কলকাতা, 6 জুলাই : ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব মামলার তদন্ত প্রক্রিয়া এখনও চলছে ৷ তারই মধ্যে শহরে আটক করা হল একটি নীলবাতি লাগানো গাড়িকে ৷ আটক গাড়িতে করে যে ব্যক্তি ঘুড়ে বেড়াত, তার নাম সনাতন রায়চৌধুরী ৷ ওই ব্যক্তির বিরুদ্ধে কলকাতার একাধিক থানায় প্রতারণার অভিযোগ দায়ে রয়েছে ৷ গতকাল রাতে গড়িয়াহাট থানার পুলিশ সিঁথি থেকে প্রতারক ওই ব্যক্তিকে গ্রেফতার করে ৷ গাড়ির সামনের কাচে অ্যাডভোকেট ও সিবিআই এর স্টিকার লাগিয়ে রেখেছিল সনাতন রায়চৌধুরী ৷
পুলিশ সূত্রে খবর, সনাতন রায়চৌধুরীর বাড়ি বরাহনগর থানার মণ্ডল পাড়ায় । ওই ব্যক্তি নিজেকে কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে পরিচয় দিত ৷ পাশাপাশি নিজেকে কলকাতা হাইকোর্টের স্ট্যান্ডিং কাউন্সিলের সদস্য হিসাবে দাবি করত সে ৷ এমনকি গাড়ির সামনের কাচে সিবিআই এর স্টিকার লাগানো আছে । গড়িয়াহাট থানায় সনাতনের বিরুদ্ধে একটি প্রতারণার অভিযোগ দায়ের হয় ৷ সেই তদন্ত করতে গিয়ে নীলবাতি লাগানো গাড়িটি গতকাল রাতে সিঁথি এলাকা থেকে আটক করে গড়িয়াহাট থানার পুলিশ । সেখান থেকে সনাতন রায়চৌধুরীকে গড়িয়াহাট থানায় নিয়ে আসা হলে, সেখানে তাকে গ্রেফতার করে পুলিশ ৷
জানা গিয়েছে, কলকাতা পুলিশের ট্যাংরা, তপশিয়া, সিঁথি, গড়িয়াহাট সহ একাধিক থানায় এই সনাতন রায়চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের রয়েছে । মূলত প্রতরণার মামলা ছিল তার বিরুদ্ধে । এর পরই গতকাল রাতে সনাতন রায়চৌধুরীর মোবাইল নম্বরের লোকেশন ট্র্যাক করে সিঁথি এলাকা থেকে তাকে আটক করা হয় ৷ গাড়ির সামনের কাছে সিবিআই এর স্টিকার লাগানোর পাশাপাশি সল্টলেক সিবিআই দফতরের ঠিকানাও উল্লেখ আছে গাড়িতে । গাড়ি থেকে একাধিক জাল নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ । লালবাজার সূত্রের খবর, ধৃত সনাতন রায়চৌধুরীর মোবাইল ফোন থেকে একাধিক ব্যক্তির নাম ও নম্বর পেয়েছেন তদন্তকারীরা । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত সনাতন বড় প্রতরণা চক্র চালাত । অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার প্রস্তুতি শুরু করেছে লালবাজার ৷
আরও পড়ুন : সারদার সুদীপ্ত সেনের পথে হেঁটেই কি প্রতারণার জাল বিস্তার দেবাঞ্জনের ?
প্রসঙ্গত, দেবাঞ্জন-কাণ্ডের পর লালবাজারের তরফে শহরের প্রত্যেকটি থানা ও ট্র্যাফিক কিয়স্কে ই-মেলের করে নীল ও লাল বাতির গাড়ির উপর বিশেষ নজর দিতে বলা হয় । তার পর থেকেই কলকাতার রাস্তায় প্রতিটি গাড়ির উপর নজরদারি শুরু হয় ৷ ইতিমধ্যেই নীলবাতি লাগানো একটি গাড়িকে আটক করেছিল কলকাতা পুলিশ ৷ সেই সঙ্গে এক যুবককেও গ্রেফতার করা হয় ৷ আর এবার সনাতন রায়চৌধুরী নামের এই ভুয়ো আইনজীবী তথা ভুয়ো সিবিআই অফিসারকে গ্রেফতার করল কলকাতা পুলিশ ৷