ETV Bharat / city

Kolkata Police : 75টি পোর্টেবল ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর হাতে পেল লালবাজার

স্বাধীনতা দিবসের আগেই 75টি পোর্টেবল ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর হাতে পেল লালবাজার ৷ ভিআইপি কিংবা ভিভিআইপিদের নিরাপত্তায় এই যন্ত্রগুলি ব্যবহার করা হবে ৷

Kolkata Police got 75 portable door frame metal detector
Kolkata Police : 75 টি পোর্টেবল ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর হাতে পেল লালবাজার
author img

By

Published : Aug 3, 2021, 5:31 PM IST

কলকাতা, 3 অগস্ট : ভিআইপি কিংবা ভিভিআইপিদের নিরাপত্তায় আরও তৎপর কলকাতা পুলিশ ৷ হেভিওয়েট রাজনৈতিক নেতা-মন্ত্রীদের মিটিং-মিছিল হোক, বা কোনও বিখ্যাত ব্যক্তির সাংস্কৃতিক অনুষ্ঠান, এইসব জায়গায় যাঁরা আসা-যাওয়া করেন, তাঁদের দেহ তল্লাশির জন্য 75টি পোর্টেবল ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর (portable door frame metal detector) আনা হল লালবাজারে ৷ আগামী কয়েক দিনের মধ্যেই সেগুলির অধিকাংশ কলকাতা পুলিশের সংশ্লিষ্ট ন’টি ডিভিশনে পাঠিয়ে দেওয়া হবে ৷ বাকি কয়েকটি রেখে দেওয়া হবে কলকাতা পুলিশের সদর কার্যালয়ে ৷ যাতে প্রয়োজন মাফিক লালবাজার থেকেও এগুলি সংগ্রহ করা যেতে পারে ৷

আরও পড়ুন : Lalbazar : ভুয়োদের ঠেকাতে এবার খোদ পুলিশের অন্দরমহলে গোয়েন্দাগিরি

কলকাতা পুলিশ সূত্রে খবর, দেহ তল্লাশির জন্য তাদের হাতে মেটাল ডিটেক্টর গেট (metal detector gate) এবং হ্যান্ড মেটাল ডিটেক্টর (hand metal detector), এই দু’টোই রয়েছে ৷ মূলত, ভিআইপি ও ভিভিআইপিদের বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে এগুলি ব্যবহার করা হয় ৷ কিন্তু এই যন্ত্রগুলির অধিকাংশেরই বেহাল দশা ৷ কয়েকটি কার্যত অকেজো ৷ কোনওটি আবার একেবারে বিগড়ে না গেলেও সময় মতো কাজ করে না ৷ ফলে নিরাপত্তায় বড়সড় ফাঁক থেকেই যায় ৷ সেই খামতি দূর করতেই পোর্টেবল ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর আনানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷

পোর্টেবল ডোর ফ্রেম মেটাল ডিটেক্টরের সুবিধা হল, এগুলি এক জায়গা থেকে অনায়াসেই অন্য জায়গায় বয়ে নিয়েও যাওয়া যায় ৷ ফলে অনুষ্ঠান যেখানেই হোক না কেন, নিরাপত্তাবেষ্টনী তৈরি করতে সুবিধা হয় ৷ তাছাড়া, এগুলির প্রযুক্তিও অত্যাধুনিক মানের ৷ সমস্ত রকমের ধাতু এবং ধাতুর মিশ্রণ এই মেটাল ডিটেক্টর অনায়াসে শনাক্ত করতে পারে ৷ ফলে কেউ যদি শরীরে কোনও রকমের অস্ত্র বা বিস্ফোরক লুকিয়ে আনে, তবে সেই ব্যক্তিকে চিহ্নিত করা সহজ হবে ৷ এটি গেট বা দরজার ফ্রেমের আকৃতিবিশিষ্ট হওয়ায় একবারেই গোটা শরীর স্ক্য়ান করা যায় ৷ মনিটরে চোখ রেখেই গোটা বিষয়টি পরিচালনা করতে পারবেন দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মীরা ৷

আরও পড়ুন : Kolkata Police : স্বাধীনতা দিবসের প্য়ারেডের আগে বাইকের স্বাস্থ্যপরীক্ষা করাচ্ছে লালবাজার

