কালকাতা, 14 জানুয়ারি : এক ফোনে গ্রিন করিডোরের জন্য প্রস্তুত হল লালবাজার কন্ট্রোল রুম । কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্রের আদেশে তৈরি হল গ্রিন করিডোর । অসুস্থ বাসযাত্রীকে চটজলদি হাসপাতালে পৌঁছে দিয়ে তাঁর প্রাণ বাঁচাল কলকাতা পুলিশ ।
শনিবার রাত 8 টা নাগাদ বাইপাসের কাছে ডিউটি করছিলেন তিলজলা ট্রাফিক গার্ড-এর ওসি সৌভিক চক্রবর্তী । ওয়াকিটকিতে আচমকাই খবর আসে বাইপাসে সায়েন্সসিটির কাছে একটি মিনিবাস মাঝরাস্তায় থেমে পড়েছে । বাসযাত্রীরা উত্তেজিত । সঙ্গে সঙ্গে ঘটনাস্থানে অন্য সারজেন্টদের নিয়ে উপস্থিত হন ওসি সৌভিক চক্রবর্তী । জানা যায়, ওই বাসের এক যাত্রী আচমকাই জ্ঞান হারিয়েছেন । তার হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছে । দ্রুত ওই যাত্রীকে উদ্ধার করে পুলিশের গাড়িতে তুলে নেওয়া হয় । এরপর ফোন করা হয় লালবাজার কন্ট্রোল রুমে । কন্ট্রোল রুম থেকে খবর যায় কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) সুভঙ্কর সিনহা সরকারের কাছে । তাঁর কাছ থেকে খবর যায় খোদ কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্রের কাছে । লালবাজার সূত্রের খবর, এরপরেই নগরপালের আদেশে গ্রিন করিডোর করা হয় । ট্রাফিক পুলিশ থেকে ঠিক করে দেয় রুট । এবং ওই রোগীকে গ্রিন করিডোরের নির্দিষ্ট রুটে শহরের একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন ।
আরও খবর: গ্রিন করিডর করে হাসপাতালে রোগী আনতে গিয়ে যানজটে অ্যাম্বুলেন্স
লালবাজার সূত্রের খবর, পরে জ্ঞান ফেরে অসুস্থ রোগী জামাল আখতারের । জামালের বাড়ি উত্তর পঞ্চান্ন গ্রামে ৷