কলকাতা, 20 জুন: করোনা যুদ্ধে প্রাণ হারানো চিকিৎসকদের স্মৃতির উদ্দেশ্য়ে কলকাতার (Kolkata) মৌলালিতে একটি স্মৃতিশৌধ (Doctors Memorial) গড়ে তোলা হবে ৷ সম্প্রতি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (Indian Medical Association) তরফে কলকাতা পৌরনিগমকে (Kolkata Municipal Corporation) এই স্মৃতিসৌধ তৈরি করার প্রস্তাব দেওয়া হয় ৷ আইএমএ-র পক্ষ থেকে প্রস্তাবটি দেন সংগঠনের প্রাক্তন সভাপতি তথা রাজ্যসভার তৃণমূল সাংসদ (চিকিৎসক) শান্তনু সেন (Santanu Sen) ৷
পরবর্তী সময় কলকাতার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (চিকিৎসক) কাকলি সেন বিষয়টি কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশনে উত্থাপন করেন ৷ এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের উদ্যান বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার জানান, "আমরা উদ্যান বিভাগের কর্তাদের জায়গা চিহ্নিত করতে বলেছিলাম ৷ তাঁরা মৌলালির কাছে একটি জায়গা চিহ্নিত করেছেন ৷ সেখানেই তৈরি হবে এই স্মৃতিসৌধ ৷"
আরও পড়ুন: Kolkata Municipal Corporation: বর্ষা শেষ হলেই শুরু হবে শহরের স্টল থেকে প্লাস্টিক সরানোর কাজ
সাংসদ শান্তনু সেন এই প্রসঙ্গে জানিয়েছেন, "ভারতবর্ষে এই প্রথম এই ধরনের কোনও স্মৃতিশৌধ তৈরি করা হবে ৷ আইএমএ-এ প্রস্তাব দিয়েছিল ৷ কলকাতা পৌরনিগম অত্যন্ত তৎপরতার সঙ্গে ইতিবাচক পদক্ষেপ করেছে ৷ ইতিমধ্যেই জায়গা চিহ্নিত করা হয়েছে ৷ দ্রুততার সঙ্গে সেখানে এই স্মৃতিশৌধ নির্মাণ করা হবে ৷"