ETV Bharat / city

Kolkata Police : পুজোর সময় শহরে বিশেষ সতর্কতা কলকাতা পুলিশের

দুর্গাপুজোয় বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ শহরজুড়ে চালানো হচ্ছে নাকা চেকিং ৷ বিশেষ ডিউটিতে থাকবেন পুলিশকর্মীরা ৷

Kolkata Police
Kolkata Police
author img

By

Published : Oct 9, 2021, 2:41 PM IST

Updated : Oct 9, 2021, 2:48 PM IST

কলকাতা, 9 অক্টোবর : পুজোর সময় শহর কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় যাতে কোনও প্রকারের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে । তাছাড়া এলাকায় এলাকায় চালানো হচ্ছে নাকা চেকিং । এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে লালবাজার বলেও জানা গিয়েছে ।

পুজোর সময় বহু মানুষের সমাগম হবে শহরে । তার মধ্যে কোনও প্রকারের নাশকতামূলক কাজকর্ম যাতে না হয়, তার জন্য ইতিমধ্যেই ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, শহরের বড় বড় পুজো মণ্ডপ এলাকায় বিশেষ নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police) ।

পাশাপাশি জলপথ দিয়ে যাতে কোনও অনুপ্রবেশ না ঘটে তার জন্য কোস্টগার্ড ও কলকাতা রিভার ট্রাফিক পুলিশকে বিশেষ ভাবে নজর দিতে বলা হয়েছে । পাশাপাশি বাংলাদেশের সীমান্তগুলিকে সিল করার জন্য সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গেও কথা বলেছে রাজ্য ও কলকাতা পুলিশ ।

তাছাড়াও লালবাজারের স্ট্যান্ডবাই রাখা হচ্ছে হেভিরেডিও ফ্লাইং স্কোয়াডকেও । এই বাহিনী কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে, তা সামাল দিতে সিদ্ধহস্ত ৷ পুজোর জন্য রাস্তায় থাকছেন 15 হাজার পুলিশকর্মী । থাকছেন 400 ট্রাফিক পুলিশ এবং 700 সাদা পোশাকের পুলিশকর্মী । লালবাজারের গোয়েন্দা বিভাগের গাড়িও টহল দেবে বিভিন্ন এলাকায় ৷

আরও পড়ুন : Kolkata Police : আসন্ন দুর্যোগের মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুলিশ

কলকাতা, 9 অক্টোবর : পুজোর সময় শহর কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় যাতে কোনও প্রকারের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে । তাছাড়া এলাকায় এলাকায় চালানো হচ্ছে নাকা চেকিং । এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে লালবাজার বলেও জানা গিয়েছে ।

পুজোর সময় বহু মানুষের সমাগম হবে শহরে । তার মধ্যে কোনও প্রকারের নাশকতামূলক কাজকর্ম যাতে না হয়, তার জন্য ইতিমধ্যেই ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, শহরের বড় বড় পুজো মণ্ডপ এলাকায় বিশেষ নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police) ।

পাশাপাশি জলপথ দিয়ে যাতে কোনও অনুপ্রবেশ না ঘটে তার জন্য কোস্টগার্ড ও কলকাতা রিভার ট্রাফিক পুলিশকে বিশেষ ভাবে নজর দিতে বলা হয়েছে । পাশাপাশি বাংলাদেশের সীমান্তগুলিকে সিল করার জন্য সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গেও কথা বলেছে রাজ্য ও কলকাতা পুলিশ ।

তাছাড়াও লালবাজারের স্ট্যান্ডবাই রাখা হচ্ছে হেভিরেডিও ফ্লাইং স্কোয়াডকেও । এই বাহিনী কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে, তা সামাল দিতে সিদ্ধহস্ত ৷ পুজোর জন্য রাস্তায় থাকছেন 15 হাজার পুলিশকর্মী । থাকছেন 400 ট্রাফিক পুলিশ এবং 700 সাদা পোশাকের পুলিশকর্মী । লালবাজারের গোয়েন্দা বিভাগের গাড়িও টহল দেবে বিভিন্ন এলাকায় ৷

আরও পড়ুন : Kolkata Police : আসন্ন দুর্যোগের মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুলিশ

Last Updated : Oct 9, 2021, 2:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.