কলকাতা, 27 সেপ্টেম্বর: ঘড়ির কাঁটায় অতিক্রান্ত রাত আটটা ৷ কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরেও কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই'য়ের নিজাম প্যালেসের দফতরে আসলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattachatya)। আদতে মানিক ভট্টাচার্য কোথায় রয়েছেন, তা কারও জানা নেই। যদিও এই হাজিরা প্রসঙ্গে কিছুটা স্বস্তি পেয়েছেন তৃণমূল বিধায়ক ৷ কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে আগামিকাল পর্যন্ত রক্ষাকবচ পেয়েছেন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি।
কিন্তু মানিক ভট্টাচার্যের সঠিক অবস্থান নিয়ে ধোঁয়াশায় পুলিশ । কলকাতা হাইকোর্টের তরফ থেকে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল মানিক ভট্টাচার্যের হাজিরা নিশ্চিত করতে ৷ সেইমতোই মানিক ভট্টাচার্যের যাদবপুরের বাড়িতে এদিন পৌঁছে যান কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার এক আধিকারিক ৷ কিন্তু মানিক ভট্টাচার্যের দেখা পাওয়া যায়নি সেখানে। ফলে নিয়ম মেনে যাদবপুর থানায় হল একটি জেনারেল ডায়েরি করা হয় (Kolkata Police filed a general diary against Manik Bhattacharya)।
আরও পড়ুন: ফিরহাদ হাকিম শ্রীমান ছাপড়া, কটাক্ষ মদন মিত্রর
এদিন রাত আটটা নাগাদ মানিক ভট্টাচার্যের হাজিরার কথা থাকলেও, তিনি হাজিরা দেননি। যদিও শীর্ষ আদালতে একদিনের রক্ষাকবচ মেলায় মঙ্গলবার সিবিআই দফতরে গেলেও তাঁকে গ্রেফতার করতে পারত না।