কলকাতা, 7 অগস্ট: গল্ফগ্রিনে দীপঙ্কর সাহা(Dipankar Saha)নামে যুবককে পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগের ঘটনায়(Golf Green Case) এবার তাঁর বাড়িতে গেল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি প্রতিনিধি দল । জানা গিয়েছে, কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার(Kolkata police Anti rowdy squad) আধিকারিকরা এদিন দীপঙ্কর সাহার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে যান । ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে তাহলে কি পুলিশের বিরুদ্ধে মারধরের যে অভিযোগ পরিবারের তরফে তোলা হয়েছে সেই ঘটনার তদন্তভার এবার গ্রহণ করতে চলেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ? যদিও এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা সরাসরি কোন মন্তব্য করতে চাননি ।
জানা গিয়েছে, এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ গল্ফগ্রিন থানা এলাকার আজাদ গড়ে দীপঙ্কর সাহার বাড়িতে আসেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দা বিভাগের একটি প্রতিনিধি দল । মৃত যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলেন তারা । গুরুত্বপূর্ণ তথ্য তারা নথিভুক্ত করেন বলে সূত্রের খবর । পরিবারের সকল সদস্যদের কাছে গোয়েন্দারা জানতে চান দীপঙ্কর কেমন ছেলে ছিলেন ৷ পাশাপাশি ঘটনা দিন সঠিক কি হয়েছিল?
গল্ফগ্রিনে থানার তরফ থেকে পুলিশ এসে দীপঙ্কর সাহাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ করে পরিবারের সদস্যরা । এখানেই গোয়েন্দারা পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে চেয়েছেন, যারা এসেছিলেন তারা পুলিশের উর্দি পড়ে এসেছিলেন নাকি সিভিল ড্রেসে এসেছিলেন? পরিবারে তরফ থেকে গোয়েন্দাদের তথ্য দিয়ে সাহায্য করা হয়েছে বলে লালবাজার সূত্রের খবর । এরপর দীপঙ্কর সাহার বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলার পর গোয়েন্দাদের সেই বিশেষ প্রতিনিধি দল সরাসরি চলে যায় গল্ফগ্রীন থানায়(Kolkata police Anti rowdy squad visits in Dipankar Saha home for Golf Green Death case) ।
মূলত গল্ফগ্রিন থানার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে গোয়েন্দারা । ওই যুবককে থানায় তুলে নিয়ে গিয়ে আদৌও মারধর করা হয়েছিল কিনা, তা জানার জন্য সংশ্লিষ্ট থানার লকআপের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে তাঁরা । জানা গিয়েছে, গোটা ঘটনায় ইতিমধ্যেই একজন সার্জেন্ট, একজন সিভিক ভলেন্টিয়ার এবং একজন কনস্টেবলকে ক্লোজ করে বিভাগীয় তদন্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল ।
আরও পড়ুন: গল্ফগ্রিন কাণ্ডে মৃত দীপঙ্কর সাহার ময়নাতদন্ত রিপোর্টে কী তথ্য পেল পুলিশ ?
এদিন গল্ফগ্রিন থানায় গিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তদন্তকারীরা । লালবাজার সূত্রের খবর, প্রয়োজন পড়লে অভিযুক্ত ক্লোজ হওয়া পুলিশ আধিকারিকদের সঙ্গেও কথা বলবেন গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ।