কলকাতা, 20 সেপ্টেম্বর : আগামী 25 সেপ্টেম্বর থেকে বাড়ছে কলকাতা মেট্রোর সংখ্যা ৷ শনিবার ও রবিবার এই মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে বলে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে ৷ যেখানে আগামী শনিবার থেকে 36টি বাড়তি মেট্রো চালানো হবে ৷ তবে, রবিবার মাত্র 4টি মেট্রো বাড়তি চলবে ৷ করোনা আবহে পুজোর আনন্দে কিছুটা ভাটা পড়লেও, বাঙালির শ্রেষ্ঠ উৎসবের পুজোয় কেনাকাটায় কাটছাঁট করার কথা ভাবাই যায় না । ইতিমধ্যে, নিউ মার্কেটে পুজোর কেনাকাটার ভিড় জমতে শুরু করেছে পুরোদমে ৷ তাই ঠিক পুজোর আগেই শনিবার ও রবিবার মেট্রোর সংখ্যা বাড়িয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ যদিও, মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এই পরিষেবা গ্রহণ করতে পারবেন ৷
25 সেপ্টেম্বর থেকে 178টি মেট্রোর পরিষেবার পরিবর্তে আগামী শনিবার থেকে সারাদিনে 214টি (107 আপ ও 107 ডাউন) মেট্রো চলবে ৷ এর মধ্যে 151টি (75 আপ ও 76 ডাউন) মেট্রো পরিষেবা কবি সুভাষ স্টেশন থেকে দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে চলাচল করবে ৷ দিনের ব্যস্ত সময় আপ এবং ডাউন লাইনে সকাল 9টা থেকে বেলা 11.20 মিনিট পর্যন্ত দু’টি ট্রেনের মধ্যে ব্যবধান থাকবে 7 মিনিটের ৷ অন্যদিকে, বিকেলের ব্যস্ত সময় 4.40 মিনিট থেকে 7.28 মিনিট পর্যন্ত আপ লাইনে দু’টি ট্রেনের মধ্যে ব্যবধান থাকবে 7 মিনিটের ৷ আর ডাউন লাইনে বিকেল 4.41 মিনিট থেকে রাত 8.04 মিনিট পর্যন্ত দু’টি ট্রেনের মধ্যে ব্যবধান থাকবে 7 মিনিটের ৷ অন্যদিকে, একইভাবে বাড়ানো হয়েছে রবিবারের মেট্রোর পরিষেবা ৷ রবিবার থেকে 116টির পরিবর্তে চালানো হবে 120টি মেট্রো (60টি আপ লাইনে ও 60টি ডাউন লাইনে) ৷
- শনিবার দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম ট্রেন ছাড়বে সকাল 7.30 মিনিটে
- শনিবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম ট্রেন ছাড়বে সকাল 7.30 মিনিটে
- দমদম থেকে কবি সুভাষের প্রথম ট্রেন ছাড়বে সকাল 7.30 মিনিটে
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম ট্রেন ছাড়বে সকাল 7.30 মিনিটে
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ ট্রেন ছাড়বে রাত 9.18 মিনিটে
- দমদম থেকে কবি সুভাষের জন্য শেষ ট্রেন ছাড়বে রাত 9.30 মিনিটে
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর শেষ ট্রেন ছাড়বে রাত 9.30 মিনিটে
- রবিবার দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম ট্রেন ছাড়বে সকাল 10 টায়
- রবিবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল 10টায়
- রবিবার দমদম থেকে কবি সুভাষের প্রথম ট্রেন ছাড়বে সকাল 10টায়
- রবিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম ট্রেন ছাড়বে সকাল 10টায়
- রবিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ ট্রেন ছাড়বে রাত 9.18 মিনিটে
- দমদম থেকে কবি সুভাষের জন্য দিনের শেষ ট্রেন ছাড়বে রাত 9:30 মিনিটে
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের ট্রেন ছাড়বে রাত 9:30 মিনিটে
- ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা ক্ষেত্রে কোনও পরিবর্তন হয়নি