আর কিছু দিনের মধ্যে স্বাধীনতা দিবস ৷ সেই উপলক্ষে নানা জায়গায় নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয় ৷ তার ঠিক আগে 75টি পোর্টেবল ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর হাতে আসায় কিছুটা হলেও স্বস্তি বাড়ল লালবাজারের অন্দরে ৷

কলকাতা, 3 অগস্ট : ভিআইপি কিংবা ভিভিআইপিদের নিরাপত্তায় আরও তৎপর কলকাতা পুলিশ ৷ হেভিওয়েট রাজনৈতিক নেতা-মন্ত্রীদের মিটিং-মিছিল হোক, বা কোনও বিখ্যাত ব্যক্তির সাংস্কৃতিক অনুষ্ঠান, এইসব জায়গায় যাঁরা আসা-যাওয়া করেন, তাঁদের দেহ তল্লাশির জন্য 75টি পোর্টেবল ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর (portable door frame metal detector) আনা হল লালবাজারে ৷ আগামী কয়েক দিনের মধ্যেই সেগুলির অধিকাংশ কলকাতা পুলিশের সংশ্লিষ্ট ন’টি ডিভিশনে পাঠিয়ে দেওয়া হবে ৷ বাকি কয়েকটি রেখে দেওয়া হবে কলকাতা পুলিশের সদর কার্যালয়ে ৷ যাতে প্রয়োজন মাফিক লালবাজার থেকেও এগুলি সংগ্রহ করা যেতে পারে ৷

আরও পড়ুন : Lalbazar : ভুয়োদের ঠেকাতে এবার খোদ পুলিশের অন্দরমহলে গোয়েন্দাগিরি

কলকাতা পুলিশ সূত্রে খবর, দেহ তল্লাশির জন্য তাদের হাতে মেটাল ডিটেক্টর গেট (metal detector gate) এবং হ্যান্ড মেটাল ডিটেক্টর (hand metal detector), এই দু’টোই রয়েছে ৷ মূলত, ভিআইপি ও ভিভিআইপিদের বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে এগুলি ব্যবহার করা হয় ৷ কিন্তু এই যন্ত্রগুলির অধিকাংশেরই বেহাল দশা ৷ কয়েকটি কার্যত অকেজো ৷ কোনওটি আবার একেবারে বিগড়ে না গেলেও সময় মতো কাজ করে না ৷ ফলে নিরাপত্তায় বড়সড় ফাঁক থেকেই যায় ৷ সেই খামতি দূর করতেই পোর্টেবল ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর আনানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷

পোর্টেবল ডোর ফ্রেম মেটাল ডিটেক্টরের সুবিধা হল, এগুলি এক জায়গা থেকে অনায়াসেই অন্য জায়গায় বয়ে নিয়েও যাওয়া যায় ৷ ফলে অনুষ্ঠান যেখানেই হোক না কেন, নিরাপত্তাবেষ্টনী তৈরি করতে সুবিধা হয় ৷ তাছাড়া, এগুলির প্রযুক্তিও অত্যাধুনিক মানের ৷ সমস্ত রকমের ধাতু এবং ধাতুর মিশ্রণ এই মেটাল ডিটেক্টর অনায়াসে শনাক্ত করতে পারে ৷ ফলে কেউ যদি শরীরে কোনও রকমের অস্ত্র বা বিস্ফোরক লুকিয়ে আনে, তবে সেই ব্যক্তিকে চিহ্নিত করা সহজ হবে ৷ এটি গেট বা দরজার ফ্রেমের আকৃতিবিশিষ্ট হওয়ায় একবারেই গোটা শরীর স্ক্য়ান করা যায় ৷ মনিটরে চোখ রেখেই গোটা বিষয়টি পরিচালনা করতে পারবেন দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মীরা ৷

আরও পড়ুন : Kolkata Police : স্বাধীনতা দিবসের প্য়ারেডের আগে বাইকের স্বাস্থ্যপরীক্ষা করাচ্ছে লালবাজার

আর কিছু দিনের মধ্যে স্বাধীনতা দিবস ৷ সেই উপলক্ষে নানা জায়গায় নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয় ৷ তার ঠিক আগে 75টি পোর্টেবল ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর হাতে আসায় কিছুটা হলেও স্বস্তি বাড়ল লালবাজারের অন্দরে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.