ultimate of Professionalism
author img

By

Published : Jun 1, 2022, 1:36 PM IST

কলকাতা, 1 জুন : এটাকে পেশাদারিত্বের উচ্চতা বলুন বা তাঁর প্রতিশ্রুতির প্রতি নিবেদন বলুন, মঙ্গলবার নজরুল মঞ্চে কলেজ ফেস্টের শুরু থেকেই অস্বস্তিবোধ করা সত্ত্বেও পারফর্ম করেছিলেন কৃষ্ণকুমার কুন্নাথ ৷ সঙ্গীত জগৎ তথা ভারতীয়দের কাছে যিনি কে কে নামে পরিচিত ৷ মঙ্গলবার রাতে তাঁর আকস্মিক মৃত্যু সকলকে মুহ্যমান করে দিয়েছে ৷ কিন্তু, শিল্পী হিসাবে তাঁর গান এবং অনুরাগীদের প্রতি দায়বদ্ধতা এক অনন্য নজির গড়ল (Krishnakumar Kunnath The Ultimate of Professionalism) ৷

গত সোমবার কে কে কলকাতায় এসেছিলেন দু’টি কলেজ ফেস্টের অনুষ্ঠানে গান গাইতে ৷ প্রথমটি ছিল সোমবার ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের এবং মঙ্গলবার গুরুদাস কলেজের ফেস্ট ৷ দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে গতকালের সেই শো’তে পারফর্ম করার পর রাতেই মৃত্যু হয় তাঁর ৷ স্টেজে ওঠার আগে থেকেই অস্বস্তিবোধ করছিলেন ৷ স্টেজের আলোয় কষ্ট হচ্ছিল তাঁর ৷ গানের মাঝে বারে বারে বিরতি নিচ্ছিলেন ৷ কিন্তু, তা সত্ত্বেও মঞ্চ ছাড়েননি কৃষ্ণকুমার কুন্নাথ ৷ শো শেষ করে হোটেলে ফিরে আসেন ৷ সেখানে ফের অস্বস্তিবোধ করেন ৷ দ্রুত দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷

আরও পড়ুন : Babul Supriyo on KK Demise : প্রায় একসঙ্গে কেরিয়ার শুরু, কত স্মৃতি ; মুহ্যমান বাবুল

কে কে-র ম্যানেজার রীতেশ ভাট সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘‘শো শেষ করার পরে তিনি যখন তাঁর গাড়িতে উঠলেন তখন হালকা অস্বস্তির কথা বলেছিলেন ৷ তিনি তাঁর অঙ্গ-প্রত্যঙ্গে ক্র্যাম্প অনুভব করছিলেন এবং আমাকে গাড়ির এসি বন্ধ করতে বলেছিলেন ৷’’ তিনি এও জানান, হোটেলে ফিরে নিজের ঘরে যাননি ৷ হোটেল লবিতে থাকা অনুরাগীদের সেলফির আবদার মেটান শারীরিক কষ্টকে দূরে রেখে ৷ এর পরেই হোটেলে ঘরে সোফায় বসতে গিয়ে পড়ে যান কে কে ৷

আরও পড়ুন : KK Demise : 'অসাড় লাগছে', হৃদয় ভেঙে খান খান সঙ্গীত জগতের

কে কে’র দায়বদ্ধতা এবং পেশাদারিত্ব নিয়ে অনুষ্ঠানের আয়োজকরা জানান, ‘‘কে কে মঙ্গলবার সন্ধেয় তাঁর পারফর্মেন্সের সময় অস্বস্তিবোধ করছিলেন ৷ তিনি ক্রমাগত স্পটলাইটগুলি বন্ধ করার জন্য অনুরোধ করছিলেন এবং বিরতিতে তিনি বিশ্রাম নিতে মঞ্চের পিছনে যান ৷ তবে, এত শারীরিক অস্বস্তি সত্ত্বেও একবারও তিনি শো ছেড়ে চলে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেননি ৷’’

আরও পড়ুন : Mamata on KK Demise : প্রয়াত সঙ্গীতশিল্পীকে গান স্যালুট দেবে রাজ্য সরকার, ঘোষণা মমতার

তবে, কে কে’র ঠোঁট এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ৷ তাই নিউমার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সেই মত পুলিশের তরফে এসএসকেএম হাসপাতালে কে কে’র ময়নাতদন্ত করানো হচ্ছে ৷ তবে, প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গিয়েছেন বলে, অনুমান চিকিৎসকদের ৷ তবে, ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই মৃত্যু আসল কারণ জানা যাবে ৷ পাশাপাশি, কে কে’র পরিবার এ দিন সকালে কলকাতায় এসেছে ৷ তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রী ফোনে কথা বলেছেন ৷ তিনি জানিয়েছেন, কলকাতা বিমানবন্দরে প্রয়াত সঙ্গীত শিল্পীকে গানস্যালুট দেওয়া হবে ৷

