ETV Bharat / city

Kolkata Police : শহরে থাকা আফগানদের উপর নজরদারি বাড়াচ্ছে কলকাতা পুলিশ - আফগান নাগরিক

কলকাতায় ঘাঁটি গেড়েছেন বহু আফগান নাগরিক ৷ তাঁদের সকলের কাছে ভারতে থাকার বৈধ নথি রয়েছে কিনা, এবার তা খতিয়ে দেখবে কলকাতা পুলিশ ৷ শহরে জঙ্গি কার্যকলাপ ঠেকাতেই এই পদক্ষেপ বলে লালবাজার সূত্রের খবর ৷

Kolkata Police keeping Afghan nationals under surveillance
Kolkata Police : শহরে থাকা আফগানদের উপর নজরদারি বাড়াচ্ছে কলকাতা পুলিশ
author img

By

Published : Aug 23, 2021, 2:58 PM IST

কলকাতা, 23 অগস্ট : আফগানিস্তানে তালিবানি শাসনের পুনরুত্থানে কপালে ভাঁজ গোটা বিশ্বের ৷ বিভিন্ন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে চিন্তা বেড়েছে সংশ্লিষ্ট প্রশাসনের ৷ ভারতও তার ব্যতিক্রম নয় ৷ দেশের অন্যান্য শহর ও মহানগরের মতোই কলকাতাতেও ভিনদেশিদের নিয়মিত আনাগোনা রয়েছে ৷ তাঁদের মধ্যে বহু আফগান নাগরিকও রয়েছেন ৷ এবার শহর ও শহরবাসীর নিরাপত্তার স্বার্থে এই আফগানদের উপর বাড়তি নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে লালবাজার ৷

আরও পড়ুন : Pro-Taliban post : তালিবানের প্রতি ভালোবাসা ব্যক্ত করে গ্রেফতার যুবক

কলকাতা পুলিশ সূত্র খবর, এমন বহু বিদেশিই আছেন, যাঁরা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও শহরে থেকে যান ৷ কলকাতা ফুটবলের শহর ৷ একাধিক নামী ক্লাব রয়েছে এখানে ৷ সেইসব ক্লাবে বহু বিদেশি খেলোয়াড় খেলতে আসেন ৷ অনেকে আসেন চিকিৎসা করাতে কিংবা উচ্চশিক্ষার জন্য ৷ এইসব তালিকাতেও আফগানদের সংখ্যা নেহাত কম নয় ৷ কলকাতার পার্ক সার্কাস, তপসিয়ার মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলি ছাড়াও শহরের বিভিন্ন এলাকায় ফ্ল্যাট বা বাড়ি ভাড়া করে থাকেন এই আফগান নাগরিকরা ৷ অনেকে এখানে বছরের পর বছর থেকে যান শুধুমাত্র ব্যবসার কাজে ৷ এঁদের সকলের কাছে ভারতে থাকার বৈধ নথি রয়েছে কিনা, এবার সেইসবই যাচাই করবে কলকাতা পুলিশ ৷

পুলিশের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, প্রশাসনের আশঙ্কার কথা ৷ আসলে আফগানিস্তানে পুনরুত্থানের পর তালিবানরা অন্যান্য ইসলাম জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সখ্য স্থাপনের চেষ্টা করছে ৷ তাদের মধ্যে অন্যতম আনসার-উল-বাংলা টিম বা এবিটি ৷ কিছুদিন আগে এই সংগঠন তাদের নাম পাল্টে আনসার-উল-ইসলাম করে দিয়েছে ৷ সংগঠনের সদস্যদের দাবি, তারা নাকি আল-কায়দার বাংলাদেশ শাখা ৷ অভিযোগ, ইতিমধ্যেই ইসলামের দোহাই দিয়ে বেশ কয়েকজন ব্লগারকে খুন করেছে তারা ৷ তথ্য বলছে, 2007 সালে তৈরি হয় এই জঙ্গি সংগঠন ৷ 2013 সালে তাদের নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশের সরকার ৷ গোয়েন্দাদের অনুমান, ওপার বাংলায় বাধার মুখে পড়ে এপারে সন্ত্রাস ছড়াতে পারে সদ্য পরিচয় বদলে ফেলা এই জঙ্গি গোষ্ঠী ৷

আরও পড়ুন : Afghanistan-Taliban : তালিবানের আফগানিস্তান দখলে মদত ছিল পাক গোয়েন্দাদের, দাবি মার্কিন কংগ্রেস সদস্যর

