ETV Bharat / city

বাড়ছে যাত্রী, সামাল দিতে 5 অক্টোবর থেকে বাড়বে মেট্রোর সংখ্যা

মেট্রোর স্বাস্থ্যবিধি মেন "নিউ নর্মাল"-এ ধাতস্থ হচ্ছেন যাত্রীরা । এমত অবস্থায় প্রতিদিনই বাড়ছে যাত্রী সংখ্যা । সে কথা মাথায় রেখেই ট্রেনের সংখ্যা বাড়ানোর সিন্ধান্ত নিল কর্তৃপক্ষ ৷

metro rail will increase number of train
metro rail will increase number of train
author img

By

Published : Oct 1, 2020, 10:51 PM IST

কলকাতা, 1 অক্টোবর : আগামী সোমবার, 5 অক্টোবর থেকে বাড়বে কলকাতা মেট্রো রেলের ট্রেনের সংখ্যা । পাশাপাশি রাত 8টার বদলে শেষ ট্রেন মিলবে রাত 9টায় ।

দীর্ঘ ছয় মাস পর চলতি মাসের 14 তারিখ থেকে চালু হয়েছে নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট মেট্রো । প্রথম দিকে যাত্রী সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি ৷ মেট্রো রেলের যাবতীয় স্বাস্থ্যবিধি মেন "নিউ নর্মাল"-এ ধাতস্থ হচ্ছেন যাত্রীরা । এমত অবস্থায় প্রতিদিনই বাড়ছে যাত্রী সংখ্যা । সে কথা মাথায় রেখেই ট্রেনের সংখ্যা বাড়ানোর সিন্ধান্ত নিল কলকতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷

আগামী 5 অক্টোবর থেকে সারাদিনে ট্রেন চলবে 122টি । অন্যদিকে দিনের শেষ পরিষেবা মিলবে রাত 8টার বদলে রাত 9টা পর্যন্ত । কবি সুভাষ ও দমদম থেকে দিনের শেষে ট্রেনটি ছাড়বে রাত 8টা নাগাদ । অন্যদিকে নোয়াপাড়া থেকে শেষ ট্রেন ছাড়বে রাত 7টা বেজে 53 মিনিটে ।

উল্লেখ্য, প্রথম দিন নর্থ-সাউথ মেট্রোর যাত্রী সংখ্যা ছিল প্রায় 20 হাজার । অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে সংখ্যাটি ছিল 74 । তবে যাত্রা শুরুর আঠারো দিনের মাথায় নর্থ-সাউথের যাত্রী সংখ্যা পৌঁছেছে 57 হাজার 528-এ । অন্যদিকে নয়া ইস্ট-ওয়েস্ট পথে বৃহস্পতিবারের যাত্রী সংখ্যা ছিল 156 জন ।

কলকাতা, 1 অক্টোবর : আগামী সোমবার, 5 অক্টোবর থেকে বাড়বে কলকাতা মেট্রো রেলের ট্রেনের সংখ্যা । পাশাপাশি রাত 8টার বদলে শেষ ট্রেন মিলবে রাত 9টায় ।

দীর্ঘ ছয় মাস পর চলতি মাসের 14 তারিখ থেকে চালু হয়েছে নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট মেট্রো । প্রথম দিকে যাত্রী সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি ৷ মেট্রো রেলের যাবতীয় স্বাস্থ্যবিধি মেন "নিউ নর্মাল"-এ ধাতস্থ হচ্ছেন যাত্রীরা । এমত অবস্থায় প্রতিদিনই বাড়ছে যাত্রী সংখ্যা । সে কথা মাথায় রেখেই ট্রেনের সংখ্যা বাড়ানোর সিন্ধান্ত নিল কলকতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷

আগামী 5 অক্টোবর থেকে সারাদিনে ট্রেন চলবে 122টি । অন্যদিকে দিনের শেষ পরিষেবা মিলবে রাত 8টার বদলে রাত 9টা পর্যন্ত । কবি সুভাষ ও দমদম থেকে দিনের শেষে ট্রেনটি ছাড়বে রাত 8টা নাগাদ । অন্যদিকে নোয়াপাড়া থেকে শেষ ট্রেন ছাড়বে রাত 7টা বেজে 53 মিনিটে ।

উল্লেখ্য, প্রথম দিন নর্থ-সাউথ মেট্রোর যাত্রী সংখ্যা ছিল প্রায় 20 হাজার । অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে সংখ্যাটি ছিল 74 । তবে যাত্রা শুরুর আঠারো দিনের মাথায় নর্থ-সাউথের যাত্রী সংখ্যা পৌঁছেছে 57 হাজার 528-এ । অন্যদিকে নয়া ইস্ট-ওয়েস্ট পথে বৃহস্পতিবারের যাত্রী সংখ্যা ছিল 156 জন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.