কলকাতা, 1 জুন : এটাকে পেশাদারিত্বের উচ্চতা বলুন বা তাঁর প্রতিশ্রুতির প্রতি নিবেদন বলুন, মঙ্গলবার নজরুল মঞ্চে কলেজ ফেস্টের শুরু থেকেই অস্বস্তিবোধ করা সত্ত্বেও পারফর্ম করেছিলেন কৃষ্ণকুমার কুন্নাথ ৷ সঙ্গীত জগৎ তথা ভারতীয়দের কাছে যিনি কে কে নামে পরিচিত ৷ মঙ্গলবার রাতে তাঁর আকস্মিক মৃত্যু সকলকে মুহ্যমান করে দিয়েছে ৷ কিন্তু, শিল্পী হিসাবে তাঁর গান এবং অনুরাগীদের প্রতি দায়বদ্ধতা এক অনন্য নজির গড়ল (Krishnakumar Kunnath The Ultimate of Professionalism) ৷

গত সোমবার কে কে কলকাতায় এসেছিলেন দু’টি কলেজ ফেস্টের অনুষ্ঠানে গান গাইতে ৷ প্রথমটি ছিল সোমবার ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের এবং মঙ্গলবার গুরুদাস কলেজের ফেস্ট ৷ দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে গতকালের সেই শো’তে পারফর্ম করার পর রাতেই মৃত্যু হয় তাঁর ৷ স্টেজে ওঠার আগে থেকেই অস্বস্তিবোধ করছিলেন ৷ স্টেজের আলোয় কষ্ট হচ্ছিল তাঁর ৷ গানের মাঝে বারে বারে বিরতি নিচ্ছিলেন ৷ কিন্তু, তা সত্ত্বেও মঞ্চ ছাড়েননি কৃষ্ণকুমার কুন্নাথ ৷ শো শেষ করে হোটেলে ফিরে আসেন ৷ সেখানে ফের অস্বস্তিবোধ করেন ৷ দ্রুত দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷

আরও পড়ুন : Babul Supriyo on KK Demise : প্রায় একসঙ্গে কেরিয়ার শুরু, কত স্মৃতি ; মুহ্যমান বাবুল

কে কে-র ম্যানেজার রীতেশ ভাট সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘‘শো শেষ করার পরে তিনি যখন তাঁর গাড়িতে উঠলেন তখন হালকা অস্বস্তির কথা বলেছিলেন ৷ তিনি তাঁর অঙ্গ-প্রত্যঙ্গে ক্র্যাম্প অনুভব করছিলেন এবং আমাকে গাড়ির এসি বন্ধ করতে বলেছিলেন ৷’’ তিনি এও জানান, হোটেলে ফিরে নিজের ঘরে যাননি ৷ হোটেল লবিতে থাকা অনুরাগীদের সেলফির আবদার মেটান শারীরিক কষ্টকে দূরে রেখে ৷ এর পরেই হোটেলে ঘরে সোফায় বসতে গিয়ে পড়ে যান কে কে ৷

আরও পড়ুন : KK Demise : 'অসাড় লাগছে', হৃদয় ভেঙে খান খান সঙ্গীত জগতের

কে কে’র দায়বদ্ধতা এবং পেশাদারিত্ব নিয়ে অনুষ্ঠানের আয়োজকরা জানান, ‘‘কে কে মঙ্গলবার সন্ধেয় তাঁর পারফর্মেন্সের সময় অস্বস্তিবোধ করছিলেন ৷ তিনি ক্রমাগত স্পটলাইটগুলি বন্ধ করার জন্য অনুরোধ করছিলেন এবং বিরতিতে তিনি বিশ্রাম নিতে মঞ্চের পিছনে যান ৷ তবে, এত শারীরিক অস্বস্তি সত্ত্বেও একবারও তিনি শো ছেড়ে চলে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেননি ৷’’

আরও পড়ুন : Mamata on KK Demise : প্রয়াত সঙ্গীতশিল্পীকে গান স্যালুট দেবে রাজ্য সরকার, ঘোষণা মমতার

তবে, কে কে’র ঠোঁট এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ৷ তাই নিউমার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সেই মত পুলিশের তরফে এসএসকেএম হাসপাতালে কে কে’র ময়নাতদন্ত করানো হচ্ছে ৷ তবে, প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গিয়েছেন বলে, অনুমান চিকিৎসকদের ৷ তবে, ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই মৃত্যু আসল কারণ জানা যাবে ৷ পাশাপাশি, কে কে’র পরিবার এ দিন সকালে কলকাতায় এসেছে ৷ তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রী ফোনে কথা বলেছেন ৷ তিনি জানিয়েছেন, কলকাতা বিমানবন্দরে প্রয়াত সঙ্গীত শিল্পীকে গানস্যালুট দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.