কলকাতা, 22 জানুয়ারি : বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ার আর বেশি বাকি নেই ৷ এই পরিস্থিতিতে একদিনের বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই কোরোনাকালে তাঁর এই সফরকে কোরোনার সংক্রমণমুক্ত করতে ব্যবস্থা নিল একগুচ্ছ ব্যবস্থা নিল কলকাতা পৌরনিগম। আগামিকাল প্রধানমন্ত্রী শহরে পা রাখার সাড়ে 4 ঘণ্টা আগেই স্যানিটাইজার করা হবে শহরের ঐতিহাসিক সৌধ ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ।
কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক সম্পূর্ণ স্যানিটাইজেশন করার নির্দেশ দিয়েছেন। আজই প্রথম দফায় সাজেশন করা হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে। আগামিকাল সকালে ফের আবারও স্যানিটাইজেশন করা হবে শহরের অন্যতম প্রাণকেন্দ্র ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ।
ইদানীংকালে প্রধানমন্ত্রী যে ক'টি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবকটি ছিল ভার্চুয়াল। বিজ্ঞান কংগ্রেস থেকে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে তিনি দিল্লি প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ভার্চুয়ালি সরাসরি অংশ নিয়েছিলেন। সেখানেই নেতাজি 125তম জন্মবার্ষিকীকে কাজে লাগিয়ে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সশরীরে হাজির হচ্ছেন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কারণে আগাম ব্যবস্থা নিচ্ছে কলকাতা পৌরনিগম ।
এদিন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, নির্বাচনের ঠিক আগেই নেতাজির জন্মদিবস ৷ তাই সুভাষচন্দ্র বসুকে নিয়ে টানাটানি করছে বিজেপি। ভোট চলে গেলে গেরুয়া শিবিরে আর নেতাজিকে নিয়ে কোনও আবেগ থাকবে না। তিনি জানিয়েছেন, বাংলার প্রত্যেকটা মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু। বাংলার মানুষের আলাদা করে নেতাজির প্রতি আবেগ প্রমাণ করতে হয় না । বিজেপি নিজেদের কার্যসিদ্ধি করতেই নেতাজিকে নিয়ে রাজনীতি করছে ।
কলকাতায় 144 টি ওয়ার্ডের নেতাজির জন্মদিবস পালন করবে কলকাতা পৌরনিগম। প্রত্যেকটি ওয়ার্ড কো-অর্ডিনেটর অর্থাৎ প্রাক্তন কাউন্সিলরদের 20 হাজার টাকা করে দেওয়া হয়েছে স্বামীজির জন্মদিন পালন করার জন্য। সেই সঙ্গে দেওয়া হয়েছে একটি করে গানের সিডি। যদিও বিরোধী ওয়ার্ড কো-অর্ডিনেটর অভিযোগ করেছেন যে তাঁদের কোনও নির্দেশ দেওয়া হয়নি নেতাজির জন্মদিবস পালন করার জন্য।
আরও পড়ুন : আদর্শ আচরণবিধি লাগু হলেই রাজ্যে বন্ধ বাইক ব়্যালি
বামফ্রন্টের ওয়ার্ড কো-অর্ডিনেটর অভিযোগ করেছেন, এর আগে স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিবেক চেতনা অনুষ্ঠান থেকে যেভাবে ব্রাত্য করা হয়েছিল তাঁদের৷ একই ভাবে স্বামীজি নেতাজির জন্মদিনেও তাঁদের ব্রাত্য রাখা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতারাই বিরোধী ওয়ার্ল্ডগুলিতে নেতাজির জন্মদিবস পালন করবে আগামিকাল।