ETV Bharat / city

চালু হচ্ছে মেট্রো, তার আগে জেনে নিন নতুন নিয়ম - metro new rules

আগামী সপ্তাহেই ফের শুরু হচ্ছে মেট্রো রেল চলাচল । স্মার্টকার্ড না থাকলে ওঠা যাবে না মেট্রোতে । নিউ নর্মালে মেট্রোতে চড়তে হলে এখন আব্যশিক হয়েছে স্মার্টকার্ড ।

metro new rules
metro new rules
author img

By

Published : Sep 10, 2020, 2:05 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর : স্পর্শ বা হাতে হাতে সংক্রমণ ছড়াতে পারে । সেই আশঙ্কায় আপাতত রাখা হচ্ছে না টোকেন ব্যবস্থা । সেক্ষেত্রে অনলাইনে স্মার্টকার্ড রিচার্জ করিয়ে তবেই যাত্রা করা যাবে মেট্রোয় । আগামী সপ্তাহে মেট্রো চালু হচ্ছে কলকাতায় । তাই কোরোনা সংক্রমণ রুখতে নিউ নর্মালে নতুন রূপে আসছে কলকাতা মেট্রোরেল ।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভিড় সামাল দেওয়া ও যাত্রীদের মধ্যে সমাজিক দূরত্ব বজায় রাখার বিষয় দু'টি আমাদের কাছে বড় চ্যালেঞ্জ । দু'টি বিষয়ই পরিকল্পনা ও আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত করা হয়েছে । যেসব যাত্রীর স্মার্টকার্ড নেই, তাঁরা আপাতত মেট্রোয় যাতায়াত করতে পারবেন না । কোভিড আবহে আপাতত বন্ধ রয়েছে নতুন স্মার্ট কার্ড ইশু করার প্রক্রিয়া ।

metro new rules
সামাজিক দূরত্ব বজায় রাখতে সিটে লেগেছে স্টিকার

ভিড় নিয়ন্ত্রণ করতে প্রবেশ গেটে কলকাতা পুলিশের নিরাপত্তা আরও আঁটসাঁট করার ব্যবস্থা করা হয়েছে । এসপ্লেনেড ও দমদম বাদে বাকি স্টেশনগুলির ক্ষেত্রে একটি করে গেট খোলা থাকবে ।" পাশাপাশি রদবদল করা হয়েছে ট্রেনের সময়সূচিতেও । এখন থেকে দিনের প্রথম ট্রেন চালু হবে সকাল 8টায় ও দিনের শেষ মেট্রো ছাড়বে সন্ধে 7টায় । প্রতিদিন 110টি করে ট্রেন চালানো হবে ।

কোরোনা আবহে নিউ নর্মাল কলকাতা মেট্রোও

অন্যদিকে 13 সেপ্টেম্বর জয়েন্ট এনট্রান্স পরীক্ষার্থীদের জন্য মেট্রো চালানো হবে । তাই শেষ পর্যায়ের প্রস্তুতি ঠিকঠাক রয়েছে কি না সেইসব দিক খতিয়ে দেখছে মেট্রোরেল কর্তৃপক্ষ । মেট্রোরেলের জেনেরাল ম্যানেজার মনোজ জোশিসহ অন্য আধিকারিকরা স্টেশনগুলি পরিদর্শন করে দেখছেন । প্রথমে নোয়াপাড়া থেকে পার্ক স্ট্রিট, তারপর কবি সুভাষ থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত পরিদর্শন করেন তাঁরা । স্টেশন চত্বরের স্যানিটাইজ়েশন ব্যবস্থা থেকে শুরু করে ট্র্যাক ও কোচগুলিও ঘুরে দেখেন তাঁরা । প্রবেশ ও বেরোনোর গেট, লিফট, এস্কেলেটর ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজ়েশন মেশিন সহ অন্যান্য দিকগুলি খতিয়ে দেখেন ।

কলকাতা, 10 সেপ্টেম্বর : স্পর্শ বা হাতে হাতে সংক্রমণ ছড়াতে পারে । সেই আশঙ্কায় আপাতত রাখা হচ্ছে না টোকেন ব্যবস্থা । সেক্ষেত্রে অনলাইনে স্মার্টকার্ড রিচার্জ করিয়ে তবেই যাত্রা করা যাবে মেট্রোয় । আগামী সপ্তাহে মেট্রো চালু হচ্ছে কলকাতায় । তাই কোরোনা সংক্রমণ রুখতে নিউ নর্মালে নতুন রূপে আসছে কলকাতা মেট্রোরেল ।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভিড় সামাল দেওয়া ও যাত্রীদের মধ্যে সমাজিক দূরত্ব বজায় রাখার বিষয় দু'টি আমাদের কাছে বড় চ্যালেঞ্জ । দু'টি বিষয়ই পরিকল্পনা ও আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত করা হয়েছে । যেসব যাত্রীর স্মার্টকার্ড নেই, তাঁরা আপাতত মেট্রোয় যাতায়াত করতে পারবেন না । কোভিড আবহে আপাতত বন্ধ রয়েছে নতুন স্মার্ট কার্ড ইশু করার প্রক্রিয়া ।

metro new rules
সামাজিক দূরত্ব বজায় রাখতে সিটে লেগেছে স্টিকার

ভিড় নিয়ন্ত্রণ করতে প্রবেশ গেটে কলকাতা পুলিশের নিরাপত্তা আরও আঁটসাঁট করার ব্যবস্থা করা হয়েছে । এসপ্লেনেড ও দমদম বাদে বাকি স্টেশনগুলির ক্ষেত্রে একটি করে গেট খোলা থাকবে ।" পাশাপাশি রদবদল করা হয়েছে ট্রেনের সময়সূচিতেও । এখন থেকে দিনের প্রথম ট্রেন চালু হবে সকাল 8টায় ও দিনের শেষ মেট্রো ছাড়বে সন্ধে 7টায় । প্রতিদিন 110টি করে ট্রেন চালানো হবে ।

কোরোনা আবহে নিউ নর্মাল কলকাতা মেট্রোও

অন্যদিকে 13 সেপ্টেম্বর জয়েন্ট এনট্রান্স পরীক্ষার্থীদের জন্য মেট্রো চালানো হবে । তাই শেষ পর্যায়ের প্রস্তুতি ঠিকঠাক রয়েছে কি না সেইসব দিক খতিয়ে দেখছে মেট্রোরেল কর্তৃপক্ষ । মেট্রোরেলের জেনেরাল ম্যানেজার মনোজ জোশিসহ অন্য আধিকারিকরা স্টেশনগুলি পরিদর্শন করে দেখছেন । প্রথমে নোয়াপাড়া থেকে পার্ক স্ট্রিট, তারপর কবি সুভাষ থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত পরিদর্শন করেন তাঁরা । স্টেশন চত্বরের স্যানিটাইজ়েশন ব্যবস্থা থেকে শুরু করে ট্র্যাক ও কোচগুলিও ঘুরে দেখেন তাঁরা । প্রবেশ ও বেরোনোর গেট, লিফট, এস্কেলেটর ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজ়েশন মেশিন সহ অন্যান্য দিকগুলি খতিয়ে দেখেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.