ETV Bharat / city

ভুয়ো আমলা-আধিকারিকদের ধরতে নীলবাতি, লালবাতির উপর বাড়তি নজরদারি - ভুয়ো আমলা

একের পর এক ভুয়ো আমলা, আধিকারিক গ্রেফতার হচ্ছে শহরে ৷ ঘটনার জেরে লালবাতি ও নীলবাতি লাগানো গাড়ির উপর বাড়তি নজরদারির সিদ্ধান্ত কলকাতা পুলিশের ৷ ট্র্যাফিক পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন নগরপাল সৌমেন মিত্র ৷

Kolkata police keeping close watch on the vehicles with red and blue lights
ভুয়ো আমলা, আধিকারিকদের ধরতে নীলবাতি, লালবাতির উপর বাড়তি নজরদারি
author img

By

Published : Jun 30, 2021, 9:02 PM IST

কলকাতা, 30 জুন : কলকাতার রাস্তায় নীলবাতি ও লালবাতি লাগানো গাড়ির দাপট কমাতে ব্যবস্থা নিচ্ছে লালবাজার ৷ আসলে দেবাঞ্জন (Debanjan Deb) কাণ্ডের পর প্রশ্ন উঠেছে লালবাজারের ভূমিকা নিয়ে ৷ এমনকী স্বয়ং মুখ্যমন্ত্রীও বলেছেন, গোটা ঘটনায় পুলিশ তার দায় এড়াতে পারে না ৷ ফলে আর এমন কোনও ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তার জন্য বাড়তি নজরদারির ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশের সদর দফতর ৷ ট্র্যাফিক পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন নগরপাল ৷

শহরে লালবাতি এবং নীলবাতি লাগানো গাড়ির উপর সর্তকতা জারি করা হয়েছে লালবাজারের তরফ ৷ অর্থাৎ, হুটার বাজিয়ে লালবাতি বা নীলবাতিওয়ালা গাড়িতে চড়ে যে কেউ আর অনায়াসে বেরিয়ে যেতে পারবেন না ৷ প্রয়োজনে সেই গাড়ি, গাড়ির সওয়ারি ও মালিকের সম্পর্কে বিস্তারিত খোঁজ নেবে পুলিশ ৷ তবেই গাড়ি ছাড়া হবে ৷

আরও পড়ুন : দেবাঞ্জনের পর শহর কলকাতায় গ্রেফতার ভুয়ো ভিজিল্যান্স আধিকারিক

দেবাঞ্জন দেব কাণ্ডে নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন ৷ ইতিমধ্যেই কসবা টিকা কেলেঙ্কারি নিয়ে রাজ্য-কেন্দ্র চাপানউতোর চলছে ৷ তদন্তের প্রক্রিয়া যতই এগোচ্ছে, ততোই কেঁচো খুঁড়তে কেউটে বেরোনোর উপক্রম হয়ে উঠেছে ৷ কসবা কাণ্ড প্রকাশ্যে আসার কিছুদিনের মধ্যেই সম্প্রতি বাঁশদ্রোণী থানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ তিনি নিজেকে রাজ্য মানবাধিকার কমিশনের পদস্থ আধিকারিক বলে পরিচয় দিতেন ৷ তাঁর বিরুদ্ধেও ভুয়ো পরিচয় ব্য়বহার করে জালিয়াতির অভিযোগ উঠেছে ৷

এর পাশাপাশি বুধবারই থিয়েটার রোড থেকে এক যুবককে নীলবাতি লাগানো একটি গাড়ি নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৷ জানা গিয়েছে, ওই যুবক নিজেকে ভিজিল্যান্স অফিসার হিসেবে ভুয়ো পরিচয় দিতেন ৷ আর সেই পরিচয় ব্যবহার করেই নীলবাতি লাগানো গাড়িতে ঘুরে বেড়াতেন ৷

আরও পড়ুন : দেবাঞ্জনের ল্যাপটপে কলকাতা পৌরনিগমের গুরুত্বপূর্ণ নথির স্ক্য়ান কপি

একের পর এক এমন ঘটনায় পুলিশের অনুমান, শহরে দেদার ঘুরে বেড়াচ্ছে নীলবাতি এবং লালবাতির গাড়ি ৷ ফলে আর যাতে কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে চাইছে কলকাতা পুলিশ ৷ তার জন্য শহরের প্রতিটি ট্রাফিক গার্ডকে নীলবাতি এবং লালবাতি লাগানো গাড়ির উপর বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন নগরপাল সৌমেন মিত্র ৷ ইতিমধ্যেই কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক এবং যুগ্ম নগরপাল ট্রাফিকের নেতৃত্বে প্রত্যেকটি ট্রাফিক গার্ডের পদস্থ আধিকারিকদের সঙ্গে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ৷

