ETV Bharat / city

Haridevpur Murder Case: হরিদেবপুরের ঘটনায় মাগুর পুকুরে গেল পুলিশের দল - হরিদেবপুরের ঘটনায়

পুলিশ জানতে পেরেছে অয়নের হত্যার পর গাড়ি ভাড়া করে দক্ষিণ চব্বিশ পরগনার মাগুর পুকুর এলাকায় গিয়েছিল বান্ধবীর পরিবার। ঠিক এই কারণেই সেখানে গেলেন তদন্তকারী আধিকারিকরা (Police officials reached Magur pukur area of south 24 parganas in connection with Haridevpur Murder Case)

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 11, 2022, 8:22 AM IST

কলকাতা,11 অক্টোবর: হরিদেবপুরে অয়ন মন্ডল খুন কাণ্ডে এবার দক্ষিণ ২৪ পরগনার মাগুর পুকুর এলাকায় গেল হরিদেবপুর থানার পুলিশ (Haridevpur Murder Case)। এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই 7 জনের মধ্যে রয়েছে মৃত অয়নের বান্ধবী থেকে শুরু করে তার মা-ও ।

জানা গিয়েছে অয়নের হত্যার পর গাড়ি ভাড়া করে দক্ষিণ চব্বিশ পরগনার মাগুর পুকুর এলাকায় গিয়েছিল বান্ধবীর পরিবার। সেখানেই সোমবার রাতে হাজির হল কলকাতা পুলিশের একটি দল (Police officials reached Magurpur area of south 24 parganas in connection with Haridevpur Murder Case) । পুলিশের তরফ থেকে জানানো হয়েছে মৃত অয়নের বান্ধবী এবং বান্ধবীর মা সঠিক সঠিক তথ্য দিচ্ছে কিনা তা যাচাই করার জন্যই এই তদন্ত। মাগুর পুকুর এলাকায় রাস্তায় একাধিক সিসি ক্যামেরা বসানো রয়েছে। সেগুলি সংগ্রহ করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । সমস্ত ফুটেজ ভালো করে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে অয়নের বান্ধবী এবং তার মা সহ অভিযুক্তদের প্রত্যেককে সঙ্গে নিয়ে গোটা ঘটনার রিকনস্ট্রাকশন করবেন তদন্তকারী আধিকারিকরা। পাশপাশি অয়নের মোবাইল থেকেও তথ্য জানার চেষ্টা হচ্ছে ।

আরও পড়ুন: পুলিশের কথাতেই মিথ্যে সম্পর্কের অভিযোগ, বিস্ফোরক দাবি মৃত অয়নের বাবার

এর আগে এদিন সকালে বিস্ফোরক অভিযোগ করেন মৃত অয়ন মণ্ডলের বাবা ৷ তাঁর দাবি, হরিদেবপুর থানার পুলিশের কথাতেই তিনি বলেছিলেন, তাঁর ছেলের সঙ্গে বান্ধবী এবং তাঁর মায়ের সম্পর্ক ছিল ৷

কলকাতা,11 অক্টোবর: হরিদেবপুরে অয়ন মন্ডল খুন কাণ্ডে এবার দক্ষিণ ২৪ পরগনার মাগুর পুকুর এলাকায় গেল হরিদেবপুর থানার পুলিশ (Haridevpur Murder Case)। এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই 7 জনের মধ্যে রয়েছে মৃত অয়নের বান্ধবী থেকে শুরু করে তার মা-ও ।

জানা গিয়েছে অয়নের হত্যার পর গাড়ি ভাড়া করে দক্ষিণ চব্বিশ পরগনার মাগুর পুকুর এলাকায় গিয়েছিল বান্ধবীর পরিবার। সেখানেই সোমবার রাতে হাজির হল কলকাতা পুলিশের একটি দল (Police officials reached Magurpur area of south 24 parganas in connection with Haridevpur Murder Case) । পুলিশের তরফ থেকে জানানো হয়েছে মৃত অয়নের বান্ধবী এবং বান্ধবীর মা সঠিক সঠিক তথ্য দিচ্ছে কিনা তা যাচাই করার জন্যই এই তদন্ত। মাগুর পুকুর এলাকায় রাস্তায় একাধিক সিসি ক্যামেরা বসানো রয়েছে। সেগুলি সংগ্রহ করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । সমস্ত ফুটেজ ভালো করে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে অয়নের বান্ধবী এবং তার মা সহ অভিযুক্তদের প্রত্যেককে সঙ্গে নিয়ে গোটা ঘটনার রিকনস্ট্রাকশন করবেন তদন্তকারী আধিকারিকরা। পাশপাশি অয়নের মোবাইল থেকেও তথ্য জানার চেষ্টা হচ্ছে ।

আরও পড়ুন: পুলিশের কথাতেই মিথ্যে সম্পর্কের অভিযোগ, বিস্ফোরক দাবি মৃত অয়নের বাবার

এর আগে এদিন সকালে বিস্ফোরক অভিযোগ করেন মৃত অয়ন মণ্ডলের বাবা ৷ তাঁর দাবি, হরিদেবপুর থানার পুলিশের কথাতেই তিনি বলেছিলেন, তাঁর ছেলের সঙ্গে বান্ধবী এবং তাঁর মায়ের সম্পর্ক ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.