ETV Bharat / city

পুলিশকর্মীদের মনোবল বাড়াতে পথে নগরপাল, ঘুরলেন থানায় থানায়

author img

By

Published : May 9, 2020, 11:20 PM IST

সেন্ট্রাল ডিভিশনের মধ্যে বউবাজার থানার OC, জোড়াসাঁকো থানার পুলিশ আধিকারিক কোরোনায় আক্রান্ত। এই ডিভিশনের মধ্যেই রয়েছে জোড়াবাগান ট্রাফিক গার্ড । সেই ট্রাফিক গার্ড এখন কনটেইনমেন্ট জ়োনে ।

Anuj Sharma
অনুজ শর্মা

কলকাতা, 9 মে: একের পর এক পুলিশকর্মীর আক্রান্তের খবর আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আর একটু একটু করে ভেঙে দিচ্ছে লকডাউনে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই চালানো পুলিশবাহিনীর মনোবল । পুলিশকর্মীদের পরিবার দিন কাটাচ্ছে আতঙ্কে । এবার সেই পুলিশ কর্মীদের মনোবল বাড়াতে পথে নামলেন নগরপাল অনুজ শর্মা ।

আজ কলকাতার সেন্ট্রাল ডিভিশনের একাধিক থানায় যান অনুজ শর্মা । সেন্ট্রাল ডিভিশনের মধ্যে বউবাজার থানার OC, জোড়াসাঁকো থানার পুলিশ আধিকারিক কোরোনায় আক্রান্ত। এই ডিভিশনের মধ্যেই রয়েছে জোড়াবাগান ট্রাফিক গার্ড । সেই ট্রাফিক গার্ড এখন কনটেইনমেন্ট জ়োনে । সেখানেও আক্রান্ত কয়েকজন আধিকারিক ।

সব মিলিয়ে সেন্ট্রাল ডিভিশনের মনোবলে চিড় ধরেছে অনেকটাই । আর তাই আক্রান্তের সংখ্যা কিংবা কতজনের শরীরে লক্ষণ রয়েছে সেই তথ্য এখন আর দিতে চাইছেন না DC-রা । যদিও যুগ্ম-কমিশনার সদর বলছেন, “ এতে লুকানোর কী আছে ? মানুষের রোগ হতে পারে না !"

পুলিশকর্মীদের চিড় ধরা মনোবল চাঙ্গা করতেই আজ সেন্ট্রাল ডিভিশনের বিভিন্ন থানায় যান নগরপাল । কথা বলেন পুলিশকর্মীদের সঙ্গে । তাদের হাতে কলমে বুঝিয়ে দেন, সংক্রমণ ঠেকাতে কী কী করা উচিত । এটাও বুঝিয়ে দেন, মাঠে নেমে কাজ করা পুলিশকর্মীদের সঙ্গেই রয়েছে আধিকারিকরা । খোদ নগরপাল পাশে রয়েছেন সব পুলিশকর্মীদের ।

কলকাতা, 9 মে: একের পর এক পুলিশকর্মীর আক্রান্তের খবর আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আর একটু একটু করে ভেঙে দিচ্ছে লকডাউনে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই চালানো পুলিশবাহিনীর মনোবল । পুলিশকর্মীদের পরিবার দিন কাটাচ্ছে আতঙ্কে । এবার সেই পুলিশ কর্মীদের মনোবল বাড়াতে পথে নামলেন নগরপাল অনুজ শর্মা ।

আজ কলকাতার সেন্ট্রাল ডিভিশনের একাধিক থানায় যান অনুজ শর্মা । সেন্ট্রাল ডিভিশনের মধ্যে বউবাজার থানার OC, জোড়াসাঁকো থানার পুলিশ আধিকারিক কোরোনায় আক্রান্ত। এই ডিভিশনের মধ্যেই রয়েছে জোড়াবাগান ট্রাফিক গার্ড । সেই ট্রাফিক গার্ড এখন কনটেইনমেন্ট জ়োনে । সেখানেও আক্রান্ত কয়েকজন আধিকারিক ।

সব মিলিয়ে সেন্ট্রাল ডিভিশনের মনোবলে চিড় ধরেছে অনেকটাই । আর তাই আক্রান্তের সংখ্যা কিংবা কতজনের শরীরে লক্ষণ রয়েছে সেই তথ্য এখন আর দিতে চাইছেন না DC-রা । যদিও যুগ্ম-কমিশনার সদর বলছেন, “ এতে লুকানোর কী আছে ? মানুষের রোগ হতে পারে না !"

পুলিশকর্মীদের চিড় ধরা মনোবল চাঙ্গা করতেই আজ সেন্ট্রাল ডিভিশনের বিভিন্ন থানায় যান নগরপাল । কথা বলেন পুলিশকর্মীদের সঙ্গে । তাদের হাতে কলমে বুঝিয়ে দেন, সংক্রমণ ঠেকাতে কী কী করা উচিত । এটাও বুঝিয়ে দেন, মাঠে নেমে কাজ করা পুলিশকর্মীদের সঙ্গেই রয়েছে আধিকারিকরা । খোদ নগরপাল পাশে রয়েছেন সব পুলিশকর্মীদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.