কলকাতা, 22 অগস্ট : ইউনেস্কোর (UNESCO) থেকে কলকাতার দুর্গাপুজো হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর প্রথম শারদোৎসবের অপেক্ষায় বাঙালি ৷ ঠিক সেই সন্ধিক্ষণে কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী পুজো আয়োজন নিয়ে অনিশ্চিয়তার মেঘ কাটল না সোমবারও ৷ এদিন কলকাতার মহম্মদ আলি পার্কের পুজো নিয়ে বৈঠক হয় কলকাতা পৌরনিগমে (Kolkata Municipal Corporation) ৷ পৌরনিগমের ডিজি (জল সরবরাহ) মৈনাক মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন কমিটির সদস্যরা । কিন্তু সেই বৈঠক নিস্ফলা বলেই জানা গিয়েছে ৷
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, আলোচনায় জল সরবরাহ বিভাগের ডিজি স্পষ্ট জানিয়ে দেন যে জলাধারের উপর করা যাবে না মণ্ডপ ৷ এর পরই ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনার আবেদন করে । শেষে ঠিক হয় কলকাতা পৌরনিগমের ডিজি (জল সরবরাহ) এবং ওই বিভাগের আধিকারিকরা আগামিকাল মহম্মদ আলি পার্কে (Muhammad Ali Park Durga Puja) যাবেন । ক্লাবের সদস্যদের নিয়ে যৌথ পরিদর্শন করে হবে । তার পরেই স্থির হবে মণ্ডপের অবস্থান ঠিক কোথায় হবে ।
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, মহম্মদ আলি পার্কে ব্রিটিশ যুগের জলধারটি জরাজীর্ণ । একাংশ ভেঙে পড়েছে । প্রায় 40 লক্ষ গ্যালনের এই জলাধার । এখন যেখানে মণ্ডপ করা হচ্ছে, সেখানেও জলাধার আছে । তাই বিপদ যেকোনও সময় ঘটতে পারে । জানা যাচ্ছে, পৌরনিগমের তরফে গত বছর যেখানে পুজো হয়েছিল, সেখানেই করার পরামর্শ দেওয়া হবে ।
এদিন বৈঠক শেষে মহম্মদ আলি পার্ক পুজো কমিটির যুগ্ম সম্পাদক অশোক ওঝা বলেন, ‘‘আগামিকাল কলকাতা পৌরনিগমের সঙ্গে যৌথভাবে জলাধারের উপর এবং আশপাশের অংশ পরিদর্শন করা হবে । তারপরই আমাদের জায়গা খুঁজে নিতে হবে ।’’
এখানে উল্লেখ করা প্রয়োজন, এবার মহম্মদ আলি পার্কের পুজোর 54 বছর পূর্ণ হচ্ছে ৷ এই পুজো কলকাতার অন্যতম বড় আকর্ষণ ৷ প্রচুর মানুষ ভিড় জমান মহম্মদ আলি পার্কের পুজো দেখার জন্য ৷ গত 7 জুলাই খুঁটিপুজো হয় মহম্মদ আলি পার্কে ৷ তার পর থেকেই মণ্ডপ তৈরির কাজ শুরু হয় ৷ কিন্তু আপাতত জটিলতার জেরে পুজোর প্রস্তুতি বিশবাঁও জলে রয়েছে ৷
আরও পড়ুন : মা দুর্গাই পথ বলে দেবেন, পুজো বন্ধ প্রসঙ্গে জানালেন মহম্মদ আলি পার্কের উদ্যোক্তারা