সাধারণত, এই ধরনের সংগঠনের সদস্যরা নানারকম পরিচয় ভাঁড়িয়ে অন্যান্য দেশে গিয়ে ঘাঁটি গাড়ে ৷ কলকাতাতেও আফগান নাগরিকের পরিচয় ভাঁড়িয়ে এমন কেউ গা-ঢাকা দিয়ে রয়েছে কিনা, তা জানতে চাইছে কলকাতা পুলিশ ৷ শুরু হয়েছে তৎপরতা ৷ লালবাজারে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের আধিকারিকদের এই বিষয়ে কাজে লাগানো হয়েছে ৷ তাঁরাই এই শহরে থাকা ও নিয়মিত যাতায়াত করা আফগান নাগরিকদের উপর নজরদারি চালাচ্ছে ৷ কারও আচরণে সন্দেহ হলে সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে ৷

কলকাতা, 23 অগস্ট : আফগানিস্তানে তালিবানি শাসনের পুনরুত্থানে কপালে ভাঁজ গোটা বিশ্বের ৷ বিভিন্ন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে চিন্তা বেড়েছে সংশ্লিষ্ট প্রশাসনের ৷ ভারতও তার ব্যতিক্রম নয় ৷ দেশের অন্যান্য শহর ও মহানগরের মতোই কলকাতাতেও ভিনদেশিদের নিয়মিত আনাগোনা রয়েছে ৷ তাঁদের মধ্যে বহু আফগান নাগরিকও রয়েছেন ৷ এবার শহর ও শহরবাসীর নিরাপত্তার স্বার্থে এই আফগানদের উপর বাড়তি নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে লালবাজার ৷

আরও পড়ুন : Pro-Taliban post : তালিবানের প্রতি ভালোবাসা ব্যক্ত করে গ্রেফতার যুবক

কলকাতা পুলিশ সূত্র খবর, এমন বহু বিদেশিই আছেন, যাঁরা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও শহরে থেকে যান ৷ কলকাতা ফুটবলের শহর ৷ একাধিক নামী ক্লাব রয়েছে এখানে ৷ সেইসব ক্লাবে বহু বিদেশি খেলোয়াড় খেলতে আসেন ৷ অনেকে আসেন চিকিৎসা করাতে কিংবা উচ্চশিক্ষার জন্য ৷ এইসব তালিকাতেও আফগানদের সংখ্যা নেহাত কম নয় ৷ কলকাতার পার্ক সার্কাস, তপসিয়ার মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলি ছাড়াও শহরের বিভিন্ন এলাকায় ফ্ল্যাট বা বাড়ি ভাড়া করে থাকেন এই আফগান নাগরিকরা ৷ অনেকে এখানে বছরের পর বছর থেকে যান শুধুমাত্র ব্যবসার কাজে ৷ এঁদের সকলের কাছে ভারতে থাকার বৈধ নথি রয়েছে কিনা, এবার সেইসবই যাচাই করবে কলকাতা পুলিশ ৷

পুলিশের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, প্রশাসনের আশঙ্কার কথা ৷ আসলে আফগানিস্তানে পুনরুত্থানের পর তালিবানরা অন্যান্য ইসলাম জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সখ্য স্থাপনের চেষ্টা করছে ৷ তাদের মধ্যে অন্যতম আনসার-উল-বাংলা টিম বা এবিটি ৷ কিছুদিন আগে এই সংগঠন তাদের নাম পাল্টে আনসার-উল-ইসলাম করে দিয়েছে ৷ সংগঠনের সদস্যদের দাবি, তারা নাকি আল-কায়দার বাংলাদেশ শাখা ৷ অভিযোগ, ইতিমধ্যেই ইসলামের দোহাই দিয়ে বেশ কয়েকজন ব্লগারকে খুন করেছে তারা ৷ তথ্য বলছে, 2007 সালে তৈরি হয় এই জঙ্গি সংগঠন ৷ 2013 সালে তাদের নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশের সরকার ৷ গোয়েন্দাদের অনুমান, ওপার বাংলায় বাধার মুখে পড়ে এপারে সন্ত্রাস ছড়াতে পারে সদ্য পরিচয় বদলে ফেলা এই জঙ্গি গোষ্ঠী ৷

আরও পড়ুন : Afghanistan-Taliban : তালিবানের আফগানিস্তান দখলে মদত ছিল পাক গোয়েন্দাদের, দাবি মার্কিন কংগ্রেস সদস্যর

সাধারণত, এই ধরনের সংগঠনের সদস্যরা নানারকম পরিচয় ভাঁড়িয়ে অন্যান্য দেশে গিয়ে ঘাঁটি গাড়ে ৷ কলকাতাতেও আফগান নাগরিকের পরিচয় ভাঁড়িয়ে এমন কেউ গা-ঢাকা দিয়ে রয়েছে কিনা, তা জানতে চাইছে কলকাতা পুলিশ ৷ শুরু হয়েছে তৎপরতা ৷ লালবাজারে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের আধিকারিকদের এই বিষয়ে কাজে লাগানো হয়েছে ৷ তাঁরাই এই শহরে থাকা ও নিয়মিত যাতায়াত করা আফগান নাগরিকদের উপর নজরদারি চালাচ্ছে ৷ কারও আচরণে সন্দেহ হলে সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.