ETV Bharat / city

Covid Vaccination : দুর্গাপুজোর চারদিন শহরে করোনার টিকাকরণ বন্ধ রাখবে কলকাতা পৌরনিগম - কলকাতা পৌরনিগম

পুজোর চারদিন, সপ্তমী থেকে দশমী, শহরে করোনার টিকাকরণ বন্ধ রাখছে কলকাতা পৌরনিগম ৷ একথা জানিয়েছেন কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য তথা স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ ৷ একাদশীর দিন থেকে ফের শহরে টিকাকরণের কাজ শুরু করবে পৌর কর্তৃপক্ষ ৷

Kolkata Municipal Corporation will keep close Covid Vaccination for four days during durga puja
Covid Vaccination : দুর্গাপুজোর চারদিন শহরে করোনার টিকাকরণ বন্ধ রাখবে কলকাতা পৌরনিগম
author img

By

Published : Oct 8, 2021, 7:02 PM IST

কলকাতা, 8 অক্টোবর : পুজোর চারদিন শহরে বন্ধ থাকবে করোনার টিকাকরণ (Covid Vaccination) ৷ শুক্রবার একথা জানালেন কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) প্রশাসকমণ্ডলীর সদস্য তথা স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ (Atin Ghosh) ৷ পৌরনিগম সূত্রে খবর, শহরের বহু নাগরিক এখনও করোনার টিকা নেননি ৷ অনেকে আবার টিকার প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজ নেননি ৷ অনেকেই অপেক্ষা করছিলেন পুজোর চারদিনের ছুটির ৷ তাঁরা ঠিক করেছিলেন, সপ্তমী থেকে দশমীর মধ্য কোনও একটা পৌরনিগমের নির্ধারিত কেন্দ্রে গিয়ে করোনার টিকা নিয়ে নেবেন ৷ কিন্তু কলকাতা পৌরনিগমের তরফ থেকে এদিন স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পুজোর চারদিন শহরে করোনার টিকাকরণ বন্ধ রাখা হবে ৷ সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী, এই চারদিন করোনার টিকা দেওয়া হবে না ৷ একাদশীর দিন থেকে ফের শহরে টিকাকরণের কাজ শুরু করবে পৌর কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : Corona Vaccination: ছাত্রছাত্রীদের টিকাকরণ শুরু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

এদিন অতীন ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘‘পুজোর চারদিন 50টি মেগাসেন্টার-সহ 144টি ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে করোনার টিকাকরণ বন্ধ রাখা হচ্ছে ৷ কোভ্যাকসিন ও কোভিশিল্ড, এই দুই ধরনের টিকাকরণই বন্ধ থাকবে ৷ অবশ্য করোনা শনাক্তকরণের জন্য আরটি-পিসিআর পরীক্ষা চলবে ৷’’ সূত্রের খবর, 1 নম্বর বরোর 6 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র, 2 নম্বর বরোর 11 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে,3 নম্বর বরোর 30 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে, 4 নম্বর বরোর 25 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে, 5 এবং 6 নম্বর বরোর ক্ষেত্রে কেবলমাত্র 54 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে, 7 নম্বর বরোর 57 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে, 8 নম্বর বরোর 85 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে, 9 নম্বর বরোর 82 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে, 10 নম্বর বরোর 96 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে, 11 নম্বর বরোর 111 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে, 13 নম্বর বরোর 120 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে, 14 নম্বর বরোর 127 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে, 15 নম্বর বরোর 141 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে আরটি-পিসিআর পরীক্ষা চলবে ৷

আরও পড়ুন : Corona Vaccination : পঠন-পাঠন চালুর আগেই কলেজ পড়ুয়াদের টিকাকরণ করবে কলকাতা পৌরনিগম

এর পাশাপাশি কলকাতা পৌরনিগম সিদ্ধান্ত নিয়েছে, 16টি বরোর একটি করে পৌর স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকবে মশাবাহিত বিভিন্ন রোগ, যেমন ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রভৃতি পরীক্ষার জন্য ৷ এছাড়াও কালীপুজো, ছটপুজো, লক্ষ্মীপুজো-সহ অন্যান্য উৎসবের দিনে সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত করোনার টিকাকরণ করা হবে ৷

কলকাতা, 8 অক্টোবর : পুজোর চারদিন শহরে বন্ধ থাকবে করোনার টিকাকরণ (Covid Vaccination) ৷ শুক্রবার একথা জানালেন কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) প্রশাসকমণ্ডলীর সদস্য তথা স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ (Atin Ghosh) ৷ পৌরনিগম সূত্রে খবর, শহরের বহু নাগরিক এখনও করোনার টিকা নেননি ৷ অনেকে আবার টিকার প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজ নেননি ৷ অনেকেই অপেক্ষা করছিলেন পুজোর চারদিনের ছুটির ৷ তাঁরা ঠিক করেছিলেন, সপ্তমী থেকে দশমীর মধ্য কোনও একটা পৌরনিগমের নির্ধারিত কেন্দ্রে গিয়ে করোনার টিকা নিয়ে নেবেন ৷ কিন্তু কলকাতা পৌরনিগমের তরফ থেকে এদিন স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পুজোর চারদিন শহরে করোনার টিকাকরণ বন্ধ রাখা হবে ৷ সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী, এই চারদিন করোনার টিকা দেওয়া হবে না ৷ একাদশীর দিন থেকে ফের শহরে টিকাকরণের কাজ শুরু করবে পৌর কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : Corona Vaccination: ছাত্রছাত্রীদের টিকাকরণ শুরু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

এদিন অতীন ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘‘পুজোর চারদিন 50টি মেগাসেন্টার-সহ 144টি ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে করোনার টিকাকরণ বন্ধ রাখা হচ্ছে ৷ কোভ্যাকসিন ও কোভিশিল্ড, এই দুই ধরনের টিকাকরণই বন্ধ থাকবে ৷ অবশ্য করোনা শনাক্তকরণের জন্য আরটি-পিসিআর পরীক্ষা চলবে ৷’’ সূত্রের খবর, 1 নম্বর বরোর 6 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র, 2 নম্বর বরোর 11 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে,3 নম্বর বরোর 30 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে, 4 নম্বর বরোর 25 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে, 5 এবং 6 নম্বর বরোর ক্ষেত্রে কেবলমাত্র 54 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে, 7 নম্বর বরোর 57 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে, 8 নম্বর বরোর 85 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে, 9 নম্বর বরোর 82 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে, 10 নম্বর বরোর 96 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে, 11 নম্বর বরোর 111 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে, 13 নম্বর বরোর 120 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে, 14 নম্বর বরোর 127 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে, 15 নম্বর বরোর 141 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে আরটি-পিসিআর পরীক্ষা চলবে ৷

আরও পড়ুন : Corona Vaccination : পঠন-পাঠন চালুর আগেই কলেজ পড়ুয়াদের টিকাকরণ করবে কলকাতা পৌরনিগম

এর পাশাপাশি কলকাতা পৌরনিগম সিদ্ধান্ত নিয়েছে, 16টি বরোর একটি করে পৌর স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকবে মশাবাহিত বিভিন্ন রোগ, যেমন ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রভৃতি পরীক্ষার জন্য ৷ এছাড়াও কালীপুজো, ছটপুজো, লক্ষ্মীপুজো-সহ অন্যান্য উৎসবের দিনে সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত করোনার টিকাকরণ করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.