কলকাতা, 18 মে : আগ্নেয়াস্ত্র-সহ 5 দুষ্কৃতীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা (Kolkata Police Arrests Five Criminals From Hastings) ৷ দক্ষিণ কলকাতার হেস্টিংসের থানা এলাকায় অভিযান চালিয়ে 5 দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে ৷ জানা গিয়েছে, এরা বড়বাজার এলাকায় ডাকাতির পরিকল্পনা করেছিল ৷ ধৃতদের কাছ থেকে বেশ কিছু ধারালো অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ ৷
লালবাজার সূত্রে খবর, গুণ্ডা দমন শাখার গোয়েন্দারা খবর পান, হেস্টিংস এলাকায় বেশকিছু দুষ্কৃতী গা ঢাকা দিয়ে রয়েছে ৷ আর তাদের উদ্দেশ্য বড়বাজার এলাকায় ডাকাতি করা ৷ সেই মত পরিকল্পনাও তৈরি ছিল ধৃতদের ৷ কিন্তু, সূত্র মারফত খবর পেয়ে হেস্টিংস থানা এলাকায় গতকাল মাঝরাতে অভিযান চালান গোয়েন্দারা ৷ আর সেই অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ 5 দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ (Fire Arms Recovered from Arrested Criminals) ৷
আরও পড়ুন : Pallabi Dey Death Update: পল্লবীর অবর্তমানে অন্য মেয়েদের ফ্ল্যাটে আনতেন সাগ্নিক, বিস্ফোরক দাবি পরিচারিকার
জানা গিয়েছে, একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ ধৃতেরা কোথায় কোথায় ডাকাতির ছক কষেছিল ? ডাকাতির পর কোথায় আত্মগোপনের পরিকল্পনা ছিল ? শহরের অতীতের কোনও ঘটনায় যোগ আছে কিনা ? এসব প্রশ্নের উত্তর জানতে ধৃতদের জেরা করছেন গুন্ডা দমন শাখার আধিকারিকরা ৷ আগ্নেয়াস্ত্র ছাড়াও বেশকিছু ধারাল অস্ত্র উদ্ধার করেছে পুলিশ ৷