ETV Bharat / city

আইএএস, সিবিআইয়ের পর ভুয়ো ডিএসপি; মধ্য কলকাতার হোটেল থেকে গ্রেফতার - হোটেল থেকে গ্রেফতার

কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরের শালবনির বাসিন্দা সমরেশ মাহাত একটি অভিযোগ দায়ের করেন । অভিযোগে তিনি জানান, পুলিশে হোমগার্ডের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভুয়ো ডিএসপি মাসুদ রানা তাঁর কাছে থেকে 35 লাখ টাকা নেয় ৷

s
s
author img

By

Published : Jul 8, 2021, 1:33 PM IST

Updated : Jul 8, 2021, 2:22 PM IST

কলকাতা, 8 জুলাই : প্রথমে ভুয়ো আইএএস ৷ এর পর ভুয়ো সিবিআই আধিকারিক তথা ভুয়ো সরকারি আইনজীবী । এবার রাজ্যে খোঁজ মিলল এক ভুয়ো ডিএসপি-র (ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ) । প্রতারণার দায়ে গ্রেফতার করা হয়েছে ওই ভুয়ো ডিএসপি ও তাঁর সঙ্গীদের ৷

সম্প্রতি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা একটি জালিয়াতি চক্রের হদিশ পায় ৷ এর পর বৃহস্পতিবার সকালে অভিযান চালায় গোয়েন্দারা ৷ এবং হেফাজতে নেয় চক্রের পাণ্ডা মাসুদ রানা সহ 4 জনকে । জানা গিয়েছে, রানা নিজেকে পশ্চিমবঙ্গ পুলিশের ডিএসপি বলে পরিচয় দিত । তার তিন সঙ্গীও নিজেদের পুলিশকর্মী বলেই পরিচয় দিত ।

s
মাসুদ রানা সহ গ্রেফতার হওয়া 4 ভুয়ো পুলিশকর্মী

কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরের শালবনির বাসিন্দা সমরেশ মাহাত একটি অভিযোগ দায়ের করেন । অভিযোগে তিনি জানান, পুলিশে হোমগার্ডের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাসুদ রানা তাঁর কাছে থেকে 35 লাখ টাকা নেয় । এমনকী টাকার বিনিময়ে রানা তাঁকে একটি ভুয়ো নিয়োগপত্র, একটি খাকি বেরেট ক্যাপ এবং পুলিশের সিম্বলযুক্ত একটি বেল্ট দেয় ৷ যাতে সমস্ত ব্যাপারটাই আসল মনে হয় । যদিও সমরেশ বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন ৷ এর পরই মাহাতার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে । অবশেষে বৃহস্পতিবার সকালে রানা এবং তার তিন সঙ্গী শুভ্র নাগ রায়, রবি মুর্মু ও পান্তোষ বর্মনকে মধ্য কলকাতার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় ৷

আরও পড়ুন: Fake CBI Officer : ব্রিকস সামিটেও গিয়েছিল সনাতন !

কলকাতা পুলিশের এক আধিকারিক জানান, ধৃতদের কাছ থেকে নগদ 1 লাখ 85 হাজার টাকা, রানার ভুয়ো ডিএসপি পরিচয়পত্র এবং বহু জাল নথি উদ্ধার করেছে পুলিশ ।

কলকাতা, 8 জুলাই : প্রথমে ভুয়ো আইএএস ৷ এর পর ভুয়ো সিবিআই আধিকারিক তথা ভুয়ো সরকারি আইনজীবী । এবার রাজ্যে খোঁজ মিলল এক ভুয়ো ডিএসপি-র (ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ) । প্রতারণার দায়ে গ্রেফতার করা হয়েছে ওই ভুয়ো ডিএসপি ও তাঁর সঙ্গীদের ৷

সম্প্রতি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা একটি জালিয়াতি চক্রের হদিশ পায় ৷ এর পর বৃহস্পতিবার সকালে অভিযান চালায় গোয়েন্দারা ৷ এবং হেফাজতে নেয় চক্রের পাণ্ডা মাসুদ রানা সহ 4 জনকে । জানা গিয়েছে, রানা নিজেকে পশ্চিমবঙ্গ পুলিশের ডিএসপি বলে পরিচয় দিত । তার তিন সঙ্গীও নিজেদের পুলিশকর্মী বলেই পরিচয় দিত ।

s
মাসুদ রানা সহ গ্রেফতার হওয়া 4 ভুয়ো পুলিশকর্মী

কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরের শালবনির বাসিন্দা সমরেশ মাহাত একটি অভিযোগ দায়ের করেন । অভিযোগে তিনি জানান, পুলিশে হোমগার্ডের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাসুদ রানা তাঁর কাছে থেকে 35 লাখ টাকা নেয় । এমনকী টাকার বিনিময়ে রানা তাঁকে একটি ভুয়ো নিয়োগপত্র, একটি খাকি বেরেট ক্যাপ এবং পুলিশের সিম্বলযুক্ত একটি বেল্ট দেয় ৷ যাতে সমস্ত ব্যাপারটাই আসল মনে হয় । যদিও সমরেশ বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন ৷ এর পরই মাহাতার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে । অবশেষে বৃহস্পতিবার সকালে রানা এবং তার তিন সঙ্গী শুভ্র নাগ রায়, রবি মুর্মু ও পান্তোষ বর্মনকে মধ্য কলকাতার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় ৷

আরও পড়ুন: Fake CBI Officer : ব্রিকস সামিটেও গিয়েছিল সনাতন !

কলকাতা পুলিশের এক আধিকারিক জানান, ধৃতদের কাছ থেকে নগদ 1 লাখ 85 হাজার টাকা, রানার ভুয়ো ডিএসপি পরিচয়পত্র এবং বহু জাল নথি উদ্ধার করেছে পুলিশ ।

Last Updated : Jul 8, 2021, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.