ETV Bharat / city

KMC seals land আদায় হয়নি 2 কোটির কর, জমি সিল করল পৌরনিগম - KMC

বছরের পর বছর ধরে বকেয়া রয়েছে 2 কোটি টাকার কর (Tax Arrears) ৷ বহুবার চিঠি দিয়েও সেই আদায় করতে পারেনি কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ এবার জমি সিল করলেন আধিকারিকেরা (Property Tax Department) ৷

Kolkata Municipal Corporation
KMC seals land
author img

By

Published : Aug 27, 2022, 7:08 PM IST

Updated : Aug 27, 2022, 9:02 PM IST

কলকাতা, 27 অগস্ট: কাঠাপাঁচেক জমি, আর তাতেই এক কোনে কেয়ার টেকারের ঘর । বছরের পর বছর কর দেওয়ার নাম গন্ধ নেই । কলকাতা পৌরনিগমের সম্পত্তি-কর বিভাগের তরফে বহু চিঠি পাঠিয়ে লাভ হয়নি । শেষে আইনি পথে হেটে ওই জমি সিল করে দিল পৌর কর্তৃপক্ষ (Kolkata Municipal Corporation seals land) ।

কলকাতার 67 নম্বর ওয়ার্ডের এই জমি । দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে । একটি কেয়ারটেকারের ঘর রয়েছে মাত্র । কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, জমির মালিক হলেন দেবাশিস ঘোষ । ওই জমির বকেয়া কর প্রায় 2 কোটি টাকা (Seals Land Due to Tax Arrears) । বছরের পর বছর মালিক কর দেন না । তাঁকে একাধিক নোটিস পাঠানো হলেও লাভ হয়নি ।

Kolkata Municipal Corporation seals land due to tax arrears
বছরের পর বছর ধরে বকেয়া রয়েছে 2 কোটি টাকা কর

এক আধিকারিক বলেন, "সংশ্লিষ্ট সম্পত্তি সিল করা হয়েছে । মালিক এরপরেও কর না মেটালে আইনি পথে নিলাম হবে জমি । বিদ্যুৎহীন অবস্থাতেই দিন যাপন করছিলেন কেয়ারটেকার । আমরা জমিটি তালাবন্ধ করে দেওয়ার পর তিনি জিনিসপত্র নিয়ে বেরিয়ে গিয়েছেন ।"

সম্প্রতি, সম্পত্তি-কর বিভাগের (Property Tax Department) বৈঠকে কলকাতা পৌরনিগমের (KMC) অধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যেকোনও প্রকারে বকেয়া কর আদায় করতে হবে । তাতে পৌর আইন মাফিক যা করণীয় তাই করতে হবে । কোটি কোটি টাকা বকেয়া পড়ে আছে কর দাতাদের । আর এদিকে পৌর কোষাগারে আর্থিক অনটন চলছে, সেটা বরদাস্ত করা হবে না ৷

প্রসঙ্গত, কলকাতা শহরে করদাতার পরিমাণ প্রায় 8 লক্ষেরও বেশি । কর বিভাগের কর্মীদের বলা হয়েছে, বকেয়া আদায়ের পাশপাশি যে সমস্ত আবাসিক সম্পত্তি বাণিজ্যিক কাজে ব্যবহার হচ্ছে তাঁদের থেকে বাণিজ্যিক কর আদায় করতে হবে ।

আরও পড়ুন: দীর্ঘ দিন ধরে কর বকেয়া ! সম্পত্তি বিক্রি করে টাকা উসুল করবে পৌরনিগম

জানা গিয়েছে, কলকাতা পৌরনিগমের নির্দেশিকা অনুসারে বকেয়া সম্পত্তি করের টাকা দুটি ভাগে ভাগ করা হয়েছে । বলা হয়েছে, এক কোটি টাকা বকেয়া আছে এমন লোকজনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবেন চিফ ম্যানেজার পদমর্যাদার আধিকারিকরা । তালিকা ধরে সেই করদাতাদের সঙ্গে যোগাযোগ করে পাওনা টাকা আদায়ের ব্যবস্থা করতে হবে ।

কলকাতা, 27 অগস্ট: কাঠাপাঁচেক জমি, আর তাতেই এক কোনে কেয়ার টেকারের ঘর । বছরের পর বছর কর দেওয়ার নাম গন্ধ নেই । কলকাতা পৌরনিগমের সম্পত্তি-কর বিভাগের তরফে বহু চিঠি পাঠিয়ে লাভ হয়নি । শেষে আইনি পথে হেটে ওই জমি সিল করে দিল পৌর কর্তৃপক্ষ (Kolkata Municipal Corporation seals land) ।

কলকাতার 67 নম্বর ওয়ার্ডের এই জমি । দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে । একটি কেয়ারটেকারের ঘর রয়েছে মাত্র । কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, জমির মালিক হলেন দেবাশিস ঘোষ । ওই জমির বকেয়া কর প্রায় 2 কোটি টাকা (Seals Land Due to Tax Arrears) । বছরের পর বছর মালিক কর দেন না । তাঁকে একাধিক নোটিস পাঠানো হলেও লাভ হয়নি ।

Kolkata Municipal Corporation seals land due to tax arrears
বছরের পর বছর ধরে বকেয়া রয়েছে 2 কোটি টাকা কর

এক আধিকারিক বলেন, "সংশ্লিষ্ট সম্পত্তি সিল করা হয়েছে । মালিক এরপরেও কর না মেটালে আইনি পথে নিলাম হবে জমি । বিদ্যুৎহীন অবস্থাতেই দিন যাপন করছিলেন কেয়ারটেকার । আমরা জমিটি তালাবন্ধ করে দেওয়ার পর তিনি জিনিসপত্র নিয়ে বেরিয়ে গিয়েছেন ।"

সম্প্রতি, সম্পত্তি-কর বিভাগের (Property Tax Department) বৈঠকে কলকাতা পৌরনিগমের (KMC) অধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যেকোনও প্রকারে বকেয়া কর আদায় করতে হবে । তাতে পৌর আইন মাফিক যা করণীয় তাই করতে হবে । কোটি কোটি টাকা বকেয়া পড়ে আছে কর দাতাদের । আর এদিকে পৌর কোষাগারে আর্থিক অনটন চলছে, সেটা বরদাস্ত করা হবে না ৷

প্রসঙ্গত, কলকাতা শহরে করদাতার পরিমাণ প্রায় 8 লক্ষেরও বেশি । কর বিভাগের কর্মীদের বলা হয়েছে, বকেয়া আদায়ের পাশপাশি যে সমস্ত আবাসিক সম্পত্তি বাণিজ্যিক কাজে ব্যবহার হচ্ছে তাঁদের থেকে বাণিজ্যিক কর আদায় করতে হবে ।

আরও পড়ুন: দীর্ঘ দিন ধরে কর বকেয়া ! সম্পত্তি বিক্রি করে টাকা উসুল করবে পৌরনিগম

জানা গিয়েছে, কলকাতা পৌরনিগমের নির্দেশিকা অনুসারে বকেয়া সম্পত্তি করের টাকা দুটি ভাগে ভাগ করা হয়েছে । বলা হয়েছে, এক কোটি টাকা বকেয়া আছে এমন লোকজনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবেন চিফ ম্যানেজার পদমর্যাদার আধিকারিকরা । তালিকা ধরে সেই করদাতাদের সঙ্গে যোগাযোগ করে পাওনা টাকা আদায়ের ব্যবস্থা করতে হবে ।

Last Updated : Aug 27, 2022, 9:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.