ETV Bharat / city

মেট্রো চালুর বিষয়ে আগামীকাল নবান্নে বৈঠক - Kolkata metro rail

লকডাউনের জেরে বন্ধ ছিল মেট্রো পরিষেবা । এবার মেট্রো রেল চালুর বিষয়ে নবান্নে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে মেট্রো রেল কর্তৃপক্ষ ।

Metro rail service in kolkata during unlock 0.1
নবান্নে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক
author img

By

Published : Jun 29, 2020, 12:29 AM IST

কলকাতা, 28 জুন : সামাজিক দূরত্ব বজায় রেখে কীভাবে মেট্রো চালানো সম্ভব হবে, তার রূপরেখা ঠিক করতে আগামীকাল গুরুত্বপূর্ণ বৈঠক হবে নবান্নে । জানা গেছে, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে মেট্রো রেল কর্তৃপক্ষ । সুরক্ষা বিধি মেনে 1 জুলাই থেকে মেট্রো পরিষেবা চালু হবে কিনা তা এই বৈঠকে সিদ্ধান্ত নেবে মেট্রো রেল কর্তৃপক্ষ ।

আসন অনুযায়ী সমসংখ্যক যাত্রী নিয়ে মেট্রোরেল চালুর জন্য বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু আসন অনুযায়ী যাত্রী সংখ্যা যাতে ঠিক থাকে তার জন্য RPF মোতায়েন করা জরুরি বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ । সে ক্ষেত্রে মেট্রোর প্রতি কামরায় ন্যূনতম দু'জন করে RPF বহাল রাখা প্রয়োজন । একটি ট্রেনে সব মিলিয়ে প্রয়োজন মোট 32 জন RPF । প্রতি ছয় থেকে সাত মিনিট অন্তর অন্তর চলে মেট্রোরেল । ফলে শুধুমাত্র যাত্রীসংখ্যা ঠিক করতে একসঙ্গে এত সংখ্যক RPF মোতায়েন করা সহজ কাজ হবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

এই পরিস্থিতিতে যতগুলো আসন, ততগুলো টিকিট বণ্টনের প্রক্রিয়া নেওয়া যাবে কিনা, অথবা RPF-কে মেট্রোর প্রতিটি গেটে বহাল রাখা হবে কিনা, সবকিছু মিলিয়ে আগামীকাল নবান্নের বৈঠক তাৎপর্যপূর্ণ । প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মেট্রোরেল কর্তৃপক্ষ বৈঠক করে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবে । সেইমতো চালু হবে মেট্রো পরিষেবা ।

নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 26 জুন বলেন, “1 জুলাই থেকে মেট্রো চালু করার সম্মতি দেওয়া হয়েছে । নবান্নে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর রাজ্য সরকারের তরফ থেকে মেট্রো চলাচলের সম্মতি দেওয়া হয়েছে ।” আনলক 1 চালু হতে খুলে গিয়েছে শহরের অধিকাংশ অফিস । ফলে মেট্রো পরিষেবা চালু হলে যাত্রীদের সুবিধা হবে বলে আশা করা হচ্ছে । তবে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চালু হোক শহরের লাইফ লাইন, চাইছেন মুখ্যমন্ত্রী ।

মেট্রো চালুর বিষয়ে আগামীকাল নবান্নে বৈঠক

কলকাতা, 28 জুন : সামাজিক দূরত্ব বজায় রেখে কীভাবে মেট্রো চালানো সম্ভব হবে, তার রূপরেখা ঠিক করতে আগামীকাল গুরুত্বপূর্ণ বৈঠক হবে নবান্নে । জানা গেছে, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে মেট্রো রেল কর্তৃপক্ষ । সুরক্ষা বিধি মেনে 1 জুলাই থেকে মেট্রো পরিষেবা চালু হবে কিনা তা এই বৈঠকে সিদ্ধান্ত নেবে মেট্রো রেল কর্তৃপক্ষ ।

আসন অনুযায়ী সমসংখ্যক যাত্রী নিয়ে মেট্রোরেল চালুর জন্য বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু আসন অনুযায়ী যাত্রী সংখ্যা যাতে ঠিক থাকে তার জন্য RPF মোতায়েন করা জরুরি বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ । সে ক্ষেত্রে মেট্রোর প্রতি কামরায় ন্যূনতম দু'জন করে RPF বহাল রাখা প্রয়োজন । একটি ট্রেনে সব মিলিয়ে প্রয়োজন মোট 32 জন RPF । প্রতি ছয় থেকে সাত মিনিট অন্তর অন্তর চলে মেট্রোরেল । ফলে শুধুমাত্র যাত্রীসংখ্যা ঠিক করতে একসঙ্গে এত সংখ্যক RPF মোতায়েন করা সহজ কাজ হবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

এই পরিস্থিতিতে যতগুলো আসন, ততগুলো টিকিট বণ্টনের প্রক্রিয়া নেওয়া যাবে কিনা, অথবা RPF-কে মেট্রোর প্রতিটি গেটে বহাল রাখা হবে কিনা, সবকিছু মিলিয়ে আগামীকাল নবান্নের বৈঠক তাৎপর্যপূর্ণ । প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মেট্রোরেল কর্তৃপক্ষ বৈঠক করে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবে । সেইমতো চালু হবে মেট্রো পরিষেবা ।

নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 26 জুন বলেন, “1 জুলাই থেকে মেট্রো চালু করার সম্মতি দেওয়া হয়েছে । নবান্নে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর রাজ্য সরকারের তরফ থেকে মেট্রো চলাচলের সম্মতি দেওয়া হয়েছে ।” আনলক 1 চালু হতে খুলে গিয়েছে শহরের অধিকাংশ অফিস । ফলে মেট্রো পরিষেবা চালু হলে যাত্রীদের সুবিধা হবে বলে আশা করা হচ্ছে । তবে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চালু হোক শহরের লাইফ লাইন, চাইছেন মুখ্যমন্ত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.