ETV Bharat / city

কোরোনা রুখতে শহরজুড়ে শুরু জীবাণুনাশক স্প্রে - coronavirus updates

কোরোনা সংক্রমণের শিকার হয়েছেন রাজ্যের 7 বাসিন্দা ৷ তড়িঘড়ি লকডাউনের সিদ্ধান্তের পাশাপাশি আজ থেকে শহরের প্রতিটি রাস্তা, ঘনবসতিপূর্ণ অঞ্চল ও হাসপাতালে জীবাণুনাশক স্প্রে করা হল পৌর নিগমের স্প্রিঙ্কলার লাগানো বিশেষ গাড়ির সাহায্যে ৷

kolkata-municipal
পুরসভা
author img

By

Published : Mar 24, 2020, 2:51 PM IST

কলকাতা, 24 মার্চ: কোরোনা সংক্রমণ রুখতে কাল থেকেই চালু হয়েছে লকডাউন ৷ আজ থেকে কলকাতার রাজপথকে জীবাণুমুক্ত করতে পৌর নিগমের স্প্রিঙ্কলার লাগানো গাড়িতে জেট স্প্রে দিয়ে রাসায়নিক স্প্রে করা হল ৷ কলকাতার একাধিক জায়গা ঘুরে ঘুরে সোডিয়াম হাইড্রোক্লোরাইড ও জলের মিশ্রণে তৈরি এই জীবাণুনাশক স্প্রে করা হল ৷

মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, ‘‘কলকাতার পৌরনিগমের জেট স্প্রে গাড়িগুলিতে 40 লিটার জীবাণুনাশক ভরে শহরের বিভিন্ন প্রান্তে রাসায়নিক স্প্রে করার কাজ শুরু হয়েছে । আজ ভবানীপুর, রাজবিহারী, হাজরা, বাঙুর, পার্ক স্ট্রীট, বেলেঘাটা সহ বিভিন্ন এলাকায় এই রাসায়নিক স্প্রে করা হয়েছে।

কোরোনা ভাইরাস রুখতে কোনও রাসায়নিকের কার্যকারিতা সম্পর্কে জানা না থাকলেও সোডিয়াম হাইড্রোক্লোরাইডের মিশ্রণে জীবাণু মারা সম্ভব ৷ শহরের বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে শুরু করে রাস্তার মোড়গুলিতে স্প্রে হল এই রাসায়নিক ৷

disinfection spray
জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে

শুধু আজ নয়, কোরোনা মোকাবিলায় আগামী দিনেও জীবাণুনাশক ছড়ানো হবে বলে জানানো হয়েছে পুরসভার তরফ থেকে ৷ দেবাশিস কুমার বলেন, ‘‘এবার থেকে প্রতিদিন সকাল সন্ধ্যায় নিয়ম করে এই স্প্রে করা হবে । বিশেষ করে ঘনবসতিপূর্ণ অঞ্চল, হাসপাতাল ও বস্তি এলাকাগুলিতে এই জীবাণুনাশক রাসায়নিক স্প্রে করা হবে । পৌরসভার স্প্রিঙ্কলার লাগানো গাড়িগুলো সঙ্গেই ফগিং মেশিনের সাহায্যে এই ওষুধ স্প্রে করা হচ্ছে ।’’

রাস্তার দু'ধারে রেলিংগুলিতেও এই রাসায়নিক স্প্রে করা হবে বলে এদিন জানান মেয়র পারিষদ দেবাশিস কুমার । তিনি জানান, ‘‘20টি বিশেষ ধরনের মেশিন আনা হয়েছে । এই মেশিনগুলির সাহায্যেও আবাসন ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে ।’’

কলকাতা, 24 মার্চ: কোরোনা সংক্রমণ রুখতে কাল থেকেই চালু হয়েছে লকডাউন ৷ আজ থেকে কলকাতার রাজপথকে জীবাণুমুক্ত করতে পৌর নিগমের স্প্রিঙ্কলার লাগানো গাড়িতে জেট স্প্রে দিয়ে রাসায়নিক স্প্রে করা হল ৷ কলকাতার একাধিক জায়গা ঘুরে ঘুরে সোডিয়াম হাইড্রোক্লোরাইড ও জলের মিশ্রণে তৈরি এই জীবাণুনাশক স্প্রে করা হল ৷

মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, ‘‘কলকাতার পৌরনিগমের জেট স্প্রে গাড়িগুলিতে 40 লিটার জীবাণুনাশক ভরে শহরের বিভিন্ন প্রান্তে রাসায়নিক স্প্রে করার কাজ শুরু হয়েছে । আজ ভবানীপুর, রাজবিহারী, হাজরা, বাঙুর, পার্ক স্ট্রীট, বেলেঘাটা সহ বিভিন্ন এলাকায় এই রাসায়নিক স্প্রে করা হয়েছে।

কোরোনা ভাইরাস রুখতে কোনও রাসায়নিকের কার্যকারিতা সম্পর্কে জানা না থাকলেও সোডিয়াম হাইড্রোক্লোরাইডের মিশ্রণে জীবাণু মারা সম্ভব ৷ শহরের বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে শুরু করে রাস্তার মোড়গুলিতে স্প্রে হল এই রাসায়নিক ৷

disinfection spray
জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে

শুধু আজ নয়, কোরোনা মোকাবিলায় আগামী দিনেও জীবাণুনাশক ছড়ানো হবে বলে জানানো হয়েছে পুরসভার তরফ থেকে ৷ দেবাশিস কুমার বলেন, ‘‘এবার থেকে প্রতিদিন সকাল সন্ধ্যায় নিয়ম করে এই স্প্রে করা হবে । বিশেষ করে ঘনবসতিপূর্ণ অঞ্চল, হাসপাতাল ও বস্তি এলাকাগুলিতে এই জীবাণুনাশক রাসায়নিক স্প্রে করা হবে । পৌরসভার স্প্রিঙ্কলার লাগানো গাড়িগুলো সঙ্গেই ফগিং মেশিনের সাহায্যে এই ওষুধ স্প্রে করা হচ্ছে ।’’

রাস্তার দু'ধারে রেলিংগুলিতেও এই রাসায়নিক স্প্রে করা হবে বলে এদিন জানান মেয়র পারিষদ দেবাশিস কুমার । তিনি জানান, ‘‘20টি বিশেষ ধরনের মেশিন আনা হয়েছে । এই মেশিনগুলির সাহায্যেও আবাসন ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.