কলকাতা, 25 জুন: কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) বর্তমান ওয়েবসাইটটি বদল করতে চলেছে কর্তৃপক্ষ ৷ নতুন যে ওয়েবসাইটটি আনা হবে, সেটি ব্যবহার করা আগের তুলনায় অনেক বেশি সহজ হবে ৷ নতুন ওয়েবসাইটে অতিরিক্ত তথ্যও যোগ করা হবে ৷ তাতে উপকৃত হবে আমজনতা ৷ এক্ষেত্রে মানুষ কী ধরনের তথ্য চাইছে, তা জানতে চায় পৌরকর্তৃপক্ষ ৷ তার জন্য আগামী একমাস ধরে একটি সমীক্ষা চালানো হবে ৷ ফেসবুক, টুইটার, ই-মেল মারফত এই বিষয়ে জনতার রায় নেওয়া হবে ৷
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, এখন অধিকাংশ পরিষেবাই অনলাইনে পাওয়া যায় ৷ কলকাতা পৌরনিগমও এই বিষয়ে পিছিয়ে নেই ৷ কিন্তু, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে পৌরনিগমের অনলাইন পরিষেবা আরও উন্নত করা দরকার ৷ তাই সবার আগে ওয়েবসাইটের খোলনলচে বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
আরও পড়ুন: KMC On Booster Dose : বুস্টার ডোজ নিতে অনীহা, সচেতনতার প্রচারে কলকাতা পৌরনিগম
এই বিষয়ে ইতিমধ্যেই প্রয়োজনীয় কিছু সিদ্ধান্ত নেওয়ার কাজ সেরে ফেলেছে পৌরকর্তৃপক্ষ ৷ পৌরনিগমের তথ্যপ্রযুক্তি বিভাগ নয়া ওয়েবসাইটটি তৈরি করবে ৷ তার আগে একমাস ধরে শহরবাসীর কাছ থেকে পরামর্শ নেওয়া হবে ৷ করা হবে সমীক্ষা ৷ কলকাতা পৌরনিগমের বর্তমানে ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ আছে, সেখানে 'ই-কেএমসি সার্ভে' নামে একটি বিভাগ থাকবে, সেখানেই নিজেদের মতামত জানাতে পারবে আমজনতা ৷ এমনকী, কলকাতা পৌরনিগমের বিভিন্ন প্রশ্নের জবাবও দেওয়া যাবে ৷ একমাস পর এই সমীক্ষা খতিয়ে দেখেই নয়া ওয়েবসাইটটি তৈরি করা হবে ৷ সংশ্লিষ্ট একটি সংস্থা সমীক্ষার পুরো বিষয়টি পরিচালনা করবে ৷