ETV Bharat / city

টোপ দিয়ে 2 অস্ত্র কারবারিকে গ্রেপ্তার কলকাতা পুলিশের - অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে ব্যবসার টোপ

অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে রীতিমতো ব্যবসার টোপ কলকাতা পুলিশের । পুলিশের ফাঁদা জালে পা দিয়ে গ্রেপ্তার দুই অস্ত্র কারবারি । উদ্ধার আগ্নেয়াস্ত্র ।

গ্রেপ্তার দুই
author img

By

Published : Nov 22, 2019, 1:46 PM IST

কলকাতা, 22 নভেম্বর : রীতিমতো ব্যবসার টোপ দিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ । টাকা দিয়ে অস্ত্র কিনতে চাওয়া হয় । পুলিশকে অস্ত্র বিক্রি করতে এসে সেই টোপ গিলল অস্ত্র ব্যবসায়ীরা । সফল হল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দুই অস্ত্র ব্যবসায়ীকে। তাদের কাছে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।

নরেন্দ্রপুর এবং বিষ্ণুপুরে জমিয়ে চলছিল অস্ত্র কারবার । ভিতরে ভিতরে যোগাযোগ ছিল কারবারিদের মধ্যে । বেশ কয়েকজন দুষ্কৃতীকে পাকড়াও করে অস্ত্র ব্যবসায়ীদের নাম পেয়েছিল পুলিশ । সেই সূত্র ধরেই ফাঁদ পাতে কলকাতা পুলিশ । অস্ত্র কারবারীদের সঙ্গে যোগাযোগ করে রিজেন্ট থানার পুলিশ । সাজানো হয় নাটক । অস্ত্র কেনার জন্য দেওয়া হয় টাকাও । অবশেষে ফাঁদে পা দেয় বাপি বাগ ওরফে কালু । বয়স 35 বছর । নরেন্দ্রপুরের বাসিন্দা বলে পলিশ সূত্রে খবর ।

আগ্নেয়াস্ত্র নিয়ে সে পুলিশকে বিক্রি করতে আসে। তখনই হাতেনাতে পাকড়াও করা হয় তাকে । একইভাবে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থেকে প্রদীপ কুলেকে (25) গ্রেপ্তার করে পুলিশ । দু'জনের কাছে থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র । এই দু'জনকে জেরা করে বড় অস্ত্র ব্যবসা চক্রের খোঁজ মিলবে বলে ধারণা পুলিশের । আজ তাদের আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেপাজতে চাইবে পুলিশ ।

কলকাতা, 22 নভেম্বর : রীতিমতো ব্যবসার টোপ দিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ । টাকা দিয়ে অস্ত্র কিনতে চাওয়া হয় । পুলিশকে অস্ত্র বিক্রি করতে এসে সেই টোপ গিলল অস্ত্র ব্যবসায়ীরা । সফল হল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দুই অস্ত্র ব্যবসায়ীকে। তাদের কাছে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।

নরেন্দ্রপুর এবং বিষ্ণুপুরে জমিয়ে চলছিল অস্ত্র কারবার । ভিতরে ভিতরে যোগাযোগ ছিল কারবারিদের মধ্যে । বেশ কয়েকজন দুষ্কৃতীকে পাকড়াও করে অস্ত্র ব্যবসায়ীদের নাম পেয়েছিল পুলিশ । সেই সূত্র ধরেই ফাঁদ পাতে কলকাতা পুলিশ । অস্ত্র কারবারীদের সঙ্গে যোগাযোগ করে রিজেন্ট থানার পুলিশ । সাজানো হয় নাটক । অস্ত্র কেনার জন্য দেওয়া হয় টাকাও । অবশেষে ফাঁদে পা দেয় বাপি বাগ ওরফে কালু । বয়স 35 বছর । নরেন্দ্রপুরের বাসিন্দা বলে পলিশ সূত্রে খবর ।

আগ্নেয়াস্ত্র নিয়ে সে পুলিশকে বিক্রি করতে আসে। তখনই হাতেনাতে পাকড়াও করা হয় তাকে । একইভাবে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থেকে প্রদীপ কুলেকে (25) গ্রেপ্তার করে পুলিশ । দু'জনের কাছে থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র । এই দু'জনকে জেরা করে বড় অস্ত্র ব্যবসা চক্রের খোঁজ মিলবে বলে ধারণা পুলিশের । আজ তাদের আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেপাজতে চাইবে পুলিশ ।

Intro:কলকাতা, 22 নভেম্বর: টোপ দিয়ে রীতিমতো “কাতলা" ধরল পুলিশ! টাকা দিয়ে অস্ত্র কিনতে চাওয়া। পুলিশকে অস্ত্র বিক্রি করতে এসে সেই টোপ গিলল অস্ত্র ব্যবসায়ীরা। সফল হল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দুই অস্ত্র ব্যবসায়ীকে। তাদের কাছে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।
Body:নরেন্দ্রপুর এবং বিষ্ণুপুরের জমিয়ে চলছিল অস্ত্র বারবার। ভিতরে ভিতরে যোগাযোগ ছিল কারবারীদের মধ্যে। বেশ কয়েকজন দুষ্কৃতীকে পাকড়াও করে অস্ত্র ব্যবসায়ীদের নাম পেয়েছিল পুলিশ। সেই সূত্রে ফাঁদ পাতা হয়। রিজেন্ট থানার পুলিশ যোগাযোগ করে অস্ত্র কারবারীদের সঙ্গে। সাজানো হয় নাটক। অস্ত্র কেনার জন্য দেওয়া হয় টাকাও। ফাঁদে পা দেয় নরেন্দ্রপুরের বাপি বাগ ওরফে কালু। বয়স 35 বছর। আগ্নেয়াস্ত্র নিয়ে সে পুলিশকে বিক্রি করতে আসে। তখনই পাকড়াও করা হয় তাকে। একইভাবে বিষ্ণুপুরের 25 বছরের প্রদীপ কুলেও পা দেয় পুলিশের পাতা ফাঁদে। তাদের দুজনের কাছেই উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।Conclusion:পুলিশের ধারণা, এই দুজনকে জেরা করে বড় অস্ত্র ব্যবসা চক্রের খোঁজ মিলবে। সেই সূত্রে আজ তাদের আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।


For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.