কলকাতা, 30 জুন : কলকাতার রাস্তায় নীলবাতি ও লালবাতি লাগানো গাড়ির দাপট কমাতে ব্যবস্থা নিচ্ছে লালবাজার ৷ আসলে দেবাঞ্জন (Debanjan Deb) কাণ্ডের পর প্রশ্ন উঠেছে লালবাজারের ভূমিকা নিয়ে ৷ এমনকী স্বয়ং মুখ্যমন্ত্রীও বলেছেন, গোটা ঘটনায় পুলিশ তার দায় এড়াতে পারে না ৷ ফলে আর এমন কোনও ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তার জন্য বাড়তি নজরদারির ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশের সদর দফতর ৷ ট্র্যাফিক পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন নগরপাল ৷

শহরে লালবাতি এবং নীলবাতি লাগানো গাড়ির উপর সর্তকতা জারি করা হয়েছে লালবাজারের তরফ ৷ অর্থাৎ, হুটার বাজিয়ে লালবাতি বা নীলবাতিওয়ালা গাড়িতে চড়ে যে কেউ আর অনায়াসে বেরিয়ে যেতে পারবেন না ৷ প্রয়োজনে সেই গাড়ি, গাড়ির সওয়ারি ও মালিকের সম্পর্কে বিস্তারিত খোঁজ নেবে পুলিশ ৷ তবেই গাড়ি ছাড়া হবে ৷

আরও পড়ুন : দেবাঞ্জনের পর শহর কলকাতায় গ্রেফতার ভুয়ো ভিজিল্যান্স আধিকারিক

দেবাঞ্জন দেব কাণ্ডে নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন ৷ ইতিমধ্যেই কসবা টিকা কেলেঙ্কারি নিয়ে রাজ্য-কেন্দ্র চাপানউতোর চলছে ৷ তদন্তের প্রক্রিয়া যতই এগোচ্ছে, ততোই কেঁচো খুঁড়তে কেউটে বেরোনোর উপক্রম হয়ে উঠেছে ৷ কসবা কাণ্ড প্রকাশ্যে আসার কিছুদিনের মধ্যেই সম্প্রতি বাঁশদ্রোণী থানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ তিনি নিজেকে রাজ্য মানবাধিকার কমিশনের পদস্থ আধিকারিক বলে পরিচয় দিতেন ৷ তাঁর বিরুদ্ধেও ভুয়ো পরিচয় ব্য়বহার করে জালিয়াতির অভিযোগ উঠেছে ৷

এর পাশাপাশি বুধবারই থিয়েটার রোড থেকে এক যুবককে নীলবাতি লাগানো একটি গাড়ি নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৷ জানা গিয়েছে, ওই যুবক নিজেকে ভিজিল্যান্স অফিসার হিসেবে ভুয়ো পরিচয় দিতেন ৷ আর সেই পরিচয় ব্যবহার করেই নীলবাতি লাগানো গাড়িতে ঘুরে বেড়াতেন ৷

আরও পড়ুন : দেবাঞ্জনের ল্যাপটপে কলকাতা পৌরনিগমের গুরুত্বপূর্ণ নথির স্ক্য়ান কপি

একের পর এক এমন ঘটনায় পুলিশের অনুমান, শহরে দেদার ঘুরে বেড়াচ্ছে নীলবাতি এবং লালবাতির গাড়ি ৷ ফলে আর যাতে কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে চাইছে কলকাতা পুলিশ ৷ তার জন্য শহরের প্রতিটি ট্রাফিক গার্ডকে নীলবাতি এবং লালবাতি লাগানো গাড়ির উপর বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন নগরপাল সৌমেন মিত্র ৷ ইতিমধ্যেই কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক এবং যুগ্ম নগরপাল ট্রাফিকের নেতৃত্বে প্রত্যেকটি ট্রাফিক গার্ডের পদস্থ আধিকারিকদের সঙ্গে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.