ETV Bharat / city

ভিড় এড়াতে জন্ম-মৃত্যুর শংসাপত্র দপ্তরের 4 ভাগ; সিদ্ধান্ত কলকাতা পৌরনিগমের

কোরোনার সংক্রমণের জেরে ভিড় এড়াতে জন্ম-মৃত্যুর শংসাপত্র বিভাগকে 4 ভাগে ভাগ করল কলকাতা পৌরনিগম ৷

জন্ম-মৃত্যুর শংসাপত্র বিভাগে
জন্ম-মৃত্যুর শংসাপত্র বিভাগ
author img

By

Published : Mar 16, 2020, 7:58 PM IST

Updated : Mar 16, 2020, 8:53 PM IST

কলকাতা, 16 মার্চ : কোরোনা সংক্রমণের জেরে ভিড় এড়াতে কলকাতা জন্ম-মৃত্যুর শংসাপত্র বিভাগকে 4 ভাগে ভাগ করল পৌরনিগম ৷ পৌর কমিশনার খলিল আহমেদ ও ডেপুটি মেয়র অতীন ঘোষের আজ পৌরনিগমের সদর দপ্তরে একটি জরুরি বৈঠক করা হয় ৷ এরপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে কোরোনা সংক্রমণ প্রতিরোধে বিশেষ নজরদারি চালানো হবে ৷ পৌরনিগমের প্রতিটি গেটে স্যানিটাইজ়েশনের ব্যবস্থা করা হবে ৷ আধিকারিক থেকে শুরু করে সাংবাদিক যারাই ভিতরে যাবেন প্রত্যেকের হাত জীবাণুমুক্ত করা হবে ৷

ভিড় এড়াতে জন্ম-মৃত্যুর শংসাপত্র দপ্তরের 4 ভাগ; সিদ্ধান্ত কলকাতা পৌরনিগমের

পৌরনিগম চত্বের অধিক সংখ্যক মানুষের জমায়েত বন্ধ করতে এদিন বিভাগে বিভাজনের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ পৌরনিগমের জন্ম-মৃত্যুর শংসাপত্র বিভাগে প্রতিদিন ভিড় অপেক্ষাকৃত বেশি হয় অন্য বিভাগগুলির তুলনায় ৷ তাই ওই বিভাগটিকে 4 ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এবার থেকে চারটি পৃথক জায়গা থেকে সংশ্লিষ্ট ওই বিভাগের কাজ হবে ৷ সদর দপ্তরের তিন জায়গা থেকে কাজ হবে ৷ এছাড়াও হক বিল্ডিংয়ে শংসাপত্র দেওয়ার জন্য আরও একটি কেন্দ্র খোলা হবে ৷ এখন থেকে প্রতিদিন সর্বোচ্চ 25 জনকে সার্টিফিকেট দেওয়া হবে ৷

ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, স্বাস্থ্য দপ্তরের পাঠানো তালিকা অনুযায়ী বিভিন্ন জায়গায় নজরদারি চালাবে পৌর স্বাস্থ্যকর্মীরা । সন্দেহজনক ব্যক্তিদের উপর বিশেষ নজরদারি রাখা হবে ৷ শহরে যত বেআইনি খাটাল রয়েছে সেগুলি তুলে দেওয়া হবে । পাশাপাশি BJP অফিসের সামনে গোমূত্র খাওয়ানো নিয়ে ডেপুটি মেয়র তাঁর প্রতিক্রিয়া, "এদেরকে চিড়িয়াখানায় রাখা হোক ৷ বিজ্ঞানকে ভরসা না করে এইসবের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে ।"

কলকাতা, 16 মার্চ : কোরোনা সংক্রমণের জেরে ভিড় এড়াতে কলকাতা জন্ম-মৃত্যুর শংসাপত্র বিভাগকে 4 ভাগে ভাগ করল পৌরনিগম ৷ পৌর কমিশনার খলিল আহমেদ ও ডেপুটি মেয়র অতীন ঘোষের আজ পৌরনিগমের সদর দপ্তরে একটি জরুরি বৈঠক করা হয় ৷ এরপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে কোরোনা সংক্রমণ প্রতিরোধে বিশেষ নজরদারি চালানো হবে ৷ পৌরনিগমের প্রতিটি গেটে স্যানিটাইজ়েশনের ব্যবস্থা করা হবে ৷ আধিকারিক থেকে শুরু করে সাংবাদিক যারাই ভিতরে যাবেন প্রত্যেকের হাত জীবাণুমুক্ত করা হবে ৷

ভিড় এড়াতে জন্ম-মৃত্যুর শংসাপত্র দপ্তরের 4 ভাগ; সিদ্ধান্ত কলকাতা পৌরনিগমের

পৌরনিগম চত্বের অধিক সংখ্যক মানুষের জমায়েত বন্ধ করতে এদিন বিভাগে বিভাজনের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ পৌরনিগমের জন্ম-মৃত্যুর শংসাপত্র বিভাগে প্রতিদিন ভিড় অপেক্ষাকৃত বেশি হয় অন্য বিভাগগুলির তুলনায় ৷ তাই ওই বিভাগটিকে 4 ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এবার থেকে চারটি পৃথক জায়গা থেকে সংশ্লিষ্ট ওই বিভাগের কাজ হবে ৷ সদর দপ্তরের তিন জায়গা থেকে কাজ হবে ৷ এছাড়াও হক বিল্ডিংয়ে শংসাপত্র দেওয়ার জন্য আরও একটি কেন্দ্র খোলা হবে ৷ এখন থেকে প্রতিদিন সর্বোচ্চ 25 জনকে সার্টিফিকেট দেওয়া হবে ৷

ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, স্বাস্থ্য দপ্তরের পাঠানো তালিকা অনুযায়ী বিভিন্ন জায়গায় নজরদারি চালাবে পৌর স্বাস্থ্যকর্মীরা । সন্দেহজনক ব্যক্তিদের উপর বিশেষ নজরদারি রাখা হবে ৷ শহরে যত বেআইনি খাটাল রয়েছে সেগুলি তুলে দেওয়া হবে । পাশাপাশি BJP অফিসের সামনে গোমূত্র খাওয়ানো নিয়ে ডেপুটি মেয়র তাঁর প্রতিক্রিয়া, "এদেরকে চিড়িয়াখানায় রাখা হোক ৷ বিজ্ঞানকে ভরসা না করে এইসবের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে ।"

Last Updated : Mar 16, 2020, 8:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.