ETV Bharat / city

KP Investigate PCR Van Fire: পিসিআর ভ্যানে অগ্নিসংযোগের তদন্তে গুণ্ডাদমন শাখা, গ্রেফতার 4

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) পিসিআর ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় (Fire on PCR van at MG Road) তদন্তে নামল কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখার গোয়েন্দারা (Anti Rowdy Squad) ৷ মোট চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছেন তাঁরা (Four Arrested) ।

author img

By

Published : Sep 14, 2022, 10:39 AM IST

Kolkata police anti rowdy squad investigate fire on PCR van at MG Road
Kolkata police anti rowdy squad investigate fire on PCR van at MG Road

কলকাতা, 14 সেপ্টেম্বর: মঙ্গলবার বিজেপির ডাকা নবান্ন অভিযানকে (BJP Nabanna Abhijan) কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কলকাতা এবং হাওড়ার একাংশে । যার রেশ ছড়ায় এমজি রোডেও ৷ এখানে আগুন ধরিয়ে দেওয়া হয় কলকাতা পুলিশের একটি পিসিআর ভ্যানে (Police car set on fire at MG Road) ৷ পুড়ে খাক হয়ে যায় গাড়িটি ৷ এবার পিসিআর ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় তদন্তে নামল কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখার গোয়েন্দারা (Anti Rowdy Squad) ।

জানা গিয়েছে, ঘটনার পর মঙ্গলবার গভীর রাতে কলকাতা পুলিশের (Kolkata Police) গুণ্ডাদমন শাখার গোয়েন্দারা বেলেঘাটা, তপসিয়া, ট্যাংরা, নারকেলডাঙ্গা ও শিয়ালদার একাংশে তল্লাশি অভিযান চালান । সেখান থেকেই মোট চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছেন তাঁরা (Four Arrested) । গ্রেফতারির পর তাঁদের আনা হয়েছে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে (Lalbazar) ।

পুলিশ সূত্রে খবর, মূলত সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করেই অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে । আজ তাঁদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখার গোয়েন্দারা । ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও কারা কারা যুক্ত ছিল, তাঁদের সন্ধান পেতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা ।

প্রসঙ্গত, বিজেপি'র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে কলেজ স্ট্রিটের দিক থেকে যে মিছিলটি নবান্ন অভিমুখে এগিয়েছিল, তাকে বাধা দেয় পুলিশ ৷ এরপর এমজি রোড ধরে মিছিল এগোনোর চেষ্টা করলে সেখান থেকেই ছড়ায় উত্তেজনা ৷ কার্যত খণ্ডযুদ্ধ শুরু হয় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ৷ লাঠিচার্জ করে পুলিশ ৷ এরপরেই এমজি রোডে পুলিশের একটি পিসিআর ভ্যানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ দমকল এসে আগুন নেভায় ৷

আরও পড়ুন : পুলিশকে মারছে বিজেপি, ভিডিয়ো টুইট তৃণমূলের

লালবাজার সূত্রে খবর, ঘটনার দিন সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে, বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক প্রথমে কর্তব্যরত পুলিশকর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়ে ঠাণ্ডা মাথায় ওই পিসিআর ভ্যানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে ।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নবান্ন অভিযান নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন । সাংসদ টুইটে (Abhishek Banerjee tweets over BJP Nabanna Abhijan)লেখেন, " দুষ্কৃতীরা আমাদের সিটি অফ জয়ে কী করতে পারে ! আজ শুধুমাত্র বাংলা নয়, গোটা দেশ বিজেপির কয়েক ঝলক দেখল ! আমাদের এটা ভাবলেও শিহরণ হচ্ছে, ওরা ক্ষমতায় এলে কী করবে ৷ পশ্চিমবঙ্গ ওদের (বিজেপি) প্রত্যাখ্যান করেছে, তাই ধন্যবাদ ৷ এবার সেই সময় এসেছে, যখন সারা দেশ ওদের প্রত্যাখ্যান করবে ৷"

আরও পড়ুন : পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ভিডিয়ো টুইট, বিজেপি প্রত্যাখ্যানের ডাক অভিষেকের

কলকাতা, 14 সেপ্টেম্বর: মঙ্গলবার বিজেপির ডাকা নবান্ন অভিযানকে (BJP Nabanna Abhijan) কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কলকাতা এবং হাওড়ার একাংশে । যার রেশ ছড়ায় এমজি রোডেও ৷ এখানে আগুন ধরিয়ে দেওয়া হয় কলকাতা পুলিশের একটি পিসিআর ভ্যানে (Police car set on fire at MG Road) ৷ পুড়ে খাক হয়ে যায় গাড়িটি ৷ এবার পিসিআর ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় তদন্তে নামল কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখার গোয়েন্দারা (Anti Rowdy Squad) ।

জানা গিয়েছে, ঘটনার পর মঙ্গলবার গভীর রাতে কলকাতা পুলিশের (Kolkata Police) গুণ্ডাদমন শাখার গোয়েন্দারা বেলেঘাটা, তপসিয়া, ট্যাংরা, নারকেলডাঙ্গা ও শিয়ালদার একাংশে তল্লাশি অভিযান চালান । সেখান থেকেই মোট চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছেন তাঁরা (Four Arrested) । গ্রেফতারির পর তাঁদের আনা হয়েছে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে (Lalbazar) ।

পুলিশ সূত্রে খবর, মূলত সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করেই অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে । আজ তাঁদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখার গোয়েন্দারা । ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও কারা কারা যুক্ত ছিল, তাঁদের সন্ধান পেতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা ।

প্রসঙ্গত, বিজেপি'র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে কলেজ স্ট্রিটের দিক থেকে যে মিছিলটি নবান্ন অভিমুখে এগিয়েছিল, তাকে বাধা দেয় পুলিশ ৷ এরপর এমজি রোড ধরে মিছিল এগোনোর চেষ্টা করলে সেখান থেকেই ছড়ায় উত্তেজনা ৷ কার্যত খণ্ডযুদ্ধ শুরু হয় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ৷ লাঠিচার্জ করে পুলিশ ৷ এরপরেই এমজি রোডে পুলিশের একটি পিসিআর ভ্যানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ দমকল এসে আগুন নেভায় ৷

আরও পড়ুন : পুলিশকে মারছে বিজেপি, ভিডিয়ো টুইট তৃণমূলের

লালবাজার সূত্রে খবর, ঘটনার দিন সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে, বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক প্রথমে কর্তব্যরত পুলিশকর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়ে ঠাণ্ডা মাথায় ওই পিসিআর ভ্যানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে ।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নবান্ন অভিযান নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন । সাংসদ টুইটে (Abhishek Banerjee tweets over BJP Nabanna Abhijan)লেখেন, " দুষ্কৃতীরা আমাদের সিটি অফ জয়ে কী করতে পারে ! আজ শুধুমাত্র বাংলা নয়, গোটা দেশ বিজেপির কয়েক ঝলক দেখল ! আমাদের এটা ভাবলেও শিহরণ হচ্ছে, ওরা ক্ষমতায় এলে কী করবে ৷ পশ্চিমবঙ্গ ওদের (বিজেপি) প্রত্যাখ্যান করেছে, তাই ধন্যবাদ ৷ এবার সেই সময় এসেছে, যখন সারা দেশ ওদের প্রত্যাখ্যান করবে ৷"

আরও পড়ুন : পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ভিডিয়ো টুইট, বিজেপি প্রত্যাখ্যানের ডাক অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.