কলকাতা, 17 জুন : কলকাতা পৌরনিগমের উদ্যোগে আরও দুটি মেগা ভ্যাকসিনেশন সেন্টার চালু হল । এর আগে কলকাতা পৌরনিগমের পাঁচটি মেগা সেন্টার থেকে করোনার ভ্যাকসিন দেওয়া হত। করোনার তৃতীয় স্রোত আসার আগেই শহরে টিকাকরণের গতি বাড়াতে কলকাতা পৌরনিগমের এই উদ্যোগ ।
58 নম্বর ওয়ার্ডের ডি এন দে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন মেগা ভ্যাকসিনেশন সেন্টারে ভ্যাকসিনেশন শুরু হল । মঙ্গলবার সেন্টারটির উদ্বোধন করেন প্রশাসক মণ্ডলীর সদস্য স্বপন সমাদ্দার । এই মেগা সেন্টার থেকে সুপার স্প্রেডার ও 45 ঊর্ধ্বদের করোনার টিকা দেওয়া হবে। এই সেন্টারে প্রতিদিন প্রায় 400 জনকে টিকা দেওয়া হবে । কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য স্বপন সমাদ্দার জানিয়েছেন এখন সুপার স্প্রেডার দের ও 45 ঊর্ধ্বদের টিকাকরণ চলছে । আগামী সপ্তাহ থেকে 18 ঊর্ধ্ব সকলকেই টিকা দেওয়া হবে ৷
এদিকে মঙ্গলবার 77 নম্বর ওয়ার্ডে আরও একটি মেগা ভ্যাকসিনেশন সেন্টার খুলেছে কলকাতা পৌরনিগম । স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর অসীম বসুর উদ্যোগে এলগিন রোডে এই ভ্যাকসিনেশন সেন্টার চালু হয়েছে । কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম সেন্টারটির উদ্বোধন করেন ।
আরও পড়ুন : কেন্দ্র দেবে ভ্যাকসিন, সেরামে গচ্ছিত অগ্রিম ফেরত চাইল রাজ্য
শহরে টিকাকরণের গতি বাড়াতে চাইছে কলকাতা পৌরনিগম । মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম সাধারণ মানুষের কাছে কোনও রকম গুজবে কান না দিয়ে আরও বেশি সংখ্যায় ভ্যাকসিন নিতে এগিয়ে আসার আবেদন করেছেন । নতুন দুটি মেগা সেন্টারসহ বর্তমানে কলকাতায় 146 টি সেন্টার থেকে করোনার টিকা দেওয়া হচ্ছে ।