কলকাতা, 21 অগস্ট: সামাজিক মাধ্যমে কু-রুচিকর ও আপত্তিজনক পোস্ট এখন আর নতুন কোনও বিষয় নয় । কিন্তু এবার খোদ কলকাতার পুলিশের কমিশনার বিনীত গোয়েলের নামে ফেসবুকে কু-রুচিকর ও আপত্তিজনক পোস্ট করা হল ৷ আর সেই অভিযোগে দিল্লির দ্বারকা থেকে গ্রেফতার হলেন রূপম গোস্বামী নামে এক যুবক (Police Arrested a man For Assault on Kolkata Police Commissioner on Facebook)। দিল্লি ও কলকাতা পুলিশের সাইবার সেলের যৌথ অভিযানে অভিযুক্ত যুবককে শনিবার রাতেই গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতকে দিল্লির আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হবে বলে লালবাজার সূত্রের খবর । অভিযুক্ত যুবক অসমের বাসিন্দা ৷ কিন্তু এখন দিল্লিতে থাকেন ৷
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের নামে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিত্তিহীন, কু-রুচিকর ও আপত্তিজনক পোস্ট করেন অসমের এক যুবক । সেই পোস্টগুলি সামনে আসার পরেই আইনি পদক্ষেপ নেওয়া হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে । জানা যায় যিনি পোস্ট করেছেন তাঁর নাম রূপম গোস্বামী। তিনি অসমের বাসিন্দা হলেও বর্তমানে দিল্লিতে রয়েছেন। এরপরই কলকাতা পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হয় দিল্লি পুলিশের সঙ্গে। দিল্লি পুলিশের সাইবার সেলের গোয়েন্দারা এবং কলকাতা পুলিশের সাইবার সেলের একটি বিশেষ দল দিল্লির দ্বারকায় গিয়ে ওই যুবককে গ্রেফতার করেন।
আরও পড়ুন: হোটেলে অপেক্ষায় কলকাতা পুলিশ, দেখা করতে এলেন না ইডির ডেপুটি ডিরেক্টর
অভিযুক্তের কাছ থেকে ইলেকট্রনিক্সের একাধিক সরঞ্জাম উদ্ধার হয়েছে । ওই যুবক কেন হঠাৎ কলকাতা বিনীত গোয়েলের নামে ফেসবুকে কুরুচিকর মন্তব্য পোস্ট করলেন তা জানতে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা ৷