ETV Bharat / city

TMC Slams Modi and Shah কলকাতা নিরাপদ শহর, মমতার থেকে কাজ শেখা উচিত; মোদি-শাহকে বিঁধল তৃণমূল - PM Modi

কলকাতা নিরাপদ শহর (Kolkata is one of the safest)৷ কীভাবে কাজ করা উচিত তা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) থেকে শেখা উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ এই ভাষাতেই কেন্দ্রকে বিঁধল তৃণমূল কংগ্রেস (TMC Slams Modi and Shah)৷

Kolkata is one of the safest, PM Modi Amit Shah should learn from Mamata Banerjee, says TMC
কলকাতা নিরাপদ শহর, মমতার থেকে শেখা উচিত, মোদি ও শাহকে বিঁধল তৃণমূল
author img

By

Published : Aug 30, 2022, 6:48 PM IST

Updated : Aug 30, 2022, 7:17 PM IST

কলকাতা, 30 অগস্ট: কলকাতা মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর, তবে সবচেয়ে কম সুরক্ষিত শহর দিল্লি (Kolkata is one of the safest)। অতএব মোদি-শাহের দেশের মহিলা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) থেকে এটা শেখা উচিত যে, কীভাবে মহিলাদের সুরক্ষিত রাখতে হয় । কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে এই ভাষাতেই আক্রমণ করল তৃণমূল (TMC Slams Modi and Shah)।

বিজেপি নেতারা এই মুহূর্তে তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ নিয়ে সরব (PM Modi)। এই অবস্থায় রাজ্যের শাসকদলের হাতিয়ার কেন্দ্রের ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট । এই অস্ত্রেই এ বার বিজেপিকে পাল্টা আক্রমণের পথে হাঁটল রাজ্যের শাসকদল । মঙ্গলবার বাইপাসের ধারে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেস জানিয়ে দিল, আইনশৃঙ্খলা প্রশ্নে মমতার শাসন দেশের জন্য পথপ্রদর্শক । বিগত সময়ে যখন এই আইনশৃঙ্খলা প্রশ্নে গেরুয়া শিবির ঘাসফুলের নেতাদের আক্রমণ করছিল, আজ তার পাল্টা হিসাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ৷

তিনি বলেন, "এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উচিত দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিক্ষা নেওয়া ।" একইসঙ্গে শশী পাঁজার কটাক্ষ, "ডবল ইঞ্জিন সরকার হয়ে বিজেপি শাসিত অসম, গোয়া বা মধ্যপ্রদেশ যা করে দেখাতে পারেনি, তা করে দেখিয়েছেন মমতা । পশ্চিমবঙ্গই মহিলাদের জন্য সবচেয়ে সুরক্ষিত রাজ্য ।"

আরও পড়ুন: কলকাতা অন্যতম নিরাপদ শহর, মানতে নারাজ নজরুল ইসলাম

এ দিন শশী পাঁজা বলেন, কলকাতা তথা বাংলাকে যখন কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে ঠিক তখন এনসিআরবি রিপোর্ট কোনও সন্দেহ নেই রাজ্যের জন্য একটা বড় স্বীকৃতি । রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে যেভাবে কলকাতা পুলিশ কাজ করেছে তা প্রশংসার দাবি রাখে । তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর সব সময় নির্দেশ, বাংলার পুলিশকে অগ্রাধিকার দিতে হবে নারী সুরক্ষায় । তারই ফল হাতেনাতে এসেছে । শশী পাঁজার কথায়, এই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তার ভাঁজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কপালে, দেশের সবথেকে বিপজ্জনক এবং মহিলাদের জন্য সবচেয়ে বিপজ্জনক শহরের নাম দিল্লি । এই শহরের নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি রয়েছে কেন্দ্রীয় সরকারের হাতে । এই দায়িত্ব পালনে ব্যর্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।

মোদি-শাহকে বিঁধল তৃণমূল

এ দিন এই সাংবাদিক সম্মেলনে শশী পাঁজা বিএসএফের ভূমিকা নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় তুলেছেন । সম্প্রতি বাগদায় যেভাবে বিএসএফ জওয়ানের হাতে নির্যাতিতা হয়েছেন এক মহিলা, তা নিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছেন । তাঁর প্রশ্ন, এই বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে । তিনি কীভাবে এর দায় অস্বীকার করতে পারেন ?

