কলকাতা, 22 নভেম্বর : রীতিমতো ব্যবসার টোপ দিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ । টাকা দিয়ে অস্ত্র কিনতে চাওয়া হয় । পুলিশকে অস্ত্র বিক্রি করতে এসে সেই টোপ গিলল অস্ত্র ব্যবসায়ীরা । সফল হল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দুই অস্ত্র ব্যবসায়ীকে। তাদের কাছে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।
নরেন্দ্রপুর এবং বিষ্ণুপুরে জমিয়ে চলছিল অস্ত্র কারবার । ভিতরে ভিতরে যোগাযোগ ছিল কারবারিদের মধ্যে । বেশ কয়েকজন দুষ্কৃতীকে পাকড়াও করে অস্ত্র ব্যবসায়ীদের নাম পেয়েছিল পুলিশ । সেই সূত্র ধরেই ফাঁদ পাতে কলকাতা পুলিশ । অস্ত্র কারবারীদের সঙ্গে যোগাযোগ করে রিজেন্ট থানার পুলিশ । সাজানো হয় নাটক । অস্ত্র কেনার জন্য দেওয়া হয় টাকাও । অবশেষে ফাঁদে পা দেয় বাপি বাগ ওরফে কালু । বয়স 35 বছর । নরেন্দ্রপুরের বাসিন্দা বলে পলিশ সূত্রে খবর ।
আগ্নেয়াস্ত্র নিয়ে সে পুলিশকে বিক্রি করতে আসে। তখনই হাতেনাতে পাকড়াও করা হয় তাকে । একইভাবে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থেকে প্রদীপ কুলেকে (25) গ্রেপ্তার করে পুলিশ । দু'জনের কাছে থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র । এই দু'জনকে জেরা করে বড় অস্ত্র ব্যবসা চক্রের খোঁজ মিলবে বলে ধারণা পুলিশের । আজ তাদের আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেপাজতে চাইবে পুলিশ ।