ETV Bharat / city

বকেয়া মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ কমিশনারের, বলছে সূত্র - কলকাতা পুলিশ

পুলিশ সূত্র বলছে, কলকাতার নগরপাল অনুজ শর্মা নির্দেশ দিয়েছেন, জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে ৷ সেই প্রসঙ্গে DC-দের উদ্দেশে কড়া বার্তাও দেওয়া হয়েছে ৷

বকেয়া মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ কমিশনারের, বলছে সূত্র
author img

By

Published : Oct 19, 2019, 2:24 AM IST

Updated : Oct 19, 2019, 4:11 AM IST

কলকাতা, 19 অক্টোবর : অপরাধ দমন সংক্রান্ত বৈঠকে ডেপুটি কমিশনারদের (DC) লক্ষ্য করে কড়া বার্তা কলকাতার পুলিশ কমিশনারের ৷ মামলা জমে থাকা নিয়ে জবাব চাইলেন নগরপাল অনুজ শর্মা । তথ্য বলছে, নিষ্পত্তি না হওয়া মামলার সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে । আজ মূলত এই বিষয়টি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে DC-দের কাছে জবাব চান পুলিশ কমিশনার, এমনটাই জানিয়েছে পুলিশ সূত্র ।

পুলিশ সূত্র বলছে, শর্মা নির্দেশ দিয়েছেন, জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে । তথ্য বলছে, গত মাসে তুলনায় এই শহরে সব ধরনের অপরাধ কমেছে । লক্ষ্যণীয়ভাবে কমেছে চুরি । বিষয়টি নিয়ে পুলিশকে কৃতিত্ব দিলেও, কমিশনার প্রশ্ন তোলেন,চোরাই মাল যারা কিনছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন? এ প্রসঙ্গে তিনি বাইক চুরির প্রসঙ্গটি টেনে আনেন ।

একটা সময় কলকাতা শহরে বাইক চুরির সংখ্যা বাড়ছিল। বিষয়টি প্রতিকার করতে মোটরবাইক চুরি দমন শাখা ( অ্যান্টি মোটর থেফ্ট ) বিশেষ দাওয়াইয়ের ব্যবস্থা করেছিল ৷ বাইক চোর ধরার পাশাপাশি চোরাই মালের ক্রেতাদের ব্যাপক ধরপাকড় শুরু করা হয় । এই দাওয়াইয়ের জেরে বাইক চুরি করে বাংলাদেশে পাঠানোর সক্রিয় চক্র ভেঙে যায় । পুলিশ কমিশনার DC-দের সেই দাওয়াই অনুসরণ করার নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর ।

বেআইনি মদের ব্যবসা রুখতে জোরদার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অনুজ, এমনটাই বলছে পুলিশ সূত্র । পাশাপাশি কালীপুজোয় যাতে শব্দবাজিতে শহরবাসী অতিষ্ঠ না হয়ে যান তা দেখার নির্দেশ দিয়েছেন তিনি । শব্দবাজি আইন না মানলে ধরপাকড়ের জন্য বিশেষ ব্যবস্থা নিতে বলেছেন পুলিশ কমিশনার ৷

কলকাতা, 19 অক্টোবর : অপরাধ দমন সংক্রান্ত বৈঠকে ডেপুটি কমিশনারদের (DC) লক্ষ্য করে কড়া বার্তা কলকাতার পুলিশ কমিশনারের ৷ মামলা জমে থাকা নিয়ে জবাব চাইলেন নগরপাল অনুজ শর্মা । তথ্য বলছে, নিষ্পত্তি না হওয়া মামলার সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে । আজ মূলত এই বিষয়টি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে DC-দের কাছে জবাব চান পুলিশ কমিশনার, এমনটাই জানিয়েছে পুলিশ সূত্র ।