কলকাতা, 30 অগস্ট: কলকাতা মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর, তবে সবচেয়ে কম সুরক্ষিত শহর দিল্লি (Kolkata is one of the safest)। অতএব মোদি-শাহের দেশের মহিলা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) থেকে এটা শেখা উচিত যে, কীভাবে মহিলাদের সুরক্ষিত রাখতে হয় । কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে এই ভাষাতেই আক্রমণ করল তৃণমূল (TMC Slams Modi and Shah)।

বিজেপি নেতারা এই মুহূর্তে তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ নিয়ে সরব (PM Modi)। এই অবস্থায় রাজ্যের শাসকদলের হাতিয়ার কেন্দ্রের ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট । এই অস্ত্রেই এ বার বিজেপিকে পাল্টা আক্রমণের পথে হাঁটল রাজ্যের শাসকদল । মঙ্গলবার বাইপাসের ধারে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেস জানিয়ে দিল, আইনশৃঙ্খলা প্রশ্নে মমতার শাসন দেশের জন্য পথপ্রদর্শক । বিগত সময়ে যখন এই আইনশৃঙ্খলা প্রশ্নে গেরুয়া শিবির ঘাসফুলের নেতাদের আক্রমণ করছিল, আজ তার পাল্টা হিসাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ৷

তিনি বলেন, "এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উচিত দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিক্ষা নেওয়া ।" একইসঙ্গে শশী পাঁজার কটাক্ষ, "ডবল ইঞ্জিন সরকার হয়ে বিজেপি শাসিত অসম, গোয়া বা মধ্যপ্রদেশ যা করে দেখাতে পারেনি, তা করে দেখিয়েছেন মমতা । পশ্চিমবঙ্গই মহিলাদের জন্য সবচেয়ে সুরক্ষিত রাজ্য ।"

আরও পড়ুন: কলকাতা অন্যতম নিরাপদ শহর, মানতে নারাজ নজরুল ইসলাম

এ দিন শশী পাঁজা বলেন, কলকাতা তথা বাংলাকে যখন কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে ঠিক তখন এনসিআরবি রিপোর্ট কোনও সন্দেহ নেই রাজ্যের জন্য একটা বড় স্বীকৃতি । রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে যেভাবে কলকাতা পুলিশ কাজ করেছে তা প্রশংসার দাবি রাখে । তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর সব সময় নির্দেশ, বাংলার পুলিশকে অগ্রাধিকার দিতে হবে নারী সুরক্ষায় । তারই ফল হাতেনাতে এসেছে । শশী পাঁজার কথায়, এই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তার ভাঁজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কপালে, দেশের সবথেকে বিপজ্জনক এবং মহিলাদের জন্য সবচেয়ে বিপজ্জনক শহরের নাম দিল্লি । এই শহরের নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি রয়েছে কেন্দ্রীয় সরকারের হাতে । এই দায়িত্ব পালনে ব্যর্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।

মোদি-শাহকে বিঁধল তৃণমূল

এ দিন এই সাংবাদিক সম্মেলনে শশী পাঁজা বিএসএফের ভূমিকা নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় তুলেছেন । সম্প্রতি বাগদায় যেভাবে বিএসএফ জওয়ানের হাতে নির্যাতিতা হয়েছেন এক মহিলা, তা নিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছেন । তাঁর প্রশ্ন, এই বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে । তিনি কীভাবে এর দায় অস্বীকার করতে পারেন ?

Last Updated : Aug 30, 2022, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.