ETV Bharat / city

Kolkata Police : লালবাজারের হাতে আসছে পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি - কলকাতার পুলিশ কমিশনার

লালবাজারের হাতে আসতে চলেছে 226টি বৈদ্যুতিক গাড়ি ৷ পরিবেশ দূষণরোধ করতে এবং লালবাজারের হাতে থাকা পুরনো গাড়িগুলিকে আদালতের নির্দেশে বাতিল করার জন্যই নতুন এই গাড়িগুলিকে লিজে নেওয়া হবে বলে লালবাজার সূত্রে খবর ৷

Kolkata Police Commissionerate will Get Eco-friendly Electric Car
লালবাজারে হাতে আসছে পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি
author img

By

Published : Nov 1, 2021, 1:07 PM IST

কলকাতা, 1 নভেম্বর : কলকাতা পুলিশ কমিশনারেটে নতুন সংযোজন ৷ এবার 226টি বৈদ্যুতিক গাড়ি আসছে কলকাতা পুলিশের হেড কোয়ার্টারে ৷ পরিবেশর কথা ভেবেই দূষণমুক্ত শহর তৈরির বার্তা দিতে এই বৈদ্যুতিক গাড়িগুলি আনা হচ্ছে ৷ প্রসঙ্গত, সৌমেন মিত্র কলকাতার পুলিশ কমিশনার হয়ে আসার পর লালবাজার সহ শহরের থানাগুলির ছবি অনেকটাই বদলে গিয়েছে ৷ পাশাপাশি, পুলিশ মিউজিয়াম তৈরি থেকে শুরু করে লালবাজারের লাইব্রেরি ৷ এমনকি কলকাতা পুলিশের সবক’টি থানার মালখানাকেও ডিজিটাল করার উদ্যোগ নেন তিনি ৷

এ নিয়ে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (সদর) শুভঙ্কর সিনহা সরকার জানিয়েছেন, পরিবেশের কথা চিন্তা করেই এই পদক্ষেপ ৷ লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের হাতে থাকা প্রায় 40 শতাংশ গাড়ি পুরনো ৷ ফলে আদালতের নির্দেশ মতো তা প্রায় বাতিল হতে বসেছে ৷ তাছাড়াও গাড়িগুলির রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে সেগুলি পরিবেশের জন্য ক্ষতিকারক ৷ মূলত সেই কারণেই যত শীঘ্র সম্ভব পরিবেশবান্ধব গাড়ি আনার উপর জোর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ সেই উদ্দেশ্যে 226টি বিদ্যুতিক গাড়ি লালবাজারের হাতে আসবে ৷

আরও পড়ুন : Local Train : আদ্রা ডিভিশনে চলছে না লোকাল ট্রেন, ক্ষোভে ফুঁসছে পুরুলিয়াবাসী

পুলিশের তরফে জানানো হয়েছে, পরিবেশবান্ধব গাড়ি ব্যবহার করা হয়ে বায়ুদূষণ অনেকটাই কমবে ৷ সেই সঙ্গে বছরে কয়েক কোটি টাকার জ্বালানির সাশ্রয় হবে ৷ তবে, ওই গাড়িগুলি কোথায় কোথায় ব্যবহার হবে ? লালবাজারের তরফে এ নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি ৷ প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বৈদ্যুতিক গাড়িগুলি মূলত নজরদারি চালানোর কাজে ব্য়বহার করা হতে পারে ৷ লালবাজারের তরফে 226টি বৈদ্যুতিক গাড়ি 8 বছরের লিজে নেওয়ার জন্য় সরকারের সঙ্গে কথা বলা হয়ে গিয়েছে ৷ এখন অপেক্ষা গাড়িগুলি কলকাতা পুলিশের হাতে কতদিনে আসে ৷

আরও পড়ুন : Jamuria Road Accident : লরির ধাক্কায় মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র জামুড়িয়া, 10টি ট্রাক ভাঙচুর

কলকাতা, 1 নভেম্বর : কলকাতা পুলিশ কমিশনারেটে নতুন সংযোজন ৷ এবার 226টি বৈদ্যুতিক গাড়ি আসছে কলকাতা পুলিশের হেড কোয়ার্টারে ৷ পরিবেশর কথা ভেবেই দূষণমুক্ত শহর তৈরির বার্তা দিতে এই বৈদ্যুতিক গাড়িগুলি আনা হচ্ছে ৷ প্রসঙ্গত, সৌমেন মিত্র কলকাতার পুলিশ কমিশনার হয়ে আসার পর লালবাজার সহ শহরের থানাগুলির ছবি অনেকটাই বদলে গিয়েছে ৷ পাশাপাশি, পুলিশ মিউজিয়াম তৈরি থেকে শুরু করে লালবাজারের লাইব্রেরি ৷ এমনকি কলকাতা পুলিশের সবক’টি থানার মালখানাকেও ডিজিটাল করার উদ্যোগ নেন তিনি ৷

এ নিয়ে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (সদর) শুভঙ্কর সিনহা সরকার জানিয়েছেন, পরিবেশের কথা চিন্তা করেই এই পদক্ষেপ ৷ লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের হাতে থাকা প্রায় 40 শতাংশ গাড়ি পুরনো ৷ ফলে আদালতের নির্দেশ মতো তা প্রায় বাতিল হতে বসেছে ৷ তাছাড়াও গাড়িগুলির রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে সেগুলি পরিবেশের জন্য ক্ষতিকারক ৷ মূলত সেই কারণেই যত শীঘ্র সম্ভব পরিবেশবান্ধব গাড়ি আনার উপর জোর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ সেই উদ্দেশ্যে 226টি বিদ্যুতিক গাড়ি লালবাজারের হাতে আসবে ৷

আরও পড়ুন : Local Train : আদ্রা ডিভিশনে চলছে না লোকাল ট্রেন, ক্ষোভে ফুঁসছে পুরুলিয়াবাসী

পুলিশের তরফে জানানো হয়েছে, পরিবেশবান্ধব গাড়ি ব্যবহার করা হয়ে বায়ুদূষণ অনেকটাই কমবে ৷ সেই সঙ্গে বছরে কয়েক কোটি টাকার জ্বালানির সাশ্রয় হবে ৷ তবে, ওই গাড়িগুলি কোথায় কোথায় ব্যবহার হবে ? লালবাজারের তরফে এ নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি ৷ প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বৈদ্যুতিক গাড়িগুলি মূলত নজরদারি চালানোর কাজে ব্য়বহার করা হতে পারে ৷ লালবাজারের তরফে 226টি বৈদ্যুতিক গাড়ি 8 বছরের লিজে নেওয়ার জন্য় সরকারের সঙ্গে কথা বলা হয়ে গিয়েছে ৷ এখন অপেক্ষা গাড়িগুলি কলকাতা পুলিশের হাতে কতদিনে আসে ৷

আরও পড়ুন : Jamuria Road Accident : লরির ধাক্কায় মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র জামুড়িয়া, 10টি ট্রাক ভাঙচুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.