কলকাতা, 29 জুন: আগেই জানা গিয়েছিল, মুকুল রায়ের জায়গায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে বসতে পারেন কৃষ্ণ কল্যাণী । কিন্তু সেটাই বা কীভাবে সম্ভব ? যিনি এই কমিটির সদস্যই নন, তাঁকে কীভাবে চেয়ারম্যান করা যেতে পারে । তবে রাজ্য বিধানসভায় অধ্যক্ষ অর্থাৎ স্পিকারই সর্বেসর্বা । অতএব কর্তার ইচ্ছেতেই কর্ম (Krishna Kalyani is all set to become Public Accounts Committee Chairman in West Bengal assembly) ।
সেই অধ্যক্ষের ইচ্ছেতেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হচ্ছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী । তবে এখনও চেয়ারম্যান হিসেবে তাঁর নাম ঘোষণা বাকি । তিনি বিজেপি ছেড়েছেন তাতে কী ? রাজ্য বিধানসভায় কৃষ্ণ কল্যাণীর নামের পাশে এখনও জ্বলজ্বল করছে 'বিজেপি বিধায়ক' । অন্তত অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এমন তথ্যই রয়েছে । অতএব বিধায়ক হিসেবেই চেয়ারম্যান হতে চলেছেন কৃষ্ণ কল্যাণী । বিধানসভার সূত্র বলছে, চেয়ারম্যান হিসেবে তাঁর নাম ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা ।
প্রসঙ্গত, শরীর ভালো না-থাকার কারণ দেখিয়ে ইতিমধ্যেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ ছেড়েছেন মুকুল রায় । শুধু চেয়ারম্যান পদ নয়, ওই কমিটির সদস্যপদও ছেড়েছেন তিনি । অতএব কৃষ্ণ কল্যাণীর এই পদ পাওয়ার ক্ষেত্রে কোনও বাধাই ছিল না । বুধবারই তাতে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন স্পিকার । এদিন বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মুকুল রায়ের ছেড়ে যাওয়ার পর যে আসন ফাঁকা হয়েছে, সেখানে তিনি নিজেই কৃষ্ণ কল্যাণীকে নির্বাচিত করেছেন । একই সঙ্গেই জানিয়েছেন, নিয়ম এবং পদ্ধতি মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি ।
আরও পড়ুন : মুকুল বিজেপিরই বিধায়ক, দলত্যাগের অভিযোগ ফের খারিজ বিমানের
তবে অধ্যক্ষের সিদ্ধান্তে খুশি নয় বিজেপি পরিষদীয় দল । বিজেপি বিধায়ক হলেও মাস কয়েক আগেই গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলের ঘরে এসেছেন কৃষ্ণ কল্যাণী । তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তাঁর হাতে ঘাসফুলের পতাকা তুলে দিয়েছেন । ইতিমধ্যেই বিজেপি পরিষদীয় দলের তরফ থেকে তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে আবেদনও করা হয়েছে । এই নিয়ে শুনানি চলছে । তারমধ্যেই অধ্যক্ষের এই সিদ্ধান্ত নতুন করে বিতর্কের রসদ জোগায় কি না, সেটাই এখন দেখার ।