ETV Bharat / city

টালা ব্রিজ ভাঙার জের, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা লালবাজারের - টালা ব্রিজের কারণে যানজট

চলছে টালা ব্রিজ ভাঙার কাজ ৷ সপ্তাহে প্রথম দিনেই প্রবল যানজট ৷ আর তাতেই শিয়রে সংক্রান্তি দেখছে কলকাতা ট্রাফিক পুলিশ ৷ সামনেই যে মাধ্যমিক ৷ আর শ্যামবাজার ট্রাফিক গার্ড এলাকাতেই রয়েছে মোট 20টি মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র ৷

Tala Bridge
ফাইল ছবি
author img

By

Published : Feb 4, 2020, 5:46 AM IST

Updated : Feb 4, 2020, 1:00 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি: বন্ধ টালা ব্রিজ । 1964 সালের তৈরি হওয়া এই ব্রিজ এখন ভাঙার কাজ চলছে । তার জেরে শ্যামবাজার ট্রাফিক গার্ড এলাকাজুড়ে সপ্তাহের প্রথম কাজের দিনটায় তৈরি হয়েছে ব্যাপক যানজট । BT রোড থেকে আসা প্রচুর গাড়ির চাপ আছড়ে পড়েছে বিকল্প রাস্তাগুলোতে । আপতত রেহাই নেই এই যানজট থেকে । এরই মধ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । তাই চিন্তা বেড়েছে ষোলো আনা । শঙ্কিত প্রশাসন ৷ লালবাজারে তাই এখন থেকেই শুরু হয়ে গেছে পরিত্রাণের পথ খোঁজার চেষ্টা ।

18 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । তারপরেই শুরু হবে উচ্চ মাধ্যমিক । শ্যামবাজার ট্রাফিক গার্ড এলাকায় মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র রয়েছে মোট 20টি । ফলে ওই এলাকায় পরীক্ষা দিতে আসা কয়েক হাজার মাধ্যমিক পরীক্ষার্থী পড়তে পারে প্রবল সমস্যায় । তীব্র যানজটের কারণে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে । ফলে চিন্তা আরও বেড়েছে লালবাজারের ট্রাফিক বিভাগের । একই সঙ্গে 11টি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রও রয়েছে এই এলাকায় । চিন্তা রয়েছে তাদের নিয়েও ।

আরও পড়ুন : কাজের দিনে বন্ধ টালা ব্রিজ, বিকল্প পথেও যানজটের আশঙ্কা শহরে

লালবাজার সূত্রের খবর, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে সময় মতো পৌঁছানো হবে পুলিশের প্রধান দায়িত্ব । সেই ক্ষেত্রে পরীক্ষা চলার সময় নেওয়া হবে বিশেষ ব্যবস্থা । পরীক্ষার্থীদের গাড়িকে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে যানজট থেকে বের করে আনা হবে । পাশাপাশি একক পরীক্ষার্থীদের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ । সম্ভবত সেই ক্ষেত্রে দেওয়া হবে নির্দিষ্ট হেল্পলাইন নম্বর । সমস্যায় পড়লে সেই নম্বরে ফোন করলেই হাত বাড়িয়ে দেবে কলকাতা পুলিশ । পরীক্ষার্থীকে পৌঁছে দেওয়া হ নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে ৷

আরও পড়ুন : চলছে টালা ব্রিজ ভাঙার কাজ, উত্তর কলকাতার একাধিক এলাকায় যানজট

এমনিতে কাল থেকে অফিস টাইমে শহরমুখী গাড়িগুলিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে পুলিশ । আবার বিকেলে অফিস ফিরতি আমজনতার জন্য উলটো দিকের যানবাহনগুলিকে বেশি গুরুত্ব দেওয়া হবে । প্রথম দিন থেকে শিক্ষা নিয়ে আপাতত এমনটাই চিন্তাভাবনা রয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের ।

কলকাতা, 4 ফেব্রুয়ারি: বন্ধ টালা ব্রিজ । 1964 সালের তৈরি হওয়া এই ব্রিজ এখন ভাঙার কাজ চলছে । তার জেরে শ্যামবাজার ট্রাফিক গার্ড এলাকাজুড়ে সপ্তাহের প্রথম কাজের দিনটায় তৈরি হয়েছে ব্যাপক যানজট । BT রোড থেকে আসা প্রচুর গাড়ির চাপ আছড়ে পড়েছে বিকল্প রাস্তাগুলোতে । আপতত রেহাই নেই এই যানজট থেকে । এরই মধ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । তাই চিন্তা বেড়েছে ষোলো আনা । শঙ্কিত প্রশাসন ৷ লালবাজারে তাই এখন থেকেই শুরু হয়ে গেছে পরিত্রাণের পথ খোঁজার চেষ্টা ।