পুলিশ সূত্র বলছে, শর্মা নির্দেশ দিয়েছেন, জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে । তথ্য বলছে, গত মাসে তুলনায় এই শহরে সব ধরনের অপরাধ কমেছে । লক্ষ্যণীয়ভাবে কমেছে চুরি । বিষয়টি নিয়ে পুলিশকে কৃতিত্ব দিলেও, কমিশনার প্রশ্ন তোলেন,চোরাই মাল যারা কিনছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন? এ প্রসঙ্গে তিনি বাইক চুরির প্রসঙ্গটি টেনে আনেন ।

একটা সময় কলকাতা শহরে বাইক চুরির সংখ্যা বাড়ছিল। বিষয়টি প্রতিকার করতে মোটরবাইক চুরি দমন শাখা ( অ্যান্টি মোটর থেফ্ট ) বিশেষ দাওয়াইয়ের ব্যবস্থা করেছিল ৷ বাইক চোর ধরার পাশাপাশি চোরাই মালের ক্রেতাদের ব্যাপক ধরপাকড় শুরু করা হয় । এই দাওয়াইয়ের জেরে বাইক চুরি করে বাংলাদেশে পাঠানোর সক্রিয় চক্র ভেঙে যায় । পুলিশ কমিশনার DC-দের সেই দাওয়াই অনুসরণ করার নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর ।

বেআইনি মদের ব্যবসা রুখতে জোরদার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অনুজ, এমনটাই বলছে পুলিশ সূত্র । পাশাপাশি কালীপুজোয় যাতে শব্দবাজিতে শহরবাসী অতিষ্ঠ না হয়ে যান তা দেখার নির্দেশ দিয়েছেন তিনি । শব্দবাজি আইন না মানলে ধরপাকড়ের জন্য বিশেষ ব্যবস্থা নিতে বলেছেন পুলিশ কমিশনার ৷

Intro:কলকাতা, 18 ডিসেম্বর: আবারও ক্রাইম মিটিংয়ে কড়া মেজাজে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। তথ্য বলছে, গতমাসে অপরাধ করলেও নিষ্পত্তি না হওয়া মামলার সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আজ মূলত এই বিষয়টি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে সব ডিসিদের জবাব চান পুলিশ কমিশনার। বলেন, “দ্রুত সেই সব মামলার নিষ্পত্তি করতে হবে।" সূত্রের খবর তেমনটাই।Body:তথ্য বলছে, গত মাসের তুলনায় এই শহরে সব ধরনের অপরাধ কমেছে। “হোয়াইট কলার" ক্রাইম শুধু বেড়েছে কিছুটা। কিন্তু লক্ষ্যণীয়ভাবে কমেছে চুরি। বিষয়টি নিয়ে পুলিশকে কৃতিত্ব দিলেও, কমিশনার প্রশ্ন তোলেন,চোরাই মাল যারা কিনছে, তাদের গ্রেফতার করা হচ্ছে না কেন? এ প্রসঙ্গে তিনি বাইক চুরির প্রসঙ্গটি টেনে আনেন। একটা সময় কলকাতা শহরে বাইক চুবির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। বিষয়টি প্রতিকার করতে অ্যান্টি মোটর থেফ্ট সেকশন অন্য পন্থা নেয়। বাইক চোর ধরার পাশাপাশি চুরির মালের ক্রেতাদের ব্যাপক ধরপাকড় শুরু করা হয়। তার জেরে বাইক চুরি করে বাংলাদেশে পাঠানোর সক্রিয় চক্র ভেঙে যায়। পুলিশ কমিশনার সব ডিসিদের সেই পন্থা অনুসরণ করার নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর।Conclusion:আরো বেশ কয়েকটি বিষয়ে পুলিশ কমিশনার নির্দিষ্ট নির্দেশিকা দিয়েছেন। অবৈধ মদ রুখতে জোরদার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি কালীপুজোয় যাতে শব্দবাজিতে শহরবাসী অতিষ্ঠ না হয়ে যায় তা দেখার নির্দেশ দিয়েছেন তিনি। শব্দবাজির ধরপাকড়ের জন্য বিশেষ ব্যবস্থা নিতে বলেছেন পুলিশ কমিশনার।
Last Updated : Oct 19, 2019, 4:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.