কলকাতা, 16 জুলাই : আপনি কি হরিশ চ্যাটার্জি স্ট্রিট এলাকার বাসিন্দা ? আপনি কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) প্রতিবেশী ? তাহলে এবার থেকে বেশ কিছু অতিরিক্ত এবং বিশেষ নিয়ম পালন করে চলতে হবে আপনাকে ।
লালবাজার সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেশীদের বাড়িতে আত্মীয়স্বজন এলে কিংবা কোনও প্রতিবেশীর বাড়িতে কোনও রকমের অনুষ্ঠান উপলক্ষে লোকজন এলে, তার আগাম তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে জানাতে হবে স্থানীয় থানায় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার (Mamata Banerjee Security) জন্যই এই ব্যবস্থা বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে ।
পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনের বেশ কিছু রাস্তায় প্রতিবেশীদের চলাচলের ওপরেও কড়া নজর রাখছেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা । পুলিশ সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে প্রবেশ এবং বেরনোর রাস্তার উপরেও বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে । প্রয়োজনে বেশকিছু রাস্তায় প্রতিবেশীদের হাঁটা চলার ক্ষেত্রেও বিশেষভাবে নজর রাখতে বলা হয়েছে নিরাপত্তারক্ষীদের ।
নাম প্রকাশে অনিচ্ছুক মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজে এই ধরনের কড়া নিরাপত্তা ব্যবস্থা পছন্দ করেন না । কিন্তু কিছু ঘটনা ঘটে যাওয়ায়, তা মাথায় রেখে এই বাড়তি নিরাপত্তা বন্দোবস্ত করা হচ্ছে ।
প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বিনা অনুমতিতে ঢুকে পড়েছিল উত্তর 24 পরগনার বসিরহাটের বাসিন্দা হাফিজুল মোল্লা । এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে ৷ তার পর হাফিজুলকে জেরা করে যা যা তথ্য এসেছে, তাতে পুলিশের উদ্বেগ বাড়িয়েছে ৷ সেই কারণেই নিরপত্তা সংক্রান্ত এই নতুন নিয়ম তৈরি করা হচ্ছে বলে খবর ৷
আরও পড়ুন : CM Security Breach: হাফিজুলের সঙ্গে কি বাংলাদেশের জঙ্গিযোগ রয়েছে, তদন্তে গোয়েন্দারা