18 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । তারপরেই শুরু হবে উচ্চ মাধ্যমিক । শ্যামবাজার ট্রাফিক গার্ড এলাকায় মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র রয়েছে মোট 20টি । ফলে ওই এলাকায় পরীক্ষা দিতে আসা কয়েক হাজার মাধ্যমিক পরীক্ষার্থী পড়তে পারে প্রবল সমস্যায় । তীব্র যানজটের কারণে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে । ফলে চিন্তা আরও বেড়েছে লালবাজারের ট্রাফিক বিভাগের । একই সঙ্গে 11টি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রও রয়েছে এই এলাকায় । চিন্তা রয়েছে তাদের নিয়েও ।

আরও পড়ুন : কাজের দিনে বন্ধ টালা ব্রিজ, বিকল্প পথেও যানজটের আশঙ্কা শহরে

লালবাজার সূত্রের খবর, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে সময় মতো পৌঁছানো হবে পুলিশের প্রধান দায়িত্ব । সেই ক্ষেত্রে পরীক্ষা চলার সময় নেওয়া হবে বিশেষ ব্যবস্থা । পরীক্ষার্থীদের গাড়িকে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে যানজট থেকে বের করে আনা হবে । পাশাপাশি একক পরীক্ষার্থীদের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ । সম্ভবত সেই ক্ষেত্রে দেওয়া হবে নির্দিষ্ট হেল্পলাইন নম্বর । সমস্যায় পড়লে সেই নম্বরে ফোন করলেই হাত বাড়িয়ে দেবে কলকাতা পুলিশ । পরীক্ষার্থীকে পৌঁছে দেওয়া হ নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে ৷

আরও পড়ুন : চলছে টালা ব্রিজ ভাঙার কাজ, উত্তর কলকাতার একাধিক এলাকায় যানজট

এমনিতে কাল থেকে অফিস টাইমে শহরমুখী গাড়িগুলিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে পুলিশ । আবার বিকেলে অফিস ফিরতি আমজনতার জন্য উলটো দিকের যানবাহনগুলিকে বেশি গুরুত্ব দেওয়া হবে । প্রথম দিন থেকে শিক্ষা নিয়ে আপাতত এমনটাই চিন্তাভাবনা রয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের ।

Intro:কলকাতা, 4 ফেব্রুয়ারি: বন্ধ টালা ব্রিজ। 1964 সালের তৈরি হওয়া এই ব্রিজ এখন ভাঙ্গার কাজ চলছে। তার জেরে শ্যামবাজার ট্রাফিক গার্ড এলাকাজুড়ে সপ্তাহের প্রথম কাজের দিনটায় তৈরি হয়েছে প্রবল যানজট। বিটি রোড থেকে আসা প্রচুর গাড়ির চাপ আজকে পড়েছে বিকল্প রাস্তাগুলোতে। ফলে পরিত্রাণের পথ নেই। এরই মাঝে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তাই চিন্তা বেড়েছে ষোলআনা। লালবাজার এখন থেকেই শুরু করে দিয়েছে মুক্তির পথ খোঁজার উপায়।


Body:
আগামী 18 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তারপরেই শুরু হবে উচ্চ মাধ্যমিক। সূত্র বলছে, শ্যামবাজার ট্রাফিক গার্ড এলাকায় মাধ্যমিকের সেন্টার রয়েছে কুড়িটি। ফলে ওই এলাকায় পরীক্ষা দিতে আসা কয়েক হাজার মাধ্যমিক পরীক্ষার্থী পড়তে পারেন প্রবল সমস্যায়। তীব্র যানজটের কারণে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। সেই সূত্রেই চিন্তাটা আরো বেড়েছে লালবাজারের ট্রাফিক বিভাগের। একইসঙ্গে 11 টি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র রয়েছে এই এলাকায়। চিন্তা তাদের নিয়েও।


Conclusion:লালবাজার সূত্রের খবর, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন হবে পুলিশের প্রধান প্রায়োরিটি। সেক্ষেত্রে পরীক্ষা চলার সময় নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। পরীক্ষার্থীদের গাড়িকে আপৎকালীন ভাবে পার করে দেওয়া হবে যানজট থেকে। পাশাপাশি একক পরীক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। সম্ভবত সে ক্ষেত্রে দেওয়া হবে নির্দিষ্ট হেল্পলাইন নম্বর। সমস্যায় পড়লে সেই নম্বরে ফোন করলে হাত বাড়িয়ে দেবে কলকাতা পুলিশ। পরীক্ষার থেকে পৌঁছে দেওয়া হবে পরীক্ষা কেন্দ্রে। এমনিতে কাল থেকে অফিস টাইমে শহরমুখী গাড়িগুলিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে পুলিশ। আবার বিকেলে অফিস ফিরতা জনতার জন্য উল্টো দিকের যানবাহনকে গুরুত্ব বেশি দেওয়া হবে। প্রথম দিন থেকে শিক্ষা নিয়ে আপাতত এমনটাই চিন্তাভাবনা রয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের।
Last Updated : Feb 4, 2020, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.